ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে পঞ্চম টেস্টের মাঝপথে পিঠের চোটে পড়েন বুমরা। সেরে উঠতে লম্বা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, পুরো চ্যাম্পিয়নস ট্রফি হাতছাড়া করতে পারেন বুমরা। তাঁর পিঠে ফোলা রয়েছে, শিগগিরই বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করবেন, যেখানে তার পুনর্বাসনের ওপর নজর রাখা হবে। জানা গেছে, এই চোটের কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য খেলা থেকে দূরে থাকতে হতে পারে এই তারকা পেসারকে।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে এরই মধ্যে বুমরাকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। নির্বাচক কমিটি এখনো বুমরার পুরো মেডিকেল রিপোর্ট পায়নি, তবে বর্তমানে তাঁর অবস্থা ভালো বলে মনে হচ্ছে না তাদের।
বুমরাকে মূল দলে রাখা হবে কি না, এ নিয়ে চলছে আলোচনা। যদি নাও রাখা হয়, তবে রিজার্ভ বেঞ্চে হলেও তাঁকে রাখতে চায় বিসিসিআই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময়সীমা আজ শেষ হবে। বিসিসিআই নাকি সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছে বলে জানা গেছে, তবে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সময়সীমা বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেনি।
অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বুমরা ছিলেন। তিনি ১৫১.২ ওভার বোলিং করে শিকার করেছেন সিরিজের সর্বোচ্চ ৩২ উইকেট। যেখানে তাঁর গড় ছিল ১৩.০৬ এবং স্ট্রাইকরেট ছিল ২৮.৩। সিরিজসেরা পুরস্কারও তুলেছিলেন হাতে। পিঠের চোটের কারণে শেষ টেস্টের শেষ দিনে বল করতে পারেননি। এর আগে পিঠের চোটের কারণে প্রায় এক বছর (সেপ্টেম্বর ২০২২ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত) খেলার বাইরে ছিলেন বুমরা।

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে পঞ্চম টেস্টের মাঝপথে পিঠের চোটে পড়েন বুমরা। সেরে উঠতে লম্বা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলা হয়েছে, পুরো চ্যাম্পিয়নস ট্রফি হাতছাড়া করতে পারেন বুমরা। তাঁর পিঠে ফোলা রয়েছে, শিগগিরই বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করবেন, যেখানে তার পুনর্বাসনের ওপর নজর রাখা হবে। জানা গেছে, এই চোটের কারণে তিনি দীর্ঘ সময়ের জন্য খেলা থেকে দূরে থাকতে হতে পারে এই তারকা পেসারকে।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। নিজেদের মাঠে ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে এরই মধ্যে বুমরাকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। নির্বাচক কমিটি এখনো বুমরার পুরো মেডিকেল রিপোর্ট পায়নি, তবে বর্তমানে তাঁর অবস্থা ভালো বলে মনে হচ্ছে না তাদের।
বুমরাকে মূল দলে রাখা হবে কি না, এ নিয়ে চলছে আলোচনা। যদি নাও রাখা হয়, তবে রিজার্ভ বেঞ্চে হলেও তাঁকে রাখতে চায় বিসিসিআই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণার শেষ সময়সীমা আজ শেষ হবে। বিসিসিআই নাকি সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধ করেছে বলে জানা গেছে, তবে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সময়সীমা বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেনি।
অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে বর্ডার-গাভাস্কার ট্রফিতে বুমরা ছিলেন। তিনি ১৫১.২ ওভার বোলিং করে শিকার করেছেন সিরিজের সর্বোচ্চ ৩২ উইকেট। যেখানে তাঁর গড় ছিল ১৩.০৬ এবং স্ট্রাইকরেট ছিল ২৮.৩। সিরিজসেরা পুরস্কারও তুলেছিলেন হাতে। পিঠের চোটের কারণে শেষ টেস্টের শেষ দিনে বল করতে পারেননি। এর আগে পিঠের চোটের কারণে প্রায় এক বছর (সেপ্টেম্বর ২০২২ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত) খেলার বাইরে ছিলেন বুমরা।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
২ ঘণ্টা আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে