
পরিস্থিতি যতই কঠিন হোক, চাপ সামলে বিরাট কোহলির যেন জুড়ি মেলা ভার। ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে প্রতিপক্ষের থেকে ম্যাচ বের করে নিয়ে এসেছেন অনেকবারই। সেই কোহলি জীবন পেলে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা-ই যেন বোঝাতে চেয়েছেন যুবরাজ সিং।
অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রান তাড়া করতে নেমে ভারত ২ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। ভারতের স্কোর হতে পারত ৪ উইকেটে ২০ রান। অষ্টম ওভারের তৃতীয় বলে জশ হ্যাজলউডকে পুল করতে যান কোহলি। আকাশে অনেকক্ষণ ভেসে থাকা বল দৌড়ে এসেও ধরতে পারেননি মিচেল মার্শ। কোহলির রান তখন ১২ রান। সেই সুযোগ কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৬৭ তম ফিফটি করেছেন তিনি। ফিফটি করতে খেলেছেন ৭৫ বল। এরই মধ্যে চতুর্থ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েছেন। শেষ ২২ ওভারে ভারতের দরকার ৮৪ রান, হাতে আরও ৭ উইকেট। ম্যাচ চলা অবস্থায় যুবরাজ টুইট করেন, ‘কোহলির ক্যাচ মিস ভোগাতে পারে অস্ট্রেলিয়াকে। রাজাকে কখনো জীবন দেবেন না কেননা সে (কোহলি) ম্যাচ বের করে নিয়ে যেতে পারে।’
ইশান কিষান, রোহিত শর্মা-ভারতের এই দুই ব্যাটার ০ রানে আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন শ্রেয়াস আয়ার। যেখানে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হ্যাজলউডকে ড্রাইভ করতে গিয়ে শর্ট কাভারে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দেন আয়ার। ২ বলে ০ রান করে আউট হয়েছেন আয়ার। আয়ারকে চার নম্বরে খেলানোর কারণ বুঝতে পারছেন না যুবরাজ, ‘চার নম্বর ব্যাটারের চাপ সামলাতে হবে। শ্রেয়াস আয়ার চেয়ে ভালো কাউকে খোঁজা উচিত, যেখানে দলের ইনিংস মেরামত করতে হবে। এখনো বুঝতে পারছি না যে কেন রাহুল চারে ব্যাটিং করছে না। যেখানে সে (রাহুল) পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছে।’

পরিস্থিতি যতই কঠিন হোক, চাপ সামলে বিরাট কোহলির যেন জুড়ি মেলা ভার। ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে প্রতিপক্ষের থেকে ম্যাচ বের করে নিয়ে এসেছেন অনেকবারই। সেই কোহলি জীবন পেলে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা-ই যেন বোঝাতে চেয়েছেন যুবরাজ সিং।
অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রান তাড়া করতে নেমে ভারত ২ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। ভারতের স্কোর হতে পারত ৪ উইকেটে ২০ রান। অষ্টম ওভারের তৃতীয় বলে জশ হ্যাজলউডকে পুল করতে যান কোহলি। আকাশে অনেকক্ষণ ভেসে থাকা বল দৌড়ে এসেও ধরতে পারেননি মিচেল মার্শ। কোহলির রান তখন ১২ রান। সেই সুযোগ কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৬৭ তম ফিফটি করেছেন তিনি। ফিফটি করতে খেলেছেন ৭৫ বল। এরই মধ্যে চতুর্থ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েছেন। শেষ ২২ ওভারে ভারতের দরকার ৮৪ রান, হাতে আরও ৭ উইকেট। ম্যাচ চলা অবস্থায় যুবরাজ টুইট করেন, ‘কোহলির ক্যাচ মিস ভোগাতে পারে অস্ট্রেলিয়াকে। রাজাকে কখনো জীবন দেবেন না কেননা সে (কোহলি) ম্যাচ বের করে নিয়ে যেতে পারে।’
ইশান কিষান, রোহিত শর্মা-ভারতের এই দুই ব্যাটার ০ রানে আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন শ্রেয়াস আয়ার। যেখানে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হ্যাজলউডকে ড্রাইভ করতে গিয়ে শর্ট কাভারে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দেন আয়ার। ২ বলে ০ রান করে আউট হয়েছেন আয়ার। আয়ারকে চার নম্বরে খেলানোর কারণ বুঝতে পারছেন না যুবরাজ, ‘চার নম্বর ব্যাটারের চাপ সামলাতে হবে। শ্রেয়াস আয়ার চেয়ে ভালো কাউকে খোঁজা উচিত, যেখানে দলের ইনিংস মেরামত করতে হবে। এখনো বুঝতে পারছি না যে কেন রাহুল চারে ব্যাটিং করছে না। যেখানে সে (রাহুল) পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৫ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৯ ঘণ্টা আগে