
পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় তাঁর দেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত পরশু ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের পর ইমরান খানের এই মন্তব্য এল। বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে অবস্থান করছেন ইমরান। গতকাল রিয়াদে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইমরান বলেছেন, ‘ভারত ও পাকিস্তান ভালো প্রতিবেশী হিসেবে এগিয়ে যেতে পারে।’ ইমরান আলাদা প্রশংসা বরাদ্দ রেখেছেন বাবর আজমদের জন্যও। ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেন সাবেক এই কিংবদন্তি অধিনায়ক।
ইমরান খানকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ‘ইসলামাবাদ দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।’ রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে অনেক দিনের বৈরিতা চলেছ। সেটির ছাপ পড়েছে খেলায়ও। আইসিসির ইভেন্ট ছাড়া এখন দুই দেশকে দেখা যায় না একসঙ্গে খেলতে। ইমরানের এমন মন্তব্যের পর দুই দেশের সমর্থকেরা এবার আশায় বুক বাঁধতে পারেন।
শাহিন আফ্রিদি, বাবর ও মোহাম্মদ রিজওয়ানের বীরত্বে পরশু শারজায় বিরাট কোহলিদের ১০ উইকেটে হারায় পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এটিই প্রথম ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়। এই প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারল ভারত। কাকতালীয়ভাবে এটি আবার পাকিস্তানের প্রথম ১০ উইকেটে জয়। স্বাভাবিকভাবেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়কে বড় করেই উদ্যাপন করছেন পাকিস্তানের মানুষ। বাবরদের খেলা দেখতে ভোলেননি ইমরান খানও। একটি ছবিতে দেখা যায়, টিভিতে ভারত-পাকিস্তান ম্যাচের খেলা দেখছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার সেই ম্যাচ নিয়ে মন্তব্য করতেও ভুললেন না ইমরান খান।

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় তাঁর দেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত পরশু ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের পর ইমরান খানের এই মন্তব্য এল। বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে অবস্থান করছেন ইমরান। গতকাল রিয়াদে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইমরান বলেছেন, ‘ভারত ও পাকিস্তান ভালো প্রতিবেশী হিসেবে এগিয়ে যেতে পারে।’ ইমরান আলাদা প্রশংসা বরাদ্দ রেখেছেন বাবর আজমদের জন্যও। ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেন সাবেক এই কিংবদন্তি অধিনায়ক।
ইমরান খানকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ‘ইসলামাবাদ দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।’ রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে অনেক দিনের বৈরিতা চলেছ। সেটির ছাপ পড়েছে খেলায়ও। আইসিসির ইভেন্ট ছাড়া এখন দুই দেশকে দেখা যায় না একসঙ্গে খেলতে। ইমরানের এমন মন্তব্যের পর দুই দেশের সমর্থকেরা এবার আশায় বুক বাঁধতে পারেন।
শাহিন আফ্রিদি, বাবর ও মোহাম্মদ রিজওয়ানের বীরত্বে পরশু শারজায় বিরাট কোহলিদের ১০ উইকেটে হারায় পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এটিই প্রথম ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়। এই প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারল ভারত। কাকতালীয়ভাবে এটি আবার পাকিস্তানের প্রথম ১০ উইকেটে জয়। স্বাভাবিকভাবেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়কে বড় করেই উদ্যাপন করছেন পাকিস্তানের মানুষ। বাবরদের খেলা দেখতে ভোলেননি ইমরান খানও। একটি ছবিতে দেখা যায়, টিভিতে ভারত-পাকিস্তান ম্যাচের খেলা দেখছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার সেই ম্যাচ নিয়ে মন্তব্য করতেও ভুললেন না ইমরান খান।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে