নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খেলায় চেক প্রজাতন্ত্রের কথা তুললে ফুটবল–প্রসঙ্গই আগে আসবে। কদিন আগে ইউরোতে দ্যুতি ছড়ানো প্যাট্রিক শিকের দেশের ক্রিকেটেও একটি দারুণ রেকর্ড আছে! যেটা ভারত–অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিরও নেই! টি–টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় ইনিংসের তালিকায় চেকের অবস্থান দুইয়ে। একটা উইকেট বেশি না পড়লে ফুটবলপাগল দেশটি থাকতে পারত আফগানিস্তানের সঙ্গে শীর্ষেও!
ফুটবলে যেমন চেক প্রজাতন্ত্র–বাংলাদেশ তুলনা চলে না, তেমনি ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই তুলনায় আসবে না চেক প্রজাতন্ত্র। ক্রিকেটের আরেক নবীন সদস্য তুরস্কের বিপক্ষে চেকের ৪ উইকেট হারিয়ে ২৭৮ রান করা তাই বিস্ময়ই জাগাবে যে কারও! যদিও টেস্ট খেলুড়ে দেশ না হওয়ায় তাদের এই রানের গুরুত্ব সেভাবে নেই আন্তর্জাতিক ক্রিকেটে! তবে সর্বোচ্চ দলীয় স্কোরের তালিকাটা দেখে একটা দীর্ঘশ্বাসই হবে বাংলাদেশের দর্শকদের। টি–টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১৫।
টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। টি–টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর গড়ার দিকেও টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশে। আফগানিস্তানের কথা তো বলাই হলো। তালিকায় দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর ২৬৩। শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ আছে এর পরে। বাংলাদেশের ওপরে থাকা পাকিস্তানের সর্বোচ্চ স্কোর ২৩২।
টি–টোয়েন্টি বাংলাদেশের রেকর্ডটা এমনিতেই সমৃদ্ধ নয়। ওয়ানডেতে দারুণ খেললেও টি–টোয়েন্টিতে ধারাবাহিক সাফল্য এনে দিতে পারছেন না সাকিব–মাহমুদউল্লাহরা। টি–টোয়েন্টিতে তিন ভাগের দুই ভাগ ম্যাচ হারার রেকর্ড সেটিই বলছে। ১০২ টি–টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৩৪টি। বাংলাদেশের অনেক পরে আসা আফগানিস্তান যেখানে নভেম্বরের টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে, সেখানে বাংলাদেশকে খেলতে হবে গ্রুপ পর্বে। যদিও গতকাল কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, টি–টোয়েন্টিতে তাঁদের যতটা খারাপ দল বলা হচ্ছে, তাঁরা ততটা নন!
অবশ্য পরিসংখ্যান যে ডমিঙ্গোদের পক্ষে নেই, সেটি দেখাই যাচ্ছে। টি–টোয়েন্টিতে এখন যেখানে হরহামেশাই ২০০ রানের ওপর স্কোর উঠছে, সেখানে বাংলাদেশ ২০০ রানের বেশি স্কোর গড়তে পেরেছে সাকল্য তিনবার। টি–টোয়েন্টি সর্বোচ্চ স্কোরের তালিকায় বাংলাদেশের ২১৫ রানের অবস্থান তাই ৪৯ নম্বরে! ক্রিকেটের এই সংস্করণে হংকংয়ের কাছে হারার ইতিহাসও অবশ্য আছে বাংলাদেশের।
অথচ একটু বড় লক্ষ্যে দিতে পারলেই যে জয় আসে–সেটি দেখিয়েছেন সাকিবেরা। বাংলাদেশ ১৯০ এর ওপর প্রতিপক্ষকে লক্ষ্যে দিতে পেরেছে পাঁচবার, চারবারই জয় পেয়েছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে বাংলাদেশের সুযোগ টি–টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটা ভাঙার!
কাজটা অবশ্য অনেক কঠিন। প্রতিপক্ষের নাম কিন্তু অস্ট্রেলিয়া।

খেলায় চেক প্রজাতন্ত্রের কথা তুললে ফুটবল–প্রসঙ্গই আগে আসবে। কদিন আগে ইউরোতে দ্যুতি ছড়ানো প্যাট্রিক শিকের দেশের ক্রিকেটেও একটি দারুণ রেকর্ড আছে! যেটা ভারত–অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিরও নেই! টি–টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় ইনিংসের তালিকায় চেকের অবস্থান দুইয়ে। একটা উইকেট বেশি না পড়লে ফুটবলপাগল দেশটি থাকতে পারত আফগানিস্তানের সঙ্গে শীর্ষেও!
ফুটবলে যেমন চেক প্রজাতন্ত্র–বাংলাদেশ তুলনা চলে না, তেমনি ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই তুলনায় আসবে না চেক প্রজাতন্ত্র। ক্রিকেটের আরেক নবীন সদস্য তুরস্কের বিপক্ষে চেকের ৪ উইকেট হারিয়ে ২৭৮ রান করা তাই বিস্ময়ই জাগাবে যে কারও! যদিও টেস্ট খেলুড়ে দেশ না হওয়ায় তাদের এই রানের গুরুত্ব সেভাবে নেই আন্তর্জাতিক ক্রিকেটে! তবে সর্বোচ্চ দলীয় স্কোরের তালিকাটা দেখে একটা দীর্ঘশ্বাসই হবে বাংলাদেশের দর্শকদের। টি–টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১৫।
টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। টি–টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর গড়ার দিকেও টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশে। আফগানিস্তানের কথা তো বলাই হলো। তালিকায় দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর ২৬৩। শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ আছে এর পরে। বাংলাদেশের ওপরে থাকা পাকিস্তানের সর্বোচ্চ স্কোর ২৩২।
টি–টোয়েন্টি বাংলাদেশের রেকর্ডটা এমনিতেই সমৃদ্ধ নয়। ওয়ানডেতে দারুণ খেললেও টি–টোয়েন্টিতে ধারাবাহিক সাফল্য এনে দিতে পারছেন না সাকিব–মাহমুদউল্লাহরা। টি–টোয়েন্টিতে তিন ভাগের দুই ভাগ ম্যাচ হারার রেকর্ড সেটিই বলছে। ১০২ টি–টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৩৪টি। বাংলাদেশের অনেক পরে আসা আফগানিস্তান যেখানে নভেম্বরের টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে, সেখানে বাংলাদেশকে খেলতে হবে গ্রুপ পর্বে। যদিও গতকাল কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, টি–টোয়েন্টিতে তাঁদের যতটা খারাপ দল বলা হচ্ছে, তাঁরা ততটা নন!
অবশ্য পরিসংখ্যান যে ডমিঙ্গোদের পক্ষে নেই, সেটি দেখাই যাচ্ছে। টি–টোয়েন্টিতে এখন যেখানে হরহামেশাই ২০০ রানের ওপর স্কোর উঠছে, সেখানে বাংলাদেশ ২০০ রানের বেশি স্কোর গড়তে পেরেছে সাকল্য তিনবার। টি–টোয়েন্টি সর্বোচ্চ স্কোরের তালিকায় বাংলাদেশের ২১৫ রানের অবস্থান তাই ৪৯ নম্বরে! ক্রিকেটের এই সংস্করণে হংকংয়ের কাছে হারার ইতিহাসও অবশ্য আছে বাংলাদেশের।
অথচ একটু বড় লক্ষ্যে দিতে পারলেই যে জয় আসে–সেটি দেখিয়েছেন সাকিবেরা। বাংলাদেশ ১৯০ এর ওপর প্রতিপক্ষকে লক্ষ্যে দিতে পেরেছে পাঁচবার, চারবারই জয় পেয়েছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে বাংলাদেশের সুযোগ টি–টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটা ভাঙার!
কাজটা অবশ্য অনেক কঠিন। প্রতিপক্ষের নাম কিন্তু অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে