নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে ১০৬ রানে আটকে ফেলেও একেবারে স্বস্তিতে ছিল না নেপাল। ১০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তানজিম হাসান সাকিবের তোপ দাগানো বোলিংয়ে ২৬ রানে ৫ উইকেট হারায় দলটি।
পাওয়ার প্লেতে টানা ৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সেরা বোলিং জুনিয়র সাকিবের। তাঁর ইকোনমি দেখুন— ১.৭৫। ডট দিয়েছেন ২১টি, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড যেকোনো বোলারের। ম্যাচের পর মিক্সড জোনে আসা তানজিম সাকিব লাজুক হাসিতে জানালেন, রেকর্ডের বিষয়ে তিনি অবগত ছিলেন না। বললেন, ‘না, আমি জানতাম না। এখন জানলাম। এসব (ডট বল) মাথায় ছিল না।’
২০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং সাকিবের এবং প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ২ ওভার মেডেন নেওয়ার রেকর্ডও । সেরা বোলিংয়ের রেকর্ডটা মোস্তাফুজির রহমানের, ২০১৬ বিশ্বকাপে ২২ রান দিয়ে মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ৫ উইকেট । এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবের এখন ৯ উইকেট।
প্রথম দুই ওভার নির্বঘ্নে কাটিয়ে দিয়েছিলন নেপালোর দুই ওপেনার কুশল ভুরটেল ও আসিফ শেখ। তৃতীয় ওভারে কুশলকে ৪ রানে বোল্ড ও তিন নম্বরে নামা অনিল সাহকে ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এই পেসার। পঞ্চম ওভারে আরও দুর্দান্ত তানজিম, ফেরান নেপালের অধিনায়ক রোহিত পাউডেল (১) ও সানদীপ জোরাকে (১)।
পাওয়ার-প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৪ রান তোলে নেপাল। শুরুতেই নেপালের ব্যাটিং লন্ডভন্ড করে দেওয়া তানজিম সাকিব লো স্কোর ডিফেন্ড করে বললেন, ‘আপনাকে সব সময়ই আক্রমণাত্মক থাকতে হবে। অ্যাটাকিং ইজ বেস্ট ডিফেন্স।’ তিনি আরও যোগ করলেন, ‘আমাদের বিশ্বাস ছিল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে ম্যাচ আমাদের হাতেই থাকবে।’
ম্যাচের পর মিক্সড জোনে আসা তানজিম সাকিব লাজুক হাসিতে জানালেন, রেকর্ডের বিষয়ে তিনি অবগত ছিলেন না। বললেন, ‘না, আমি জানতাম না। এখন জানলাম। এখন কোনো অনুভূতি কাজ করছে না, পরে হয়তো কাজ করবে… এসব (ডট বল) মাথায় ছিল না। ওই সময়ে শুধু উইকেটের ধান্ধা ছিল।’

বাংলাদেশকে ১০৬ রানে আটকে ফেলেও একেবারে স্বস্তিতে ছিল না নেপাল। ১০৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তানজিম হাসান সাকিবের তোপ দাগানো বোলিংয়ে ২৬ রানে ৫ উইকেট হারায় দলটি।
পাওয়ার প্লেতে টানা ৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সেরা বোলিং জুনিয়র সাকিবের। তাঁর ইকোনমি দেখুন— ১.৭৫। ডট দিয়েছেন ২১টি, এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড যেকোনো বোলারের। ম্যাচের পর মিক্সড জোনে আসা তানজিম সাকিব লাজুক হাসিতে জানালেন, রেকর্ডের বিষয়ে তিনি অবগত ছিলেন না। বললেন, ‘না, আমি জানতাম না। এখন জানলাম। এসব (ডট বল) মাথায় ছিল না।’
২০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং সাকিবের এবং প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ২ ওভার মেডেন নেওয়ার রেকর্ডও । সেরা বোলিংয়ের রেকর্ডটা মোস্তাফুজির রহমানের, ২০১৬ বিশ্বকাপে ২২ রান দিয়ে মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ৫ উইকেট । এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবের এখন ৯ উইকেট।
প্রথম দুই ওভার নির্বঘ্নে কাটিয়ে দিয়েছিলন নেপালোর দুই ওপেনার কুশল ভুরটেল ও আসিফ শেখ। তৃতীয় ওভারে কুশলকে ৪ রানে বোল্ড ও তিন নম্বরে নামা অনিল সাহকে ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এই পেসার। পঞ্চম ওভারে আরও দুর্দান্ত তানজিম, ফেরান নেপালের অধিনায়ক রোহিত পাউডেল (১) ও সানদীপ জোরাকে (১)।
পাওয়ার-প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৪ রান তোলে নেপাল। শুরুতেই নেপালের ব্যাটিং লন্ডভন্ড করে দেওয়া তানজিম সাকিব লো স্কোর ডিফেন্ড করে বললেন, ‘আপনাকে সব সময়ই আক্রমণাত্মক থাকতে হবে। অ্যাটাকিং ইজ বেস্ট ডিফেন্স।’ তিনি আরও যোগ করলেন, ‘আমাদের বিশ্বাস ছিল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে ম্যাচ আমাদের হাতেই থাকবে।’
ম্যাচের পর মিক্সড জোনে আসা তানজিম সাকিব লাজুক হাসিতে জানালেন, রেকর্ডের বিষয়ে তিনি অবগত ছিলেন না। বললেন, ‘না, আমি জানতাম না। এখন জানলাম। এখন কোনো অনুভূতি কাজ করছে না, পরে হয়তো কাজ করবে… এসব (ডট বল) মাথায় ছিল না। ওই সময়ে শুধু উইকেটের ধান্ধা ছিল।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৫ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে