
পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় তাঁর দেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত পরশু ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের পর ইমরান খানের এই মন্তব্য এল। বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে অবস্থান করছেন ইমরান। গতকাল রিয়াদে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইমরান বলেছেন, ‘ভারত ও পাকিস্তান ভালো প্রতিবেশী হিসেবে এগিয়ে যেতে পারে।’ ইমরান আলাদা প্রশংসা বরাদ্দ রেখেছেন বাবর আজমদের জন্যও। ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেন সাবেক এই কিংবদন্তি অধিনায়ক।
ইমরান খানকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ‘ইসলামাবাদ দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।’ রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে অনেক দিনের বৈরিতা চলেছ। সেটির ছাপ পড়েছে খেলায়ও। আইসিসির ইভেন্ট ছাড়া এখন দুই দেশকে দেখা যায় না একসঙ্গে খেলতে। ইমরানের এমন মন্তব্যের পর দুই দেশের সমর্থকেরা এবার আশায় বুক বাঁধতে পারেন।
শাহিন আফ্রিদি, বাবর ও মোহাম্মদ রিজওয়ানের বীরত্বে পরশু শারজায় বিরাট কোহলিদের ১০ উইকেটে হারায় পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এটিই প্রথম ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়। এই প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারল ভারত। কাকতালীয়ভাবে এটি আবার পাকিস্তানের প্রথম ১০ উইকেটে জয়। স্বাভাবিকভাবেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়কে বড় করেই উদ্যাপন করছেন পাকিস্তানের মানুষ। বাবরদের খেলা দেখতে ভোলেননি ইমরান খানও। একটি ছবিতে দেখা যায়, টিভিতে ভারত-পাকিস্তান ম্যাচের খেলা দেখছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার সেই ম্যাচ নিয়ে মন্তব্য করতেও ভুললেন না ইমরান খান।

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় তাঁর দেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত পরশু ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের পর ইমরান খানের এই মন্তব্য এল। বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে অবস্থান করছেন ইমরান। গতকাল রিয়াদে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইমরান বলেছেন, ‘ভারত ও পাকিস্তান ভালো প্রতিবেশী হিসেবে এগিয়ে যেতে পারে।’ ইমরান আলাদা প্রশংসা বরাদ্দ রেখেছেন বাবর আজমদের জন্যও। ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেন সাবেক এই কিংবদন্তি অধিনায়ক।
ইমরান খানকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ‘ইসলামাবাদ দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।’ রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে অনেক দিনের বৈরিতা চলেছ। সেটির ছাপ পড়েছে খেলায়ও। আইসিসির ইভেন্ট ছাড়া এখন দুই দেশকে দেখা যায় না একসঙ্গে খেলতে। ইমরানের এমন মন্তব্যের পর দুই দেশের সমর্থকেরা এবার আশায় বুক বাঁধতে পারেন।
শাহিন আফ্রিদি, বাবর ও মোহাম্মদ রিজওয়ানের বীরত্বে পরশু শারজায় বিরাট কোহলিদের ১০ উইকেটে হারায় পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এটিই প্রথম ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়। এই প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারল ভারত। কাকতালীয়ভাবে এটি আবার পাকিস্তানের প্রথম ১০ উইকেটে জয়। স্বাভাবিকভাবেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়কে বড় করেই উদ্যাপন করছেন পাকিস্তানের মানুষ। বাবরদের খেলা দেখতে ভোলেননি ইমরান খানও। একটি ছবিতে দেখা যায়, টিভিতে ভারত-পাকিস্তান ম্যাচের খেলা দেখছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার সেই ম্যাচ নিয়ে মন্তব্য করতেও ভুললেন না ইমরান খান।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে