ক্রীড়া ডেস্ক

নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
নেইমারের শৈশবের ক্লাব সান্তোস গতকাল আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে চুক্তি নবায়নের কাজ চূড়ান্ত করে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র গতকালের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকছেন তিনি। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সান্তোসের সূত্রের বরাতে গ্লোবো জানিয়েছে। সান্তোসের সঙ্গে নেইমারের আগের চুক্তির মেয়াদ ছিল গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত কয়েক সপ্তাহে আলাপ-আলোচনা করে চুক্তিটা আরও এক বছর বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
প্রায় দুই দশক বার্সেলোনায় কাটানোর পর ২০২১ সালে মেসি চলে যান প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। নেইমারকে চার বছর সতীর্থ হিসেবে পেয়েছিলেন মেসি। পিএসজিতে মেসি-নেইমার দুই বছর সতীর্থ ছিলেন। পিএসজির পরিবেশ বিষাক্ত হয়ে যাওয়ায় মেসি ২০২৩ সালে চলে যান ইন্টার মায়ামিতে।
মেসি পিএসজি ছাড়ার দুই মাসের মাথায় নেইমার চলে যান আল হিলালে। তবে আল হিলালের সঙ্গে দুই বছর ফুরোনোর আগেই চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। চোটে জর্জর নেইমার আল হিলালের জার্সিতে কেবল সাত ম্যাচ খেলতে পেরেছিলেন। তারপর গত বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরেন তিনি। দীর্ঘ এক যুগ পর শৈশবের ক্লাবে ফেরার পর দুবার চুক্তি করেছিল সান্তোস। আগের দুই চুক্তি ছয় মাসের জন্য থাকলেও নতুন চুক্তিটা এক বছরের জন্য হতে যাচ্ছে। যার ফলে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ, জর্দি আলবাদের পুনর্মিলন হলেও ইন্টার মায়ামিতে নেইমারের আর যাওয়া হচ্ছে না।
সান্তোসের হয়ে দুই মেয়াদে সব মিলিয়ে ২৫৩ ম্যাচ খেলেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১৪৭ গোলের পাশাপাশি ৭০ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৫ সালে ফেরার পর খেলেছেন ৩০ ম্যাচ। এবারও চোট তাঁর পিছু ছাড়ছে না। বর্তমানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলছে। কদিন আগে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। সান্তোসের মেডিকেল টিম ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের দেখাশোনা করছে।
নেইমার ফেরার পর সান্তোস অবনমনের হাত থেকে রেহাই পেয়েছে। ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে গত বছর ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থেকে শেষ করে তাঁর দল। সাধারণত পয়েন্ট তালিকায় ২০ দলের মধ্যে ১৭ থেকে ২০ নম্বর দল অবনমনে চলে যায়। গত বছরের সিরি ‘আ’তে ২০ ম্যাচে ৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১ গোলে।

নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
নেইমারের শৈশবের ক্লাব সান্তোস গতকাল আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে চুক্তি নবায়নের কাজ চূড়ান্ত করে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র গতকালের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকছেন তিনি। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সান্তোসের সূত্রের বরাতে গ্লোবো জানিয়েছে। সান্তোসের সঙ্গে নেইমারের আগের চুক্তির মেয়াদ ছিল গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত কয়েক সপ্তাহে আলাপ-আলোচনা করে চুক্তিটা আরও এক বছর বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
প্রায় দুই দশক বার্সেলোনায় কাটানোর পর ২০২১ সালে মেসি চলে যান প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। নেইমারকে চার বছর সতীর্থ হিসেবে পেয়েছিলেন মেসি। পিএসজিতে মেসি-নেইমার দুই বছর সতীর্থ ছিলেন। পিএসজির পরিবেশ বিষাক্ত হয়ে যাওয়ায় মেসি ২০২৩ সালে চলে যান ইন্টার মায়ামিতে।
মেসি পিএসজি ছাড়ার দুই মাসের মাথায় নেইমার চলে যান আল হিলালে। তবে আল হিলালের সঙ্গে দুই বছর ফুরোনোর আগেই চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। চোটে জর্জর নেইমার আল হিলালের জার্সিতে কেবল সাত ম্যাচ খেলতে পেরেছিলেন। তারপর গত বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরেন তিনি। দীর্ঘ এক যুগ পর শৈশবের ক্লাবে ফেরার পর দুবার চুক্তি করেছিল সান্তোস। আগের দুই চুক্তি ছয় মাসের জন্য থাকলেও নতুন চুক্তিটা এক বছরের জন্য হতে যাচ্ছে। যার ফলে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ, জর্দি আলবাদের পুনর্মিলন হলেও ইন্টার মায়ামিতে নেইমারের আর যাওয়া হচ্ছে না।
সান্তোসের হয়ে দুই মেয়াদে সব মিলিয়ে ২৫৩ ম্যাচ খেলেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১৪৭ গোলের পাশাপাশি ৭০ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৫ সালে ফেরার পর খেলেছেন ৩০ ম্যাচ। এবারও চোট তাঁর পিছু ছাড়ছে না। বর্তমানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলছে। কদিন আগে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। সান্তোসের মেডিকেল টিম ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের দেখাশোনা করছে।
নেইমার ফেরার পর সান্তোস অবনমনের হাত থেকে রেহাই পেয়েছে। ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে গত বছর ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থেকে শেষ করে তাঁর দল। সাধারণত পয়েন্ট তালিকায় ২০ দলের মধ্যে ১৭ থেকে ২০ নম্বর দল অবনমনে চলে যায়। গত বছরের সিরি ‘আ’তে ২০ ম্যাচে ৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১ গোলে।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
২ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৬ ঘণ্টা আগে