ক্রীড়া ডেস্ক

এমন দুঃসময় যে আসবে, ফখর জামান কি সেটা ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন? আট বছর পর চ্যাম্পিয়নস ট্রফি ধরে রাখার শুরুতে পাকিস্তান যেমন হোঁচট খেয়েছে, তেমনি ফখরও পেলেন দুঃসংবাদ। বাজে খবরের পর পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার ধরে রাখতে পারেননি চোখের জলও।
পিঠের চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে যাওয়ার দুঃসংবাদ ফখর পেয়েছিলেন গতকাল। তাঁর টুর্নামেন্ট শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, চোখের জল মুছতে মুছতে ড্রেসিংরুমে ফিরছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার। ড্রেসিংরুমে যাওয়ার পর অঝোরে কাঁদতে শুরু করলেন তিনি। ফখরকে সান্ত্বনা দিচ্ছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। পিসিবি এই ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ফখরের ছিটকে যাওয়ার পর করাচিতে হৃদয়বিদারক দৃশ্য।’
পিঠের চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন ফখর জামান। তাঁর পরিবর্তে টুর্নামেন্টে এসেছেন ইমাম উল হক। ২০২৩ সালের ২৭ অক্টোবর সবশেষ ওয়ানডে খেলেছেন ইমাম। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে ইমাম করেছিলেন ১২ রান। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ৭২ ওয়ানডে খেলেছেন তিনি। ৪৮.২৭ গড়ে করেছেন ৩১৩৮ রান। ৯ সেঞ্চুরির পাশাপাশি ২০ ফিফটি করেছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
করাচিতে গতকাল নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফখরকে। চোটের কারণে ফিল্ডিংটাও ঠিকমতো করতে পারেননি। ব্যাটিংয়েও তাই তাঁকে নামতে হয়েছে চার নম্বরে। ওপেনিংয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত ফখর করেছেন ৪১ বলে ২৪ রান।

এমন দুঃসময় যে আসবে, ফখর জামান কি সেটা ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন? আট বছর পর চ্যাম্পিয়নস ট্রফি ধরে রাখার শুরুতে পাকিস্তান যেমন হোঁচট খেয়েছে, তেমনি ফখরও পেলেন দুঃসংবাদ। বাজে খবরের পর পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার ধরে রাখতে পারেননি চোখের জলও।
পিঠের চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে যাওয়ার দুঃসংবাদ ফখর পেয়েছিলেন গতকাল। তাঁর টুর্নামেন্ট শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, চোখের জল মুছতে মুছতে ড্রেসিংরুমে ফিরছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার। ড্রেসিংরুমে যাওয়ার পর অঝোরে কাঁদতে শুরু করলেন তিনি। ফখরকে সান্ত্বনা দিচ্ছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। পিসিবি এই ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ফখরের ছিটকে যাওয়ার পর করাচিতে হৃদয়বিদারক দৃশ্য।’
পিঠের চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন ফখর জামান। তাঁর পরিবর্তে টুর্নামেন্টে এসেছেন ইমাম উল হক। ২০২৩ সালের ২৭ অক্টোবর সবশেষ ওয়ানডে খেলেছেন ইমাম। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে ইমাম করেছিলেন ১২ রান। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ৭২ ওয়ানডে খেলেছেন তিনি। ৪৮.২৭ গড়ে করেছেন ৩১৩৮ রান। ৯ সেঞ্চুরির পাশাপাশি ২০ ফিফটি করেছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
করাচিতে গতকাল নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফখরকে। চোটের কারণে ফিল্ডিংটাও ঠিকমতো করতে পারেননি। ব্যাটিংয়েও তাই তাঁকে নামতে হয়েছে চার নম্বরে। ওপেনিংয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত ফখর করেছেন ৪১ বলে ২৪ রান।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
১০ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১৪ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১৪ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৫ ঘণ্টা আগে