
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত ভারতে। স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে নিউজিল্যান্ড। আইসিসির ইভেন্টের আগমুহূর্তে বড় ধাক্কা খেল কিউইরা।
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি। ১৮ জানুয়ারি এমআই কেপটাউনের বিপক্ষে প্রথম ওভারেই চোট পান মিলনে। স্ক্যানের পর চোটের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে।
এবারের এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ৮ ম্যাচে ৭.৬১ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছিলেন মিলনে। বিশ্বকাপের আগমুহূর্তে ছন্দে থাকা একজন পেসারকে হারানো বড় ধাক্কা মনে করেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। নিউজিল্যান্ড কোচ বলেন, ‘মিলনের জন্য সবারই খারাপ লাগছে। টুর্নামেন্টের জন্য সে ভালোই প্রস্তুতি নিচ্ছিল। সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে আট ম্যাচে নিজের সেরা ফর্মেই দেখা গিয়েছিল। সে দ্রুত সেরে উঠুক, সেই কামনা করি।’
মিলনে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন। এবারের বিশ্বকাপ দিয়ে নিউজিল্যান্ডের জার্সিতে ফেরার সুযোগ তৈরি হয়েছিল তাঁর। তবে এসএ টোয়েন্টি খেলতে গিয়েই সর্বনাশটা হয়ে গেল। তাঁর পরিবর্তে রিজার্ভ দলে থাকা কাইল জেমিসনকে নিয়েছে নিউজিল্যান্ড।
নাগপুরে পরশু শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানে জেতে ভারত। আজ রায়পুরে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ২৫, ২৮ ও ৩১ জানুয়ারি ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। সিরিজের শেষ তিন ম্যাচের ভেন্যু গুয়াহাটি, বিশাখাপত্তনম ও তিরুবনন্তপুরম।
৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ডের অপর তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

কদিন আগে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছিল এম নাজমুল ইসলামকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিসিবির আরেক পরিচালক স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
২২ মিনিট আগে
সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা মহানগরের ক্রিকেট কমিটি (সিসিডিএম) আট দল নিয়ে আয়োজন করবে এই টুর্নামেন্ট। ২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে যে আট দল অংশ নেয়নি, তাদের নিয়েই হবে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ।
৩৯ মিনিট আগে
রাজশাহী ওয়ারিয়র্সের জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপেক্ষায় ছিলেন, কখন শুরু করবেন উদ্যাপন। অবশেষে ১৮তম ওভারের পঞ্চম বলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডিপ মিড উইকেটে এস এম মেহেরব ক্যাচ ধরতেই শুরু হয় উদ্যাপন। চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে ২০২৬ বিপিএল চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়র্স।
১ ঘণ্টা আগে
কদিন আগেও কোনো দলে ছিলেন না ট্রিনিটি রডম্যান। এবার তিনিই নতুন এক চুক্তি করে চমকে দিলেন। নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন তিনি।
২ ঘণ্টা আগে