
পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় তাঁর দেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত পরশু ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের পর ইমরান খানের এই মন্তব্য এল। বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে অবস্থান করছেন ইমরান। গতকাল রিয়াদে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইমরান বলেছেন, ‘ভারত ও পাকিস্তান ভালো প্রতিবেশী হিসেবে এগিয়ে যেতে পারে।’ ইমরান আলাদা প্রশংসা বরাদ্দ রেখেছেন বাবর আজমদের জন্যও। ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেন সাবেক এই কিংবদন্তি অধিনায়ক।
ইমরান খানকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ‘ইসলামাবাদ দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।’ রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে অনেক দিনের বৈরিতা চলেছ। সেটির ছাপ পড়েছে খেলায়ও। আইসিসির ইভেন্ট ছাড়া এখন দুই দেশকে দেখা যায় না একসঙ্গে খেলতে। ইমরানের এমন মন্তব্যের পর দুই দেশের সমর্থকেরা এবার আশায় বুক বাঁধতে পারেন।
শাহিন আফ্রিদি, বাবর ও মোহাম্মদ রিজওয়ানের বীরত্বে পরশু শারজায় বিরাট কোহলিদের ১০ উইকেটে হারায় পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এটিই প্রথম ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়। এই প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারল ভারত। কাকতালীয়ভাবে এটি আবার পাকিস্তানের প্রথম ১০ উইকেটে জয়। স্বাভাবিকভাবেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়কে বড় করেই উদ্যাপন করছেন পাকিস্তানের মানুষ। বাবরদের খেলা দেখতে ভোলেননি ইমরান খানও। একটি ছবিতে দেখা যায়, টিভিতে ভারত-পাকিস্তান ম্যাচের খেলা দেখছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার সেই ম্যাচ নিয়ে মন্তব্য করতেও ভুললেন না ইমরান খান।

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় তাঁর দেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত পরশু ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের পর ইমরান খানের এই মন্তব্য এল। বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে অবস্থান করছেন ইমরান। গতকাল রিয়াদে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইমরান বলেছেন, ‘ভারত ও পাকিস্তান ভালো প্রতিবেশী হিসেবে এগিয়ে যেতে পারে।’ ইমরান আলাদা প্রশংসা বরাদ্দ রেখেছেন বাবর আজমদের জন্যও। ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেন সাবেক এই কিংবদন্তি অধিনায়ক।
ইমরান খানকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ‘ইসলামাবাদ দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।’ রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে অনেক দিনের বৈরিতা চলেছ। সেটির ছাপ পড়েছে খেলায়ও। আইসিসির ইভেন্ট ছাড়া এখন দুই দেশকে দেখা যায় না একসঙ্গে খেলতে। ইমরানের এমন মন্তব্যের পর দুই দেশের সমর্থকেরা এবার আশায় বুক বাঁধতে পারেন।
শাহিন আফ্রিদি, বাবর ও মোহাম্মদ রিজওয়ানের বীরত্বে পরশু শারজায় বিরাট কোহলিদের ১০ উইকেটে হারায় পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এটিই প্রথম ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়। এই প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারল ভারত। কাকতালীয়ভাবে এটি আবার পাকিস্তানের প্রথম ১০ উইকেটে জয়। স্বাভাবিকভাবেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়কে বড় করেই উদ্যাপন করছেন পাকিস্তানের মানুষ। বাবরদের খেলা দেখতে ভোলেননি ইমরান খানও। একটি ছবিতে দেখা যায়, টিভিতে ভারত-পাকিস্তান ম্যাচের খেলা দেখছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার সেই ম্যাচ নিয়ে মন্তব্য করতেও ভুললেন না ইমরান খান।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৮ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১২ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১২ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৩ ঘণ্টা আগে