Ajker Patrika

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৫: ৫০
জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ
জাকের একপ্রান্ত আগলে রেখে খেললেও বাংলাদেশের স্কোরটা আশানুরূপ হয়নি। ছবি: বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম তিন দিন কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল বাংলাদেশ। তবে সিলেটে আজ চতুর্থ দিন বাংলাদেশের ব্যাটারদের কী হয়েছে, সেটা তাঁরাই ভালো জানেন। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ, যা একটু লড়াই করেছেন জাকের আলী অনিক।

জাকের অবশ্য ব্যাটিংয়ে নেমেছেন গতকাল তৃতীয় দিনেই। বাংলাদেশের ৪ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন। তাঁর ৫৮ রানের ইনিংসটা শুধু বাংলাদেশের লিড কিছুটা বাড়াতে পেরেছে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি এনে দিতে পারেনি। সিলেট টেস্টে জিততে জিম্বাবুয়েকে করতে হবে ১৭৪ রান। লাঞ্চ বিরতির আগে এক ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা ৪ রান করে ফেলেছে।

আউটফিল্ড ভেজা থাকায় সিলেট টেস্টে আজ চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে স্থানীয় সময় বেলা ১১টায়। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান থেকে বাংলাদেশ শুরু করেছে। তবে চতুর্থ দিনের খেলা শুরুর দ্বিতীয় বলেই ব্লেসিং মুজারাবানির শর্ট বল দেখে পুল করার লোভ সামলাতে পারেননি শান্ত। টপ এজ হওয়া বল ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ভিক্টর নিয়াউচি সহজেই তালুবন্দী করেছেন। ১০৪ বলে ৭ চারে ৬০ রান করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বিদায় নেওয়ায় দলের স্কোর হয়ে যায় ৫৭.২ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান। পঞ্চম উইকেটে জাকেরের সঙ্গে শান্তর জুটিটা ছিল ৯২ বলে ৩৯ রানের।

শান্তর বিদায়ের পর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন মিরাজ। তবে উইকেটে মিরাজ বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ বলে একটি করে চার ও ছক্কায় ১১ রান করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৬২তম ওভারের দ্বিতীয় বলে মুজারাবানি ফিরিয়েছেন মিরাজ। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে মিরাজ ধরা পড়েছেন দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ব্রায়ান বেনেটের হাতে। তাতে মুজারাবানি টেস্টে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।

মিরাজের বিদায়ের এক ওভার পর জিম্বাবুয়ে তুলে নিয়েছে তাইজুল ইসলামের উইকেট। ৬৩তম ওভারের তৃতীয় বলে অফস্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে যান তাইজুল। জিম্বাবুয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়াভোসহ অন্যদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সফরকারী দলের অধিনায়ক ক্রেগ আরভিন রিভিউ নিলে এজ ধরা পড়েছে।

১৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ ৬২.৩ ওভারে ৭ উইকেটে ২১৩ রানে পরিণত হয়। তখন অষ্টম উইকেটে হাসান মাহমুদের সঙ্গে ৯১ বলে ৩৬ রানের জুটি গড়তে অবদান রাখেন জাকের। তবে টেস্ট মেজাজে খেলতে থাকা হাসান ৭৮তম ওভারের চতুর্থ বলে ছক্কা মারতে গেলেন ওয়েলিংটন মাসাকাদজাকে। মিড অফে সহজ ক্যাচ ধরেন মুজারাবানি। ৫৮ বলে ২ চারে ১২ রান করেন হাসান।

হাসানের উইকেট নেওয়ার ঠিক পরের বলেই খালেদ আহমেদকে ফেরান মাসাকাদজা। তবে নাহিদ রানা হ্যাটট্রিকটা হতে দেননি। একপ্রান্ত আগলে খেলতে থাকা জাকের ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে রিচার্ড এনগারাভাকে বিশাল ছক্কা মারলেন। সেই জাকেরও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৮০তম ওভারের তৃতীয় বলে মুজারাবানির বলে ছক্কা মারতে গিয়ে জাকের ডিপ মিড উইকেটে নিকোলাস ওয়েলচের তালুবন্দী হয়েছেন। ৭৯.২ ওভারে স্বাগতিকেরা ২৫৫ রানে গুটিয়ে যায়। ১১১ বলের ইনিংসে জাকের ৪ চার ও ১ ছক্কা মেরেছেন।

জাকেরের উইকেটটা এই ইনিংসে মুজারাবানির ষষ্ঠ উইকেট। টেস্টে এক ইনিংসে ছয় বা তার বেশি উইকেটও জিম্বাবুয়ের এই পেসার নিয়েছেন তিনবার। ২০.২ ওভার বোলিং করে ৭২ রানে নিয়েছেন ৬ উইকেট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সেরা বোলিং মুজারাবানি করেছেন এ বছরই। বুলাওয়েতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে নিয়েছিলেন ৭ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত