ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা পাকিস্তানের হয়েছে বেশ বাজে। ৯২ রানের লক্ষ্য তাড়া করে ক্রাইস্টচার্চে গতকাল প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ড ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে। বাজে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কড়া শাস্তি পেলেন পাকিস্তানি এক ক্রিকেটার।
পাকিস্তানের খুশদিল শাহকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামের পাশে যুক্ত হয়েছে তিন ডিমেরিট পয়েন্ট। আচরণবিধির দুই নম্বর ধারা ভঙ্গ করায় খুশদিলকে এই শাস্তি দেওয়া হয়েছে আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। দুই মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি ও ওয়েন নাইটস অভিযোগ এনেছেন। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি দিয়েছেন। দোষ স্বীকার করায় আর শুনানির প্রয়োজন হয়নি।
ক্রাইস্টচার্চে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে নিউজিল্যান্ডের পেসার জাকারি ফুকসকে মিড অনে ঠেলে রান নিতে যান খুশদিল। ফুকসের বাঁ কাঁধে ধাক্কা দিয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগও তাই আনা হয়েছে খুশদিলের বিরুদ্ধে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শক কারও সঙ্গে ধাক্কাধাক্কি করলে দেওয়া হবে শাস্তি।
২৪ মাসের মধ্যে চার বা বেশি ডিমেরিট পয়েন্ট যোগ হলে সেটা দুই নিষেধাজ্ঞা পয়েন্টে রূপান্তরিত হবে। দুই নিষেধাজ্ঞা পয়েন্ট পেলে এক ওয়ানডে, দুই ওয়ানডে অথবা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা হয়ে যাবে। ক্রাইস্টচার্চে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ৯১ রানের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল। ৩০ বলের ইনিংসে মারেন তিন ছক্কা। ডানেডিনে আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ২১, ২৩ ও ২৬ মার্চ অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা পাকিস্তানের হয়েছে বেশ বাজে। ৯২ রানের লক্ষ্য তাড়া করে ক্রাইস্টচার্চে গতকাল প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ড ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে। বাজে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কড়া শাস্তি পেলেন পাকিস্তানি এক ক্রিকেটার।
পাকিস্তানের খুশদিল শাহকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামের পাশে যুক্ত হয়েছে তিন ডিমেরিট পয়েন্ট। আচরণবিধির দুই নম্বর ধারা ভঙ্গ করায় খুশদিলকে এই শাস্তি দেওয়া হয়েছে আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। দুই মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি ও ওয়েন নাইটস অভিযোগ এনেছেন। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি দিয়েছেন। দোষ স্বীকার করায় আর শুনানির প্রয়োজন হয়নি।
ক্রাইস্টচার্চে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে নিউজিল্যান্ডের পেসার জাকারি ফুকসকে মিড অনে ঠেলে রান নিতে যান খুশদিল। ফুকসের বাঁ কাঁধে ধাক্কা দিয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগও তাই আনা হয়েছে খুশদিলের বিরুদ্ধে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শক কারও সঙ্গে ধাক্কাধাক্কি করলে দেওয়া হবে শাস্তি।
২৪ মাসের মধ্যে চার বা বেশি ডিমেরিট পয়েন্ট যোগ হলে সেটা দুই নিষেধাজ্ঞা পয়েন্টে রূপান্তরিত হবে। দুই নিষেধাজ্ঞা পয়েন্ট পেলে এক ওয়ানডে, দুই ওয়ানডে অথবা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা হয়ে যাবে। ক্রাইস্টচার্চে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ৯১ রানের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল। ৩০ বলের ইনিংসে মারেন তিন ছক্কা। ডানেডিনে আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ২১, ২৩ ও ২৬ মার্চ অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে