ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ৬–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ সকালে চূড়ান্ত পর্বের ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য প্রতিশোধের ম্যাচ। তবে সেলেসাওরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।
ব্রাজিল, আর্জেন্টিনা দল দুটিই এখন দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপার দাবিদার। কারণ, লিগ পদ্ধতির চূড়ান্ত পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। আজ সকালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুটি দলেরই ১০ পয়েন্ট। খেলেছে চারটি করে ম্যাচ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিল শীর্ষে, দুইয়ে আলবিসেলেস্তেরা।
ব্রাজিল পরশু খেলবে চিলির বিপক্ষে। একই দিনে মুখোমুখি হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। যদি শেষ দিনে ব্রাজিল, আর্জেন্টিনা স্ব স্ব ম্যাচে জয় পায়, তখন গোল ব্যবধানের হিসেব চলে আসবে। আর এই দুই দলের যেকোনো দল জেতে এবং আরেক দল ড্র করে, তাহলে জয়ী দলই হবে চ্যাম্পিয়ন। আবার যদি দুই দল হারে, তখন গোল ব্যবধান দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণ করতে হবে।
কারাকাসে আজ ব্রাজিলের বিপক্ষে আক্রমণ, বল দখল, সুযোগ তৈরি সবকিছুতেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। অগোছালো ব্রাজিল প্রথমার্ধে আর্জেন্টিনার লক্ষ্য বরাবর একটা শটও নিতে পারেনি। ব্রাজিল ভুল না পারলেও আর্জেন্টিনা সুযোগ কাজে লাগিয়েছে। ৩৮ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রাজিলের মিডফিল্ডার ব্রেনো বাইদন ফেলে দিলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ৪০ মিনিটে স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ক্লদিও এচেভেরি।
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ব্রাজিলকে গোলের জন্য সংগ্রাম করতে হয়েছে। আর্জেন্টিনা পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। ৭৮ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। ইগর সিরোতের অ্যাসিস্টে ফিনিশিং দেন রায়ান। শেষ দিকে গোল না হলেও রেফারিকে বারবার কার্ড বের করতে হয়েছে। কারণ, দুই দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় লড়াই। রেফারি সব মিলিয়ে ৮ হলুদ কার্ড দেখিয়েছেন। ব্রাজিল দেখেছে ৫টি এবং ৩টি দেখেছে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ৬–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ সকালে চূড়ান্ত পর্বের ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য প্রতিশোধের ম্যাচ। তবে সেলেসাওরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।
ব্রাজিল, আর্জেন্টিনা দল দুটিই এখন দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপার দাবিদার। কারণ, লিগ পদ্ধতির চূড়ান্ত পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন। আজ সকালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুটি দলেরই ১০ পয়েন্ট। খেলেছে চারটি করে ম্যাচ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিল শীর্ষে, দুইয়ে আলবিসেলেস্তেরা।
ব্রাজিল পরশু খেলবে চিলির বিপক্ষে। একই দিনে মুখোমুখি হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। যদি শেষ দিনে ব্রাজিল, আর্জেন্টিনা স্ব স্ব ম্যাচে জয় পায়, তখন গোল ব্যবধানের হিসেব চলে আসবে। আর এই দুই দলের যেকোনো দল জেতে এবং আরেক দল ড্র করে, তাহলে জয়ী দলই হবে চ্যাম্পিয়ন। আবার যদি দুই দল হারে, তখন গোল ব্যবধান দিয়ে চ্যাম্পিয়ন নির্ধারণ করতে হবে।
কারাকাসে আজ ব্রাজিলের বিপক্ষে আক্রমণ, বল দখল, সুযোগ তৈরি সবকিছুতেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। অগোছালো ব্রাজিল প্রথমার্ধে আর্জেন্টিনার লক্ষ্য বরাবর একটা শটও নিতে পারেনি। ব্রাজিল ভুল না পারলেও আর্জেন্টিনা সুযোগ কাজে লাগিয়েছে। ৩৮ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রাজিলের মিডফিল্ডার ব্রেনো বাইদন ফেলে দিলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ৪০ মিনিটে স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ক্লদিও এচেভেরি।
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা ব্রাজিলকে গোলের জন্য সংগ্রাম করতে হয়েছে। আর্জেন্টিনা পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। ৭৮ মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। ইগর সিরোতের অ্যাসিস্টে ফিনিশিং দেন রায়ান। শেষ দিকে গোল না হলেও রেফারিকে বারবার কার্ড বের করতে হয়েছে। কারণ, দুই দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় লড়াই। রেফারি সব মিলিয়ে ৮ হলুদ কার্ড দেখিয়েছেন। ব্রাজিল দেখেছে ৫টি এবং ৩টি দেখেছে আর্জেন্টিনা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৭ ঘণ্টা আগে