ক্রীড়া ডেস্ক

মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। ২০২৫-২০২৯ চক্রে ৪০০-এর বেশি ম্যাচ খেলবে দলগুলো। ২০২২ সালের মে থেকে শুরু হওয়া এফটিপির চলতি চক্র শেষ হবে ২০২৫ সালের এপ্রিলে। তারপর শুরু হবে নতুন চক্র।
বাংলাদেশের মেয়েদের জন্য আছে দারুণ সুখবর। প্রথমবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। ২০২২-২৫ চক্রের মতো এই চক্রেও ৮টি ওয়ানডে সিরিজে খেলবেন তাঁরা। প্রত্যেক সিরিজেই থাকবে তিনটি করে ওয়ানডে। অর্থাৎ ২০২৫-২৯ চক্রেও আট সিরিজে ২৪টি খেলবে বাংলাদেশের মেয়েরা।
আগের চক্রে উইমেন্স চ্যাম্পিয়নশিপে দল ছিল ১০ টি। এবার জিম্বাবুয়েকে যুক্ত করে সংখ্যা উন্নীত হলো ১১ তে। প্রত্যেক দলই খেলবে ৮টি করে ওয়ানডে সিরিজ। চারটি হোম, চারটি অ্যাওয়ে সিরিজ। সব মিলিয়ে ৪৪টি সিরিজে সর্বমোট ১৩২টি ওয়ানডে খেলবে দলগুলো।
এই বছরের মার্চে নিজেদের মাঠে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। আগামী চক্রে প্রথমবার তারা খেলতে যাবে অস্ট্রেলিয়া সফরে। এর আগে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল তারা। ইংল্যান্ডে অবশ্য কখনোই খেলার সুযোগ হয়নি জ্যোতিদের। এবার খেলবেন প্রথমবার সিরিজ।
বাংলাদেশ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজে আতিথেয়তা দেবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে। সফর করবে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
১১টি দল এই সময়ে খেলবে ৪০০-এর বেশি ম্যাচ। এর মধ্যে আছে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রথমবারের মতো ২০২৭ সালে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কুড়ি ওভারের ত্রিদেশীয় সিরিজ খেলবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত।
আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও খেলবে ত্রিদেশীয়। ২০২৭ ও ২০২৮ সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজও আয়োজন করতে পারে ত্রিদেশীয় সিরিজ।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো খেলবে টেস্ট সিরিজও। টেস্টের সঙ্গে তাদের যোগ হতে পারে আরও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। চলতি চক্রে বাংলাদেশ দল ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫০টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আগামী পর্বেও অনেকটা এ রকমই ম্যাচ খেলবে বলে ধারণা করা হচ্ছে।

মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। ২০২৫-২০২৯ চক্রে ৪০০-এর বেশি ম্যাচ খেলবে দলগুলো। ২০২২ সালের মে থেকে শুরু হওয়া এফটিপির চলতি চক্র শেষ হবে ২০২৫ সালের এপ্রিলে। তারপর শুরু হবে নতুন চক্র।
বাংলাদেশের মেয়েদের জন্য আছে দারুণ সুখবর। প্রথমবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। ২০২২-২৫ চক্রের মতো এই চক্রেও ৮টি ওয়ানডে সিরিজে খেলবেন তাঁরা। প্রত্যেক সিরিজেই থাকবে তিনটি করে ওয়ানডে। অর্থাৎ ২০২৫-২৯ চক্রেও আট সিরিজে ২৪টি খেলবে বাংলাদেশের মেয়েরা।
আগের চক্রে উইমেন্স চ্যাম্পিয়নশিপে দল ছিল ১০ টি। এবার জিম্বাবুয়েকে যুক্ত করে সংখ্যা উন্নীত হলো ১১ তে। প্রত্যেক দলই খেলবে ৮টি করে ওয়ানডে সিরিজ। চারটি হোম, চারটি অ্যাওয়ে সিরিজ। সব মিলিয়ে ৪৪টি সিরিজে সর্বমোট ১৩২টি ওয়ানডে খেলবে দলগুলো।
এই বছরের মার্চে নিজেদের মাঠে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। আগামী চক্রে প্রথমবার তারা খেলতে যাবে অস্ট্রেলিয়া সফরে। এর আগে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল তারা। ইংল্যান্ডে অবশ্য কখনোই খেলার সুযোগ হয়নি জ্যোতিদের। এবার খেলবেন প্রথমবার সিরিজ।
বাংলাদেশ নিজেদের মাঠে ওয়ানডে সিরিজে আতিথেয়তা দেবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে। সফর করবে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
১১টি দল এই সময়ে খেলবে ৪০০-এর বেশি ম্যাচ। এর মধ্যে আছে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রথমবারের মতো ২০২৭ সালে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কুড়ি ওভারের ত্রিদেশীয় সিরিজ খেলবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত।
আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও খেলবে ত্রিদেশীয়। ২০২৭ ও ২০২৮ সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজও আয়োজন করতে পারে ত্রিদেশীয় সিরিজ।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো খেলবে টেস্ট সিরিজও। টেস্টের সঙ্গে তাদের যোগ হতে পারে আরও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। চলতি চক্রে বাংলাদেশ দল ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫০টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আগামী পর্বেও অনেকটা এ রকমই ম্যাচ খেলবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২৬ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে