নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

ক্যাচ মিসের মিছিল ছিল গতকাল। যার খেসারতও দিয়েছে বাংলাদেশ দল। ৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে নিউজিল্যান্ড। আজ তৃতীয় দিন বাংলাদেশের ‘দুঃখ’ হয়ে গেল রান আউট। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ২৬ রানের মধ্যে ড্রেসিংরুমে ফেরেন দুই ওপেনার জাকির হাসান (১৭) ও মাহমুদুল হাসান জয়।
কোনো উইকেট না হারিয়ে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় সেশন বিরতিতে যায় বাংলাদেশ দল। বিরতি থেকে ফিরেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে জাকির। প্রথম ইনিংসের মতো এবারও তাঁকে ফেরান এজাজ প্যাটেল। জাকিরের বিদায়ে ভাঙে ২৩ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারেই দুর্ভাগ্যজনক রান আউট হলেন আরেক ওপেনার জয়।
নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ হাত ছুঁয়ে যায় টিম সাউদির, বল এসে লাগে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকা জয় রান আউটের ফাঁদে পড়ে নেন বিদায়। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটে মোটামুটি বিপর্যয় কাটিয়ে ওঠে। টেস্ট মেজাজে তারা বাড়িয়ে নিচ্ছিলেন লিড। ২ উইকেটে ১১১ রানে দ্বিতীয় সেশনের চা বিরতিতে যান তাঁরা।
কিন্তু বিরতি থেকে ফিরেই রান আউটে কাটা পড়লেন মুমিনুল (৪০। প্যাটেলের হালকা ঝুলিয়ে দেওয়া বেরিয়ে এসে অন ড্রাইভ করলেন। বল গেল সোজা মিড অনে থাকা হেনরি নিকোলসের হাতে। তার আগেই রানের জন্য ছুটে পিচের মাঝামাঝি চলে যান মুমিনুল।
অন্যপ্রান্তে শান্ত তখন নিজের ক্রিজে দাঁড়িয়ে। সোজা ফিল্ডার কাছে যাওয়ায় রান নেওয়ার সুযোগও ছিল না। বিপদ বুঝতে পেরে মুমিনুল নিজের ক্রিজে ফেরার চেষ্টা করলেও সফল হননি। নিকোলসের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার টম ব্লান্ডেল।
তাঁর বিদায়ে ভাঙে ৯০ রানের তৃতীয় উইকেট জুটি। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪২ রান। মুশফিকুর রহিম ১৯ ও শান্ত অপরাজিত ৫৮ রানে।

ক্যাচ মিসের মিছিল ছিল গতকাল। যার খেসারতও দিয়েছে বাংলাদেশ দল। ৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে নিউজিল্যান্ড। আজ তৃতীয় দিন বাংলাদেশের ‘দুঃখ’ হয়ে গেল রান আউট। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ২৬ রানের মধ্যে ড্রেসিংরুমে ফেরেন দুই ওপেনার জাকির হাসান (১৭) ও মাহমুদুল হাসান জয়।
কোনো উইকেট না হারিয়ে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় সেশন বিরতিতে যায় বাংলাদেশ দল। বিরতি থেকে ফিরেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে জাকির। প্রথম ইনিংসের মতো এবারও তাঁকে ফেরান এজাজ প্যাটেল। জাকিরের বিদায়ে ভাঙে ২৩ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারেই দুর্ভাগ্যজনক রান আউট হলেন আরেক ওপেনার জয়।
নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ হাত ছুঁয়ে যায় টিম সাউদির, বল এসে লাগে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকা জয় রান আউটের ফাঁদে পড়ে নেন বিদায়। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটে মোটামুটি বিপর্যয় কাটিয়ে ওঠে। টেস্ট মেজাজে তারা বাড়িয়ে নিচ্ছিলেন লিড। ২ উইকেটে ১১১ রানে দ্বিতীয় সেশনের চা বিরতিতে যান তাঁরা।
কিন্তু বিরতি থেকে ফিরেই রান আউটে কাটা পড়লেন মুমিনুল (৪০। প্যাটেলের হালকা ঝুলিয়ে দেওয়া বেরিয়ে এসে অন ড্রাইভ করলেন। বল গেল সোজা মিড অনে থাকা হেনরি নিকোলসের হাতে। তার আগেই রানের জন্য ছুটে পিচের মাঝামাঝি চলে যান মুমিনুল।
অন্যপ্রান্তে শান্ত তখন নিজের ক্রিজে দাঁড়িয়ে। সোজা ফিল্ডার কাছে যাওয়ায় রান নেওয়ার সুযোগও ছিল না। বিপদ বুঝতে পেরে মুমিনুল নিজের ক্রিজে ফেরার চেষ্টা করলেও সফল হননি। নিকোলসের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার টম ব্লান্ডেল।
তাঁর বিদায়ে ভাঙে ৯০ রানের তৃতীয় উইকেট জুটি। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪২ রান। মুশফিকুর রহিম ১৯ ও শান্ত অপরাজিত ৫৮ রানে।

তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১১ মিনিট আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৩২ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
২ ঘণ্টা আগে