
আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৩ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে মাত্র ৬৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের খুদে ক্রিকেটাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৩৬৩ রান।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আলো ছড়াচ্ছেন স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক দলে ডাক পাওয়া শাইখ ইমতিয়াজ শিহাব। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন এই খুদে লেগ স্পিনার। এ ছাড়া ফারহান শাহরিয়ার, আল ফাহাদ ও সঞ্জিত মজুমদার নিয়েছেন ২টি করে উইকেট। বোলারদের নৈপুণ্যে আসামকে ফলোঅন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসামের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪ রান।
এর আগে আসামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গতকালই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলেছিলেন জাওয়াদ ও হাসানুজ্জামান। জাওয়াদ থামেন ব্যক্তিগত ১৩৯ রানে এবং আজ হাসানুজ্জামান করেছেন ১১৪ রান।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২০ রানের স্কোর এনে দেন ওপেনার জাওয়াদ ও মুবিন আহমেদ। ২২ রান করে মুবিন ফিরলে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে দুই ব্যাটার ফিরলে পাঁচে এসে জাওয়াদকে দারুণ সঙ্গ দেন কালাম সিদ্দিকী এলিন। তাদের ৬৩ রানের জুটি ভাঙে জাওয়াদের বিদায়ে।
পঞ্চম উইকেটের জুটিতে এলিনের সঙ্গে স্কোরবোর্ডে আরও ১৭০ রান যোগ করেন হাসানুজ্জামান। ৭২ রানে ফেরেন এলিন। আজ সকালের সেশনে ১১৪ রানে থামেন হাসানুজ্জামানও। পরে বাকিরা মিলে দলকে ৪৩১ রানের পুঁজি এনে দিলে ৮ উইকেটে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৩ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে মাত্র ৬৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের খুদে ক্রিকেটাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৩৬৩ রান।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আলো ছড়াচ্ছেন স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক দলে ডাক পাওয়া শাইখ ইমতিয়াজ শিহাব। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন এই খুদে লেগ স্পিনার। এ ছাড়া ফারহান শাহরিয়ার, আল ফাহাদ ও সঞ্জিত মজুমদার নিয়েছেন ২টি করে উইকেট। বোলারদের নৈপুণ্যে আসামকে ফলোঅন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসামের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪ রান।
এর আগে আসামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গতকালই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলেছিলেন জাওয়াদ ও হাসানুজ্জামান। জাওয়াদ থামেন ব্যক্তিগত ১৩৯ রানে এবং আজ হাসানুজ্জামান করেছেন ১১৪ রান।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২০ রানের স্কোর এনে দেন ওপেনার জাওয়াদ ও মুবিন আহমেদ। ২২ রান করে মুবিন ফিরলে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে দুই ব্যাটার ফিরলে পাঁচে এসে জাওয়াদকে দারুণ সঙ্গ দেন কালাম সিদ্দিকী এলিন। তাদের ৬৩ রানের জুটি ভাঙে জাওয়াদের বিদায়ে।
পঞ্চম উইকেটের জুটিতে এলিনের সঙ্গে স্কোরবোর্ডে আরও ১৭০ রান যোগ করেন হাসানুজ্জামান। ৭২ রানে ফেরেন এলিন। আজ সকালের সেশনে ১১৪ রানে থামেন হাসানুজ্জামানও। পরে বাকিরা মিলে দলকে ৪৩১ রানের পুঁজি এনে দিলে ৮ উইকেটে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে।
৩২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১৩ ঘণ্টা আগে