Ajker Patrika

মালিক, সরফরাজ দলে ফেরায় খুশি আফ্রিদি 

মালিক, সরফরাজ দলে ফেরায় খুশি আফ্রিদি 

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই এর পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে। দলে পরিবর্তন আনতে বেঁধে দেওয়া সময়ের শেষ মুহূর্তে অবশ্য দুই দফায় পরিবর্তন এনেছে পিসিবি। সুযোগ পেয়েছেন শোয়েব মালিক ও সরফরাজ আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মনে করেন ভালো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

দলে পরিবর্তনের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত জানিয়েছেন আফ্রিদি। তিনি লিখেছেন, ‘টি ২০ বিশ্বকাপে শোয়েব মালিককে ফিরিয়ে আনা খুব ভালো সিদ্ধান্ত। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে খুব বড় প্রভাব ফেলতে পারে ও।’ সোহেব মাকসুদ চোট পাওয়ায় শোয়েবকে দলে নিয়ে এসেছে পাকিস্তান। এদিকে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দলে ফেরানো হয়েছে হায়দার আলী, ফখর জামান ও সরফরাজ আহমেদকে। 

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ২৪ তারিখ সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় দিনে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আফ্রিদি মনে করেন, যে দল চাপ সামলাতে পারবে জিতবে সে দলই, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময়ই কঠিন। যে দল চাপ সামলাতে পারবে তার সুযোগ থাকবে এই ম্যাচ জেতার। যে দল কম ভুল করবে সেই জিতবে এই ম্যাচ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত