Ajker Patrika

নবীর কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

নবীর কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

বিশ্বকাপ শেষে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে। যেখানে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে দুইয়ে নেমে গেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অলরাউন্ডারকে পেছনে ফেলে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন মোহাম্মদ নবী। 

বিশ্বকাপের সময় নবীকে টপকে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠে এসেছিলেন সাকিব। এবার সেই নবীর কাছেই শীর্ষস্থান হারালেন এই বাঁহাতি অলরাউন্ডার। র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। চারে গ্লেন ম্যাক্সওয়েল ও পাঁচ নম্বরে আছেন শ্রীলঙ্কার লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সে সেরা দশে ঢুকেছেন মঈন আলী ও মিচেল মার্শ। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে দারণ উন্নতি করেছেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ছয় নম্বর থেকে এক লাফে তিনে উঠে এসেছেন। আর জশ হ্যাজলউড বোলারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। উন্নতি করেছেন প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকসরাও। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মার্শ। ছয় ধাপ এগোনো মার্শ উঠে এসেছেন ১৩ নম্বরে। ডেভিড ওয়ার্নার, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, ফখর জামানরাও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত