
আয়োজকদের চিন্তা বাড়িয়ে স্থগিত করা হলো ট্রায়াথলন। প্যারিসের সিন নদীর পানির দূষণ এতটাই বেশি যে, প্রতিযোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হয়েছে ট্রায়াথলন। দূষণ কমে আসলেও স্থগিত হয়ে যাওয়া ট্রায়াথলেন সাঁতার হবে আজ।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটির মিলিত লড়াই। কিন্তু সিন নদীর পানি মাত্রাতিরিক্ত দূষিত থাকায় সাঁতার আয়োজন সম্ভব হয়নি। সিন নদীর পানির বিশুদ্ধতা নিয়ে আগে থেকেই একটা শঙ্কা ছিল সবার। তবে নদীর পানিকে শুদ্ধ করার জন্য অলিম্পিকের আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই কাজ করে আসছে ফ্রান্স। ২০১৫ সাল থেকে গ্রহণ করা হয় বিভিন্ন প্রকল্পও। যাতে ফ্রান্স সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১৭৬৫৭ কোটির মতো।
প্যারিস শহরের মাঝে তৈরি করা হয় ভূগর্ভস্থ বিশাল জলাধার, পরিবর্তন করা হয় শহরের পয়ঃপ্রণালি ব্যবস্থা, উন্নত করা হয় বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থাও। আয়োজকেরা আশাবাদীই ছিলেন—সবকিছু ঠিকঠাক মতোই হবে। অলিম্পিক শুরুর আগে প্যারিস মেয়র জলে নেমে আন হিদালগো এই বার্তাই দিয়েছিলেন—সিন নদীর পানি বিশুদ্ধ। সেই বিশুদ্ধতা প্রমাণে নিজেই সিন নদীতে নেমে সাঁতার কেটেছেন। কিন্তু গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে সিন নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও বেড়েছে। আর তাতেই স্থগিত হয়ে গেছে ট্রায়াথলন।
পিছিয়ে দেওয়া ট্রায়ালথনের সাঁতার হবে আজ। পানি যদি নির্দিষ্ট মানে বিশুদ্ধ না হয় আর আয়োজন করা সম্ভব না হয় তাহলে সেটি আরও পিছিয়ে শুক্রবার আয়োজনের চেষ্টা চলবে। শেষ সে চেষ্টাও ব্যর্থ হলে সাঁতার বাদ দিয়েই শুধু সাইক্লিং ও দৌড়ের লড়াই থেকেই বাছাই করা হবে ট্রায়ালথনের পদকজয়ীদের।

আয়োজকদের চিন্তা বাড়িয়ে স্থগিত করা হলো ট্রায়াথলন। প্যারিসের সিন নদীর পানির দূষণ এতটাই বেশি যে, প্রতিযোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হয়েছে ট্রায়াথলন। দূষণ কমে আসলেও স্থগিত হয়ে যাওয়া ট্রায়াথলেন সাঁতার হবে আজ।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটির মিলিত লড়াই। কিন্তু সিন নদীর পানি মাত্রাতিরিক্ত দূষিত থাকায় সাঁতার আয়োজন সম্ভব হয়নি। সিন নদীর পানির বিশুদ্ধতা নিয়ে আগে থেকেই একটা শঙ্কা ছিল সবার। তবে নদীর পানিকে শুদ্ধ করার জন্য অলিম্পিকের আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই কাজ করে আসছে ফ্রান্স। ২০১৫ সাল থেকে গ্রহণ করা হয় বিভিন্ন প্রকল্পও। যাতে ফ্রান্স সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১৭৬৫৭ কোটির মতো।
প্যারিস শহরের মাঝে তৈরি করা হয় ভূগর্ভস্থ বিশাল জলাধার, পরিবর্তন করা হয় শহরের পয়ঃপ্রণালি ব্যবস্থা, উন্নত করা হয় বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থাও। আয়োজকেরা আশাবাদীই ছিলেন—সবকিছু ঠিকঠাক মতোই হবে। অলিম্পিক শুরুর আগে প্যারিস মেয়র জলে নেমে আন হিদালগো এই বার্তাই দিয়েছিলেন—সিন নদীর পানি বিশুদ্ধ। সেই বিশুদ্ধতা প্রমাণে নিজেই সিন নদীতে নেমে সাঁতার কেটেছেন। কিন্তু গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে সিন নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও বেড়েছে। আর তাতেই স্থগিত হয়ে গেছে ট্রায়াথলন।
পিছিয়ে দেওয়া ট্রায়ালথনের সাঁতার হবে আজ। পানি যদি নির্দিষ্ট মানে বিশুদ্ধ না হয় আর আয়োজন করা সম্ভব না হয় তাহলে সেটি আরও পিছিয়ে শুক্রবার আয়োজনের চেষ্টা চলবে। শেষ সে চেষ্টাও ব্যর্থ হলে সাঁতার বাদ দিয়েই শুধু সাইক্লিং ও দৌড়ের লড়াই থেকেই বাছাই করা হবে ট্রায়ালথনের পদকজয়ীদের।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে