
‘কার্লোস ব্রাথওয়েট রিমেম্বার দ্য নেইম’— ইয়ান বিশপের এই কথা ক্রিকেট ভক্তদের মনে থাকার কথা। ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ধারাভাষ্যকক্ষে উচ্চ কণ্ঠে কথাটি বলেছিলেন বিশপ। সেদিন বেন স্টোকসকে টানা চারটি ছক্কা মেরে ইংল্যান্ডের হাসি কেড়ে নিয়েছিলেন ব্রাথওয়েট। ইডেনের এই ঘটনাই যেন বদলে দিল স্টোকসকে। সেই দুঃস্মৃতি ভুলে তিন বছর তিন মাস ৩০ দিনের ব্যবধানে ইংল্যান্ডকে দুটো বিশ্বকাপ জিতিয়েছেন এই অলরাউন্ডার।
স্টোকসের সেরা হওয়ার প্রথম মঞ্চ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। লর্ডসে ইংল্যান্ডকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। মাঝারি লক্ষ্য হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে কিউই বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান স্টোকস। ৯৮ বলে ৫টি চার এবং দুটি ছক্কায় ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচ টাই হলে তা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ইংল্যান্ড করে ১৫ রান, যার মধ্যে ৮ রান একাই নেন স্টোকস। আর ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে ফাইনাল সেরা হন এই অলরাউন্ডার। পুরো টুর্নামেন্টে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। ৬৬.৪২ গড়ে করেছিলেন ৪৬৫ রান। আর ৪.৮৩ ইকোনমিতে নিয়েছিলেন ৭ উইকেট এই অলরাউন্ডার।
লর্ডস থেকে মেলবোর্ন — তিন বছর ব্যবধানে আরও একটি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড। ওয়ানডের বদলে এবারের সংস্করণ টি-টোয়েন্টি। মেলবোর্নের ফাইনালে প্রথম ব্যাট করে পাকিস্তান করে ৮ উইকেটে ১৩৭ রান। লক্ষ্য ১৩৯ রানের হলেও ইংল্যান্ডকে শুরু থেকে বেশ চাপে রেখেছিল পাকিস্তান। কিন্তু ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে পাকিস্তানের থেকে ম্যাচ বের করে নিয়ে আসেন স্টোকস। তুলে নেন নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। ৪৯ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন স্টোকস। ৫টি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
সীমিত ওভারের এই দুটো টুর্নামেন্ট তো আছেই। সাদা পোশাকেও স্টোকস মনে রাখার মতো এমন পারফরম্যান্স করেছেন ২০১৯ অ্যাশেজে। হেডিংলিতে ৩৫৯ রান তাড়া করতে হিমশিম খেতে থাকা ইংল্যান্ডের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তিনি। ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যে বড় কিছু অর্জন করা যায়, তারই যেন জ্বলন্ত উদাহরণ স্টোকস।

‘কার্লোস ব্রাথওয়েট রিমেম্বার দ্য নেইম’— ইয়ান বিশপের এই কথা ক্রিকেট ভক্তদের মনে থাকার কথা। ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ধারাভাষ্যকক্ষে উচ্চ কণ্ঠে কথাটি বলেছিলেন বিশপ। সেদিন বেন স্টোকসকে টানা চারটি ছক্কা মেরে ইংল্যান্ডের হাসি কেড়ে নিয়েছিলেন ব্রাথওয়েট। ইডেনের এই ঘটনাই যেন বদলে দিল স্টোকসকে। সেই দুঃস্মৃতি ভুলে তিন বছর তিন মাস ৩০ দিনের ব্যবধানে ইংল্যান্ডকে দুটো বিশ্বকাপ জিতিয়েছেন এই অলরাউন্ডার।
স্টোকসের সেরা হওয়ার প্রথম মঞ্চ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। লর্ডসে ইংল্যান্ডকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। মাঝারি লক্ষ্য হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে কিউই বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান স্টোকস। ৯৮ বলে ৫টি চার এবং দুটি ছক্কায় ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচ টাই হলে তা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ইংল্যান্ড করে ১৫ রান, যার মধ্যে ৮ রান একাই নেন স্টোকস। আর ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে ফাইনাল সেরা হন এই অলরাউন্ডার। পুরো টুর্নামেন্টে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি। ৬৬.৪২ গড়ে করেছিলেন ৪৬৫ রান। আর ৪.৮৩ ইকোনমিতে নিয়েছিলেন ৭ উইকেট এই অলরাউন্ডার।
লর্ডস থেকে মেলবোর্ন — তিন বছর ব্যবধানে আরও একটি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড। ওয়ানডের বদলে এবারের সংস্করণ টি-টোয়েন্টি। মেলবোর্নের ফাইনালে প্রথম ব্যাট করে পাকিস্তান করে ৮ উইকেটে ১৩৭ রান। লক্ষ্য ১৩৯ রানের হলেও ইংল্যান্ডকে শুরু থেকে বেশ চাপে রেখেছিল পাকিস্তান। কিন্তু ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে পাকিস্তানের থেকে ম্যাচ বের করে নিয়ে আসেন স্টোকস। তুলে নেন নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। ৪৯ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন স্টোকস। ৫টি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
সীমিত ওভারের এই দুটো টুর্নামেন্ট তো আছেই। সাদা পোশাকেও স্টোকস মনে রাখার মতো এমন পারফরম্যান্স করেছেন ২০১৯ অ্যাশেজে। হেডিংলিতে ৩৫৯ রান তাড়া করতে হিমশিম খেতে থাকা ইংল্যান্ডের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তিনি। ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যে বড় কিছু অর্জন করা যায়, তারই যেন জ্বলন্ত উদাহরণ স্টোকস।

সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
৩৮ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
৪ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
৪ ঘণ্টা আগে