ক্রীড়া ডেস্ক

আইপিএলে এবার শেষভাগে এসে মোস্তাফিজুর রহমানকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল তিন ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মোস্তাফিজ। সূত্রে জানা গেছে, দুবাই ছেড়ে আজ সকালে মোস্তাফিজ উড়াল দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে।
মোস্তাফিজ যখন আইপিএলে দল পেয়েছেন, তখন সামনে চলে আসে বাংলাদেশ-আরব আমিরাত। বিসিবির এনওসি অনুযায়ী আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই শুধু খেলার কথা তাঁর। শারজায় গত রাতে আমিরাতের বিপক্ষে খেলেছেন সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট পেয়েছেন তিনি। তবে দিল্লিতে পৌঁছেই আজ কি তিনি খেলতে পারবেন? ম্যাচ খেলে মোস্তাফিজ এমনিতেই ক্লান্ত। তার ওপর ভ্রমণঝক্কির ব্যাপার তো থাকছেই। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস-গুজরাট টাইটান্স। ম্যাচের আগে ভ্রমণক্লান্তি কাটিয়ে ওঠার সময় তেমন একটা পাচ্ছেন না বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
জেক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে খেলতে না চাওয়ায় মোস্তাফিজকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ফ্র্যাঞ্চাইজির অন্য দুই বিদেশি অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা ভারতে ফিরছেন না। এছাড়া ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, মোস্তাফিজ খেললে দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন সমর্থকেরা। আমিরাতের বিপক্ষে দুর্দান্ত খেললেও বাংলাদেশের এই বাঁহাতি পেসার সুযোগ পাবেন কিনা দিল্লির একাদশে, সেই প্রশ্ন থাকছেই।
সৌদি আরবের জেদ্দায় গত বছর হয়েছিল ২০২৫ আইপিএলের মেগানিলাম। সেই নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু টুর্নামেন্টের শেষ দিকে এসে তাঁকে ৬ কোটি রুপিতে নিয়েছে দিল্লি। অন্যদিকে ম্যাগার্ককে ৯ কোটি রুপি দিয়ে কিনেছিল আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়ায় অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের যে দাম এবং নিলামে দিল্লির খেলোয়াড় কেনার যে বাজেট অবশিষ্ট ছিল—সব মিলিয়েই মোস্তাফিজের দাম উঠে গেছে ৬ কোটি রুপিতে।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে আট দিন বন্ধ থাকার পর গতকাল শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু বৃষ্টির বাগড়ায় বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্স ম্যাচের টসই হতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ছিটকে গেছে কলকাতা।

আইপিএলে এবার শেষভাগে এসে মোস্তাফিজুর রহমানকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল তিন ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন মোস্তাফিজ। সূত্রে জানা গেছে, দুবাই ছেড়ে আজ সকালে মোস্তাফিজ উড়াল দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে।
মোস্তাফিজ যখন আইপিএলে দল পেয়েছেন, তখন সামনে চলে আসে বাংলাদেশ-আরব আমিরাত। বিসিবির এনওসি অনুযায়ী আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই শুধু খেলার কথা তাঁর। শারজায় গত রাতে আমিরাতের বিপক্ষে খেলেছেন সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট পেয়েছেন তিনি। তবে দিল্লিতে পৌঁছেই আজ কি তিনি খেলতে পারবেন? ম্যাচ খেলে মোস্তাফিজ এমনিতেই ক্লান্ত। তার ওপর ভ্রমণঝক্কির ব্যাপার তো থাকছেই। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস-গুজরাট টাইটান্স। ম্যাচের আগে ভ্রমণক্লান্তি কাটিয়ে ওঠার সময় তেমন একটা পাচ্ছেন না বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
জেক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে খেলতে না চাওয়ায় মোস্তাফিজকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ফ্র্যাঞ্চাইজির অন্য দুই বিদেশি অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা ভারতে ফিরছেন না। এছাড়া ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, মোস্তাফিজ খেললে দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন সমর্থকেরা। আমিরাতের বিপক্ষে দুর্দান্ত খেললেও বাংলাদেশের এই বাঁহাতি পেসার সুযোগ পাবেন কিনা দিল্লির একাদশে, সেই প্রশ্ন থাকছেই।
সৌদি আরবের জেদ্দায় গত বছর হয়েছিল ২০২৫ আইপিএলের মেগানিলাম। সেই নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু টুর্নামেন্টের শেষ দিকে এসে তাঁকে ৬ কোটি রুপিতে নিয়েছে দিল্লি। অন্যদিকে ম্যাগার্ককে ৯ কোটি রুপি দিয়ে কিনেছিল আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়ায় অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের যে দাম এবং নিলামে দিল্লির খেলোয়াড় কেনার যে বাজেট অবশিষ্ট ছিল—সব মিলিয়েই মোস্তাফিজের দাম উঠে গেছে ৬ কোটি রুপিতে।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে আট দিন বন্ধ থাকার পর গতকাল শুরু হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু বৃষ্টির বাগড়ায় বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্স ম্যাচের টসই হতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ছিটকে গেছে কলকাতা।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে