Ajker Patrika

মিরপুরে আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারত অধিনায়কের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৩, ২১: ২২
মিরপুরে আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারত অধিনায়কের

শ্বাসরুদ্ধকর ম্যাচটা কোনো দলই জিতল না। দারুণ ব্যাটিংয়ের পর শেষ দিকে বোলারদের প্রত্যাবর্তন, ভারতকে রুখে দিয়ে মিরপুরে সিরিজের শেষ ওয়ানডে টাই করেছেন বাংলাদেশের মেয়েরা। তাতে তিন ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। 

সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ এবং দ্বিতীয় ওয়ানডেতে জিতেছিল ভারত। কিন্তু সিরিজ নির্ধারণী ওয়ানডে টাই হয়ে গেল। বাংলাদেশ ২২৫ রান করার পর লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংসও একই স্কোরে থেমে যায়। কিন্তু টাই হওয়া ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। করেছেন বিস্ফোরক মন্তব্যও। 

আউট হওয়ার মাঠেই ক্ষোভে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন হারমানপ্রীত। পরে ম্যাচ শেষেও আম্পায়ারিংয়ের সমালোচনা করলেন রাখঢাক না রেখে। হারমানপ্রীত বলেছেন, ‘আমি মনে করি অনেক কিছু শেখার ছিল এই ম্যাচ থেকে, ক্রিকেট ছাড়াও। যে মানের আম্পায়ারিং হয়েছে, তাতে আমরা খুবই বিস্মিত। কিন্তু...আমরা সামনে যখন বাংলাদেশে আসব, নিশ্চিত করে আসতে হবে—এই ধরনের আম্পায়ারিংয়ের মুখোমুখি হতে হবে। ঠিক সেভাবেই আমাদের খেলতে হবে।’ 

বাংলাদেশের ব্যাটিং নিয়ে মাঝে প্রশংসা করলেও আম্পায়ারিংয়ের ব্যাপারটি যেন ভুলতেই পারছিলেন না হারমানপ্রীত। ভারতের অধিনায়ক বললেন, ‘তারা ভালো ব্যাটিং করেছে যেটা বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি অনুযায়ী দারুণ ব্যাটিং করেছে। প্রচুর সিঙ্গেল রান নিয়েছে—যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। মাঝে আমরা কিছু রান দিয়ে দিয়েছি। যদিও পরবর্তীকালে আমরা নিয়ন্ত্রণ নিতে পেরেছিলাম। যেটা আগে বললাম, শোচনীয় আম্পায়ারিং। আমরা আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে খুবই হতাশ।’ 

ভারতের ইনিংসের ৩৪তম ওভারের ঘটনা। নাহিদা আক্তারের ফুল লেংথের বল সুইপ করার চেষ্টা করতে গিয়ে ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ করতে পারেননি হারমানপ্রীত। বল তাঁর প্যাডে লাগা মাত্র উদ্‌যাপন শুরু করে দেন বাঁহাতি স্পিনার নাহিদা। আম্পায়ার তানভির আহমেদ আঙুল তুলতে সময় নেননি। আম্পায়ারের আঙুল উঠতে দেখেই ফুঁসে ওঠেন ভারতীয় অধিনায়ক। শুরুতে হাত দিয়ে থাবা মারলেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে। 

এরপর ব্যাট দিয়ে বাড়ি মেরে স্টাম্পই উপড়ে ফেলেন। একটি স্টাম্প উপড়ে অনেক দূরে গিয়ে পড়ে! সেখানেই থামেননি তিনি। ক্রিজ ছেড়ে আম্পায়ারকে কিছু বলতে বলতে ড্রেসিংরুমে যান। গ্যালারির দর্শকদের উদ্দেশেও কিছু বলতে দেখা যায় তাঁকে। আঙুল উঠিয়ে দেখালেন ‘থাম্বস আপ’। যদিও টিভি রিপ্লেতে দেখে মনে হচ্ছিল, সেটি এলবিডব্লুই ছিল। ১৪ রানে আউট হন হারমানপ্রীত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত