
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) দ্বিতীয় টেস্টের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর দাপট দেখিয়ে খেলছিল পাকিস্তান। শেষ পর্যন্ত এক দিন হাতে রেখেই ম্যাচ জিতেছে পাকিস্তান। ইনিংস ও ২২২ রানে জিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল বাবর আজমের পাকিস্তান। বিশাল ব্যবধানে এই জয়ে ইতিহাস গড়লেন বাবররা।
৫ উইকেটে ৫৬৩ রানে আজ চতুর্থ দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। মাত্র ১৩ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আগা সালমান ১৩২ রানে ও মোহাম্মদ রিজওয়ান ৫০ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসের খেলা শেষ করেছেন। যেখানে রিজওয়ান নেমেছেন সরফরাজ আহমেদের কনকাশন বদলি হিসেবে। ৪১০ রানে পিছিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে নিশান মধুষ্কা-ডিমুথ করুণারত্নে ৬৯ রানের জুটি গড়েছেন। মধুষ্কাকে বোল্ড করে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন নোমান আলি। ৭২ বলে ৩৩ রান করেন লঙ্কান এই ওপেনার।
উদ্বোধনী জুটি ভাঙার পরই মূলত শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন শুরু হয়। নোমানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানদের এক পর্যায়ে স্কোর হয় ৭ উইকেটে ১৭৭ রান। প্রথম ৭ উইকেটের ৭টিই নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। ১২৭ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন ম্যাথ্যুস, যা লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ রান। ম্যাথ্যুস শুধুই ব্যবধান কমাতে পেরেছেন। ১১ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।
ইনিংস ও ২২২ রানে জিতে পাকিস্তান ৮ বছর পর টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কার মাঠে। এই নিয়ে পাঁচবার শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, যা কোনো বিদেশি দল হিসেবে সর্বোচ্চ। একই সঙ্গে পাকিস্তান ইনিংসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল লঙ্কানদের বিপক্ষে।
ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। ৩২৬ বলে ২০১ রান করেন শফিক, পাকিস্তানি এই ব্যাটারের টেস্টে তা প্রথম ডাবল সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন ধনঞ্জয় ডি সিলভা। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আবরার আহমেদ। এরপর ৫ উইকেটে ৫৭৬ রানে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। সর্বোচ্চ ২০১ রান করেছেন শফিক। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন আসিথা ফার্নান্দো।
সিরিজসেরা হয়েছেন সালমান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২১ গড়ে করেছেন ২২১ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) দ্বিতীয় টেস্টের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর দাপট দেখিয়ে খেলছিল পাকিস্তান। শেষ পর্যন্ত এক দিন হাতে রেখেই ম্যাচ জিতেছে পাকিস্তান। ইনিংস ও ২২২ রানে জিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল বাবর আজমের পাকিস্তান। বিশাল ব্যবধানে এই জয়ে ইতিহাস গড়লেন বাবররা।
৫ উইকেটে ৫৬৩ রানে আজ চতুর্থ দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। মাত্র ১৩ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আগা সালমান ১৩২ রানে ও মোহাম্মদ রিজওয়ান ৫০ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসের খেলা শেষ করেছেন। যেখানে রিজওয়ান নেমেছেন সরফরাজ আহমেদের কনকাশন বদলি হিসেবে। ৪১০ রানে পিছিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে নিশান মধুষ্কা-ডিমুথ করুণারত্নে ৬৯ রানের জুটি গড়েছেন। মধুষ্কাকে বোল্ড করে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন নোমান আলি। ৭২ বলে ৩৩ রান করেন লঙ্কান এই ওপেনার।
উদ্বোধনী জুটি ভাঙার পরই মূলত শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন শুরু হয়। নোমানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানদের এক পর্যায়ে স্কোর হয় ৭ উইকেটে ১৭৭ রান। প্রথম ৭ উইকেটের ৭টিই নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। ১২৭ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন ম্যাথ্যুস, যা লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ রান। ম্যাথ্যুস শুধুই ব্যবধান কমাতে পেরেছেন। ১১ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।
ইনিংস ও ২২২ রানে জিতে পাকিস্তান ৮ বছর পর টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কার মাঠে। এই নিয়ে পাঁচবার শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, যা কোনো বিদেশি দল হিসেবে সর্বোচ্চ। একই সঙ্গে পাকিস্তান ইনিংসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল লঙ্কানদের বিপক্ষে।
ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। ৩২৬ বলে ২০১ রান করেন শফিক, পাকিস্তানি এই ব্যাটারের টেস্টে তা প্রথম ডাবল সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন ধনঞ্জয় ডি সিলভা। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আবরার আহমেদ। এরপর ৫ উইকেটে ৫৭৬ রানে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। সর্বোচ্চ ২০১ রান করেছেন শফিক। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন আসিথা ফার্নান্দো।
সিরিজসেরা হয়েছেন সালমান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২১ গড়ে করেছেন ২২১ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
৩১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণে ৩ ম্যাচের সিরিজ খেলছে তারা। বিশ্বকাপের জন্য তাই এই সিরিজ থেকেই সেরা একাদশের খোঁজ করছেন আফগান অধিনায়ক রশিদ খান।
১ ঘণ্টা আগে
শিরোনাম দেখে ভড়কে যাওয়ার কারণ নেই। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ফিরছেন না জাতীয় দলে। বলছি ফুটবলার মাশরাফি ইসলামের কথা; সদ্য সমাপ্ত প্রথম বিভাগ লিগে ১৮ গোল করে যিনি হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। তাঁর দল মহাখালী একাদশ দ্বিতীয় হয়ে লিগ শেষ করে পেয়েছে প্রমোশন। লিগে চ্যাম্পিয়ন হয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র; আগ
২ ঘণ্টা আগে
২১ জানুয়ারি বা আগামীকালই কি আইসিসি জানিয়ে দিচ্ছে, বাংলাদেশের ভাগ্যে কী আছে। বিশ্বকাপ আদৌ খেলা হবে, নাকি নিজেদের চাওয়ামতো শ্রীলঙ্কায় খেলার সুযোগ হবে। বিসিবির একাধিক পরিচালক গতকাল জানিয়েছেন, তাঁদের ২১ জানুয়ারির কোনো ডেডলাইন জানা নেই। তবে এটা ঠিক, এ সপ্তাহেই চলে আসতে পারে সিদ্ধান্ত। বিশ্বকাপে খেলা না
২ ঘণ্টা আগে