
ভারতীয় ক্রিকেট দলের অবস্থা এখন ভালো নয়। বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে খেলার সুযোগটুকু নিজ হাতে নষ্ট করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার প্রধান কোচ গৌতম গম্ভীর ও ক্রিকেটারদের ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে।
ক্রিকেটারদের ক্ষেত্রে বিসিসিআই যে কঠোর হচ্ছে, সেটার কোপ পড়বে তাঁদের পরিবারের ওপর। ভারতের সংবাদমাধ্যম দৈনিক জাগরণের এক প্রতিবেদনে জানা গেছে, ৪৫ দিনের সফরে ক্রিকেটারদের পরিবারের সদস্য, বিশেষ করে স্ত্রী দুই সপ্তাহের জন্য থাকতে পারবে বলে বিসিসিআই নিয়ম করছে। শুধু তাই নয়, দলের অন্যান্য সদস্যদের সঙ্গে ক্রিকেটারদের টিম বাসে যেতে হবে। ক্রিকেটারদের একা ঘোরাফেরা ভারতীয় বোর্ড মেনে নেবে না। গম্ভীর ও তাঁর ম্যানেজার গৌরব অরোরার ব্যাপারে কঠোর হচ্ছে বিসিসিআই। টিম হোটেলে অরোরা থাকতে পারবেন না। এমনকি স্টেডিয়ামের ভিআইপি বক্সেও থাকার অনুমতি পাবেন না গম্ভীরের ম্যানেজার। টিম বাসসহ কোথাও অরোরা থাকতে পারবেন না গম্ভীরের সঙ্গে।
এখনো পর্যন্ত পরিবার, বিশেষ করে লম্বা সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী পুরোটা সময় থাকার অনুমতি আছে। তবে এখন কঠোর হচ্ছে বিসিসিআই। কারণ, ভারতীয় বোর্ডের মনে হচ্ছে বিদেশে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকলে ক্রিকেটারদের পারফরম্যান্সে সেটা প্রভাব ফেলে। ২০১৯ সালের আগে যে নিয়ম ছিল, সেটা পুনরায় চালু হচ্ছে এবার।
দৈনিক জাগরণের প্রতিবেদনে কোচ, ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় বোর্ডের অন্যান্য ব্যাপারে কঠোর হওয়ার কথাও শোনা যাচ্ছে। বিমানে ভ্রমণের সময় ক্রিকেটারদের ১৫০ কেজির ওপর কোনো লাগেজ বিসিসিআই নিতে দেবে না। ক্রিকেটারদের খরচ নিজেদেরই বহন করতে হবে।

ভারতীয় ক্রিকেট দলের অবস্থা এখন ভালো নয়। বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে খেলার সুযোগটুকু নিজ হাতে নষ্ট করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার প্রধান কোচ গৌতম গম্ভীর ও ক্রিকেটারদের ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে।
ক্রিকেটারদের ক্ষেত্রে বিসিসিআই যে কঠোর হচ্ছে, সেটার কোপ পড়বে তাঁদের পরিবারের ওপর। ভারতের সংবাদমাধ্যম দৈনিক জাগরণের এক প্রতিবেদনে জানা গেছে, ৪৫ দিনের সফরে ক্রিকেটারদের পরিবারের সদস্য, বিশেষ করে স্ত্রী দুই সপ্তাহের জন্য থাকতে পারবে বলে বিসিসিআই নিয়ম করছে। শুধু তাই নয়, দলের অন্যান্য সদস্যদের সঙ্গে ক্রিকেটারদের টিম বাসে যেতে হবে। ক্রিকেটারদের একা ঘোরাফেরা ভারতীয় বোর্ড মেনে নেবে না। গম্ভীর ও তাঁর ম্যানেজার গৌরব অরোরার ব্যাপারে কঠোর হচ্ছে বিসিসিআই। টিম হোটেলে অরোরা থাকতে পারবেন না। এমনকি স্টেডিয়ামের ভিআইপি বক্সেও থাকার অনুমতি পাবেন না গম্ভীরের ম্যানেজার। টিম বাসসহ কোথাও অরোরা থাকতে পারবেন না গম্ভীরের সঙ্গে।
এখনো পর্যন্ত পরিবার, বিশেষ করে লম্বা সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী পুরোটা সময় থাকার অনুমতি আছে। তবে এখন কঠোর হচ্ছে বিসিসিআই। কারণ, ভারতীয় বোর্ডের মনে হচ্ছে বিদেশে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকলে ক্রিকেটারদের পারফরম্যান্সে সেটা প্রভাব ফেলে। ২০১৯ সালের আগে যে নিয়ম ছিল, সেটা পুনরায় চালু হচ্ছে এবার।
দৈনিক জাগরণের প্রতিবেদনে কোচ, ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় বোর্ডের অন্যান্য ব্যাপারে কঠোর হওয়ার কথাও শোনা যাচ্ছে। বিমানে ভ্রমণের সময় ক্রিকেটারদের ১৫০ কেজির ওপর কোনো লাগেজ বিসিসিআই নিতে দেবে না। ক্রিকেটারদের খরচ নিজেদেরই বহন করতে হবে।

মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না অনেক ভারতীয়। শশী থারুর তাঁদেরই একজন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন সিদ্ধান্ত দুর্গন্ধ ছড়াচ্ছে বলে মনে করেন তিরুবনন্তপুরমের এই সাংসদ।
২৯ মিনিট আগে
পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। আর বিসিবি সভাপতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে যে খবর বাংলাদেশ ও ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে, সেটির সত্যতা নেই বলে দাবি বুলবুলের।
১০ ঘণ্টা আগে
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আজ আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রধান নির্বাহী বরাবর চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয়ের পর গতকাল চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় সিলেট টাইটান্স। জয়ের ধারায় ফিরতেও বেশি সময় নিল না মেহেদি হাসান মিরাজের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট।
১৩ ঘণ্টা আগে