ক্রীড়া ডেস্ক, ঢাকা
বিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
বোঝাই যাচ্ছে, বৈভব এখনো বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি পার হয়নি। তবে তাকে কী দেখে এত আগ্রহ দেখাল রাজস্থান? ভারতীয় সংবাদমাধ্যমে কদিন ধরেই এ নামটি বেশ কবার এসেছে। এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন ১৩ বছরের বৈভব। নিলামে তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের সঙ্গে তাকে পাওয়ার লড়াইয়ে নামে দিল্লিও। তবে ১ কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে পেয়ে যায় রাজস্থান।
১৩ বছর বয়সেই বৈভব খেলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছে ৫৮ বলে সেঞ্চুরি, যুব টেস্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। হয়তো রাজস্থানের মনে হয়েছে এই কিশোরকে পরিচর্যা করলে দারুণ কিছু করতে পারে।
আইপিএলের নিলামে যখন এ রকম চমকজাগানিয়া ঘটনা, তখন সুখবর নেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশের ১৩ ক্রিকেটার এবার নাম দিয়েছিলেন আইপিএল নিলামে। শুধু মোস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনের নাম নিলামে উঠেছে, কিন্তু কোনো দল কেনেনি তাঁদের। সাকিব-লিটনদের মতো বাংলাদেশি তারকাদের নামই ওঠেনি নিলামে।
বিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
বোঝাই যাচ্ছে, বৈভব এখনো বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি পার হয়নি। তবে তাকে কী দেখে এত আগ্রহ দেখাল রাজস্থান? ভারতীয় সংবাদমাধ্যমে কদিন ধরেই এ নামটি বেশ কবার এসেছে। এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছেন ১৩ বছরের বৈভব। নিলামে তার ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ। রাজস্থানের সঙ্গে তাকে পাওয়ার লড়াইয়ে নামে দিল্লিও। তবে ১ কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি। আরও ১০ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে পেয়ে যায় রাজস্থান।
১৩ বছর বয়সেই বৈভব খেলেছে ভারতের অনূর্ধ্ব-১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছে ৫৮ বলে সেঞ্চুরি, যুব টেস্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। হয়তো রাজস্থানের মনে হয়েছে এই কিশোরকে পরিচর্যা করলে দারুণ কিছু করতে পারে।
আইপিএলের নিলামে যখন এ রকম চমকজাগানিয়া ঘটনা, তখন সুখবর নেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশের ১৩ ক্রিকেটার এবার নাম দিয়েছিলেন আইপিএল নিলামে। শুধু মোস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনের নাম নিলামে উঠেছে, কিন্তু কোনো দল কেনেনি তাঁদের। সাকিব-লিটনদের মতো বাংলাদেশি তারকাদের নামই ওঠেনি নিলামে।
৯ বছরের ক্রিকেট ক্যারিয়ার; এর মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার চূড়ায় অবস্থান করছেন রশিদ খান। ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় কিংবদন্তি ডোয়াইন ব্রাভোকে।
১ ঘণ্টা আগেশেষ ভালো যাঁর, সব ভালো তাঁর-রুদ্ধশ্বাস এক ফাইনালে গত রাতে শেষ হওয়া ২০২৫ বিপিএল দেখে এমনটা মনে হতেই পারে। তবে টুর্নামেন্ট জুড়ে পারিশ্রমিক বিতর্ক নিয়ে একের পর এক সংবাদ হয়েছে, সেটার রেশ কি চলে যাবে এত সহজে!
১ ঘণ্টা আগে২০২২ সালে সাফ জেতার পর অনেকটাই আড়ালে চলে যান আঁখি খাতুন। অভিমানে জাতীয় দল ছেড়ে চীনে পাড়ি জমান এই ডিফেন্ডার। তবে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা ছিল নিয়মিতই। এবার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।
২ ঘণ্টা আগেশিরোনাম দেখেই আর্জেন্টিনার ম্যাচে গোলবন্যার ব্যাপারটি অনুমান করার কথা। ৯০ মিনিটের ম্যাচে ৭ গোল হওয়া তো কম কথা নয়। উরুগুয়ের বিপক্ষে গোলবন্যার ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের রাতে জয় পেয়েছে ব্রাজিল।
২ ঘণ্টা আগে