
আয়োজকদের চিন্তা বাড়িয়ে স্থগিত করা হলো ট্রায়াথলন। প্যারিসের সিন নদীর পানির দূষণ এতটাই বেশি যে, প্রতিযোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হয়েছে ট্রায়াথলন। দূষণ কমে আসলেও স্থগিত হয়ে যাওয়া ট্রায়াথলেন সাঁতার হবে আজ।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটির মিলিত লড়াই। কিন্তু সিন নদীর পানি মাত্রাতিরিক্ত দূষিত থাকায় সাঁতার আয়োজন সম্ভব হয়নি। সিন নদীর পানির বিশুদ্ধতা নিয়ে আগে থেকেই একটা শঙ্কা ছিল সবার। তবে নদীর পানিকে শুদ্ধ করার জন্য অলিম্পিকের আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই কাজ করে আসছে ফ্রান্স। ২০১৫ সাল থেকে গ্রহণ করা হয় বিভিন্ন প্রকল্পও। যাতে ফ্রান্স সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১৭৬৫৭ কোটির মতো।
প্যারিস শহরের মাঝে তৈরি করা হয় ভূগর্ভস্থ বিশাল জলাধার, পরিবর্তন করা হয় শহরের পয়ঃপ্রণালি ব্যবস্থা, উন্নত করা হয় বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থাও। আয়োজকেরা আশাবাদীই ছিলেন—সবকিছু ঠিকঠাক মতোই হবে। অলিম্পিক শুরুর আগে প্যারিস মেয়র জলে নেমে আন হিদালগো এই বার্তাই দিয়েছিলেন—সিন নদীর পানি বিশুদ্ধ। সেই বিশুদ্ধতা প্রমাণে নিজেই সিন নদীতে নেমে সাঁতার কেটেছেন। কিন্তু গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে সিন নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও বেড়েছে। আর তাতেই স্থগিত হয়ে গেছে ট্রায়াথলন।
পিছিয়ে দেওয়া ট্রায়ালথনের সাঁতার হবে আজ। পানি যদি নির্দিষ্ট মানে বিশুদ্ধ না হয় আর আয়োজন করা সম্ভব না হয় তাহলে সেটি আরও পিছিয়ে শুক্রবার আয়োজনের চেষ্টা চলবে। শেষ সে চেষ্টাও ব্যর্থ হলে সাঁতার বাদ দিয়েই শুধু সাইক্লিং ও দৌড়ের লড়াই থেকেই বাছাই করা হবে ট্রায়ালথনের পদকজয়ীদের।

আয়োজকদের চিন্তা বাড়িয়ে স্থগিত করা হলো ট্রায়াথলন। প্যারিসের সিন নদীর পানির দূষণ এতটাই বেশি যে, প্রতিযোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হয়েছে ট্রায়াথলন। দূষণ কমে আসলেও স্থগিত হয়ে যাওয়া ট্রায়াথলেন সাঁতার হবে আজ।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটির মিলিত লড়াই। কিন্তু সিন নদীর পানি মাত্রাতিরিক্ত দূষিত থাকায় সাঁতার আয়োজন সম্ভব হয়নি। সিন নদীর পানির বিশুদ্ধতা নিয়ে আগে থেকেই একটা শঙ্কা ছিল সবার। তবে নদীর পানিকে শুদ্ধ করার জন্য অলিম্পিকের আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই কাজ করে আসছে ফ্রান্স। ২০১৫ সাল থেকে গ্রহণ করা হয় বিভিন্ন প্রকল্পও। যাতে ফ্রান্স সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১৭৬৫৭ কোটির মতো।
প্যারিস শহরের মাঝে তৈরি করা হয় ভূগর্ভস্থ বিশাল জলাধার, পরিবর্তন করা হয় শহরের পয়ঃপ্রণালি ব্যবস্থা, উন্নত করা হয় বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থাও। আয়োজকেরা আশাবাদীই ছিলেন—সবকিছু ঠিকঠাক মতোই হবে। অলিম্পিক শুরুর আগে প্যারিস মেয়র জলে নেমে আন হিদালগো এই বার্তাই দিয়েছিলেন—সিন নদীর পানি বিশুদ্ধ। সেই বিশুদ্ধতা প্রমাণে নিজেই সিন নদীতে নেমে সাঁতার কেটেছেন। কিন্তু গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে সিন নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও বেড়েছে। আর তাতেই স্থগিত হয়ে গেছে ট্রায়াথলন।
পিছিয়ে দেওয়া ট্রায়ালথনের সাঁতার হবে আজ। পানি যদি নির্দিষ্ট মানে বিশুদ্ধ না হয় আর আয়োজন করা সম্ভব না হয় তাহলে সেটি আরও পিছিয়ে শুক্রবার আয়োজনের চেষ্টা চলবে। শেষ সে চেষ্টাও ব্যর্থ হলে সাঁতার বাদ দিয়েই শুধু সাইক্লিং ও দৌড়ের লড়াই থেকেই বাছাই করা হবে ট্রায়ালথনের পদকজয়ীদের।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে