
নিজেদের সিদ্ধান্ত থেকে কোনো নড়চড় করেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে দল পাঠানো হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এবার বাংলাদেশের সমর্থনে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের আহ্বান জানালেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
এক্সে দেওয়া এক বার্তায় রশিদ লিখেছেন, ‘ক্রিকেটাররা নিরাপদ নয় বলে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি। সীমিত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ আইসিসিকে চ্যালেঞ্জ জানিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) কি একই ধরনের অবস্থান নেওয়ার সক্ষমতা রাখে?’
কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই ঘটনার সূত্রপাত। এক ক্রিকেটারকে ভারত যেখানে নিরাপত্তা দিতে পারছে না সেখানে গোটা দলের কী হবে? এমন প্রশ্ন তুলে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসির দ্বারস্থ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কয়েকবার বিসিবিকে বুঝিয়েও এই সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বেধে দেওয়ার ২৪ ঘণ্টার সময়ের মধ্যেও একই সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি।
এর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন রশিদ। ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘পাকিস্তানের উচিত বলা, তারা বাংলাদেশের পাশে আছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না। এখনই অবস্থান নেওয়ার সময়। এটা করতে হলে শক্ত মন দরকার। যদি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থা থাকে, তাহলে এটা সম্ভব।’
বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ নিয়ে তোলা দাবি যৌক্তিক মনে করেন রশিদ, ‘এটা কোনো ভালো সিদ্ধান্ত মনে হচ্ছে না। আইসিসি বলছে, ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের কোনো ঝুঁকি নেই। পৃথিবীর কোনো সংস্থাই বলতে পারে না যে কোনো ঝুঁকি নেই-আইসিসি কীভাবে এমন কথা বলে?
সাবেক ক্রিকেটার আরও বলেন, ‘সবচেয়ে নিরাপদ জায়গাতেও এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। আশা করি, কোনো দলের সঙ্গেই কিছু ঘটবে না। ট্রাম্প কার্ড এখনো পাকিস্তানের হাতেই। বাংলাদেশের অবস্থান একদম ঠিক। এর চেয়ে ভালো সুযোগ পাকিস্তান আর পাবে না। পাকিস্তান না খেললে সেটা কার্যত বিশ্বকাপ থামিয়ে দেওয়ার মতো হবে।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছাড়ার সময় দর্শকদের দিকে ব্যাটটা উঁচিয়ে ধরলেন তানজিদ হাসান তামিম। উপলক্ষ্যটা আর কিছুই নয়। ফাইনালের মতো মঞ্চে সেঞ্চুরি করে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। বিপিএল ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন এই বাঁহাতি ব্যাটার।
২৫ মিনিট আগে
বাংলাদেশি সন্দেহে ভারতে পিটিয়ে হত্যার খবর এখন শোনা যাচ্ছে হরহামেশাই। ভারতে এমন অবস্থার মধ্যে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে স্থানান্তরের দাবি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী আইসিসির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
১ ঘণ্টা আগে
সুপার সিক্সে উঠতে হলে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়ের কোনো বিকল্প নেই। হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেরে ফেলেছে অর্ধেক কাজ। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরবোর্ডে ২০০ রানও তুলতে পারেনি যুক্তরাষ্ট্র।
২ ঘণ্টা আগে
বিগ ব্যাশের চলতি পর্বে দুর্দান্ত গতিতে ছুটছিল হোবার্ট হারিকেন্স। সবার আগে প্লে অফে জায়গা করে নেয় রিশাদ হোসেনরা। কিন্তু সেরা চার থেকেই বিদায় নিল হোবার্ট। প্লে অফের চ্যালেঞ্জারে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।
৩ ঘণ্টা আগে