
১০ অক্টোবর, ২০২৩ তারিখটা শুধু পাকিস্তান কেন, পুরো ক্রিকেট বিশ্বও চাইবে মনে রাখতে। মাঠের ক্রিকেটে পাকিস্তান ক্রিকেট দল তা স্মরণীয় করে রেখেছেই। ম্যাচ শেষের মুহূর্তটা ছিল স্মৃতির ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা করে ৯ উইকেটে ৩৪৪ রান। লঙ্কানদের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য পাকিস্তান ১০ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায়। বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ রান তাড়া করে জয়। বিশ্বরেকর্ডের পরের মুহূর্তটা আরও স্মরণীয় করে রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ শেষে বাবর আজম হায়দরাবাদের এক মাঠকর্মীকে পাকিস্তান দলের জার্সি উপহার দিয়েছেন। জার্সি দেওয়ার মুহূর্তে পাশে ছিলেন আরও অনেক মাঠকর্মী। এরপর মাঠকর্মীদের সঙ্গে ছবি তুলেছে পাকিস্তান ক্রিকেট দল। মাঠকর্মীদের সঙ্গে হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের ছবি তোলার দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ক্রিকেট পাকিস্তান তাদের টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘হায়দরাবাদের মাঠকর্মীদের ভালোভাবেই প্রশংসা করা হয়েছে।’
পাকিস্তান দল ভারতে আসার পর থেকেই ভক্ত-সমর্থকদের ভালোবাসা পাচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর পাকিস্তান দল পা রেখেছিল হায়দরাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে। বিমানবন্দরে ভক্ত-সমর্থকেরা বাবর, রিজওয়ান, শাহিনের মতো তারকা ক্রিকেটারের নাম উচ্চারণ করে উল্লাস প্রকাশ করেছেন। ভারতে ভক্ত-সমর্থকদের থেকে এমন ভালোবাসা পাওয়ার পর প্রশংসা করতে দেরি করেননি বাবর-রিজওয়ানরা। রিজওয়ান টুইট করেছেন, ‘এখানের মানুষের আতিথেয়তা অসাধারণ। সব দারুণভাবেই হয়েছে। আগামী দেড় মাসের জন্য মুখিয়ে আছি।’ শাহিন ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমাদের অসাধারণভাবে স্বাগত জানানো হয়েছে।’ ইনস্টাগ্রাম স্টোরিতে বাবর লিখেছেন, ‘হায়দরাবাদে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অসাধারণ।’ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই পাকিস্তান দলের প্রথম ভারত সফর।
হায়দরাবাদেই এখন পর্যন্ত ওয়ার্মআপ ম্যাচ, বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ার্মআপেই হেরেছে পাকিস্তান। ওশেনিয়া মহাদেশের দুই দলের সঙ্গেই অবশ্য রানের বন্যা বইয়ে দিয়েছিল বাবরের দল। এরপর গত শুক্রবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। আর গতকাল তো করেছে বিশ্বরেকর্ড। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়ে পাকিস্তানের নেট রানরেট এখন: +০.৯২৭।

১০ অক্টোবর, ২০২৩ তারিখটা শুধু পাকিস্তান কেন, পুরো ক্রিকেট বিশ্বও চাইবে মনে রাখতে। মাঠের ক্রিকেটে পাকিস্তান ক্রিকেট দল তা স্মরণীয় করে রেখেছেই। ম্যাচ শেষের মুহূর্তটা ছিল স্মৃতির ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা করে ৯ উইকেটে ৩৪৪ রান। লঙ্কানদের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য পাকিস্তান ১০ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায়। বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ রান তাড়া করে জয়। বিশ্বরেকর্ডের পরের মুহূর্তটা আরও স্মরণীয় করে রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ শেষে বাবর আজম হায়দরাবাদের এক মাঠকর্মীকে পাকিস্তান দলের জার্সি উপহার দিয়েছেন। জার্সি দেওয়ার মুহূর্তে পাশে ছিলেন আরও অনেক মাঠকর্মী। এরপর মাঠকর্মীদের সঙ্গে ছবি তুলেছে পাকিস্তান ক্রিকেট দল। মাঠকর্মীদের সঙ্গে হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদিদের ছবি তোলার দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ক্রিকেট পাকিস্তান তাদের টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘হায়দরাবাদের মাঠকর্মীদের ভালোভাবেই প্রশংসা করা হয়েছে।’
পাকিস্তান দল ভারতে আসার পর থেকেই ভক্ত-সমর্থকদের ভালোবাসা পাচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর পাকিস্তান দল পা রেখেছিল হায়দরাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে। বিমানবন্দরে ভক্ত-সমর্থকেরা বাবর, রিজওয়ান, শাহিনের মতো তারকা ক্রিকেটারের নাম উচ্চারণ করে উল্লাস প্রকাশ করেছেন। ভারতে ভক্ত-সমর্থকদের থেকে এমন ভালোবাসা পাওয়ার পর প্রশংসা করতে দেরি করেননি বাবর-রিজওয়ানরা। রিজওয়ান টুইট করেছেন, ‘এখানের মানুষের আতিথেয়তা অসাধারণ। সব দারুণভাবেই হয়েছে। আগামী দেড় মাসের জন্য মুখিয়ে আছি।’ শাহিন ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমাদের অসাধারণভাবে স্বাগত জানানো হয়েছে।’ ইনস্টাগ্রাম স্টোরিতে বাবর লিখেছেন, ‘হায়দরাবাদে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অসাধারণ।’ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই পাকিস্তান দলের প্রথম ভারত সফর।
হায়দরাবাদেই এখন পর্যন্ত ওয়ার্মআপ ম্যাচ, বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ার্মআপেই হেরেছে পাকিস্তান। ওশেনিয়া মহাদেশের দুই দলের সঙ্গেই অবশ্য রানের বন্যা বইয়ে দিয়েছিল বাবরের দল। এরপর গত শুক্রবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। আর গতকাল তো করেছে বিশ্বরেকর্ড। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়ে পাকিস্তানের নেট রানরেট এখন: +০.৯২৭।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৪ ঘণ্টা আগে