
ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না ১১ বছর। এমনকি এশিয়া কাপ বা কোনো আইসিসি ইভেন্ট পাকিস্তানে হওয়ার কথা থাকলে ভারত খেলতে না যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও বাদ যাচ্ছে না।
আইসিসি আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেনি ঠিকই, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খসড়া সূচি আগেভাগেই পাঠিয়ে দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে ‘মিনি বিশ্বকাপখ্যাত’ এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট আয়োজন করতে যখন এত তোড়জোড় চলছে, সেই মুহূর্তে ভিন্ন সুরে গান গাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কদিন আগে ভারতের সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না ভারত। অন্তত নিজেদের ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইতে নিতে চায় বিসিসিআই। সেক্ষেত্রে কলম্বোতে আইসিসির বার্ষিক সম্মেলনে বিসিসিআই অনুরোধ করবে বলে জানা গেছে।
বিসিসিআই বর্তমানে ভারত সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। বাস্তবিক দৃষ্টিতে ধরে নেওয়া যায়, ভারত সরকারের অনুমতি পেল না বিসিসিআই এবং আইসিসিও পুরো টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজন করল। সে ক্ষেত্রে ভারতের টুর্নামেন্ট থেকে নিজেদের গুটিয়ে নেওয়া ছাড়া কোনো উপায়ই থাকবে না।
সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ মিলবে শ্রীলঙ্কার। ভারতে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার টিকিট পেয়েছে ঠিকই, তবে ভারত না খেললে টেবিলের ৯ নম্বরে থেকে শেষ করা শ্রীলঙ্কার খেলার সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।
ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে কি খেলবে না—এমন আলোচনা যখন চলছে, তখন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা উত্তর দিয়েছেন একটু কৌশলে। বার্তা সংস্থা এএনআইকে শুক্লা বলেন, ‘কোন সূত্র এমন তথ্য দিচ্ছে, তা আমরা জানি না। বিসিসিআই এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু এখনো জানায়নি।’
ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে সবশেষ সফর করেছে ১৬ বছর আগে। ২০০৮ সালে এশিয়া কাপে ভারত সেবার হয়েছিল রানার্সআপ। করাচির ফাইনালে অজন্তা মেন্ডিসের ঘূর্ণিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে ধরেছিল শ্রীলঙ্কা।
আরও পড়ুন:

ভারত-পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না ১১ বছর। এমনকি এশিয়া কাপ বা কোনো আইসিসি ইভেন্ট পাকিস্তানে হওয়ার কথা থাকলে ভারত খেলতে না যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও বাদ যাচ্ছে না।
আইসিসি আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেনি ঠিকই, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খসড়া সূচি আগেভাগেই পাঠিয়ে দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে ‘মিনি বিশ্বকাপখ্যাত’ এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট আয়োজন করতে যখন এত তোড়জোড় চলছে, সেই মুহূর্তে ভিন্ন সুরে গান গাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কদিন আগে ভারতের সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না ভারত। অন্তত নিজেদের ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা দুবাইতে নিতে চায় বিসিসিআই। সেক্ষেত্রে কলম্বোতে আইসিসির বার্ষিক সম্মেলনে বিসিসিআই অনুরোধ করবে বলে জানা গেছে।
বিসিসিআই বর্তমানে ভারত সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। বাস্তবিক দৃষ্টিতে ধরে নেওয়া যায়, ভারত সরকারের অনুমতি পেল না বিসিসিআই এবং আইসিসিও পুরো টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজন করল। সে ক্ষেত্রে ভারতের টুর্নামেন্ট থেকে নিজেদের গুটিয়ে নেওয়া ছাড়া কোনো উপায়ই থাকবে না।
সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ মিলবে শ্রীলঙ্কার। ভারতে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার টিকিট পেয়েছে ঠিকই, তবে ভারত না খেললে টেবিলের ৯ নম্বরে থেকে শেষ করা শ্রীলঙ্কার খেলার সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।
ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে কি খেলবে না—এমন আলোচনা যখন চলছে, তখন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা উত্তর দিয়েছেন একটু কৌশলে। বার্তা সংস্থা এএনআইকে শুক্লা বলেন, ‘কোন সূত্র এমন তথ্য দিচ্ছে, তা আমরা জানি না। বিসিসিআই এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু এখনো জানায়নি।’
ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে সবশেষ সফর করেছে ১৬ বছর আগে। ২০০৮ সালে এশিয়া কাপে ভারত সেবার হয়েছিল রানার্সআপ। করাচির ফাইনালে অজন্তা মেন্ডিসের ঘূর্ণিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে ধরেছিল শ্রীলঙ্কা।
আরও পড়ুন:

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৩২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৪ ঘণ্টা আগে