ক্রীড়া ডেস্ক

শেখ মেহেদী হাসানকে সামলাতে আজ রীতিমতো হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উড়িয়ে মারবেন নাকি রক্ষণাত্মক খেলবেন-উইন্ডিজের ব্যাটাররা দ্বিধায় ভুগেছেন। মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই ক্যারিবীয় দ্বীপে মেহেদী। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই রংপুর রাইডার্সের শিরোপা জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৬.৪৩ ইকোনমিতে টুর্নামেন্টে নিয়েছেন ৮ উইকেট। তখনই বুঝতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের মাঠ স্পিনারদের জন্য কতটা সহায়ক। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার,রস্টন চেজ-ওয়েস্ট ইন্ডিজের এই চার ব্যাটারকে ফিরিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মেহেদী।
উইন্ডিজের বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ের পর মেহেদী উল্লেখ করেছেন গ্লোবাল সুপার লিগের কথা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩০ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন,‘সোজা বোলিংয়ের চেষ্টা করেছি এবং প্রক্রিয়ায় লেগে থাকতে চেয়েছি। এই উইকেটটা উপভোগ করেছি। এর আগে গ্লোবাল সুপার লিগ খেলেছি এবং সেটাই আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ দিয়ে প্রায় ১ বছর পর ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। ষষ্ঠ উইকেটে শামীমের সঙ্গে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন মেহেদী। এই জুটিতেই মূলত বাংলাদেশ ১৪০ পেরোতে পেরেছে। শামীমকে নিয়ে মেহেদী বলেন,‘শামীম দারুণ খেলেছে। আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। শামীমের সঙ্গে জুটি গড়তে সাধ্যমত চেষ্টা করেছি।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন সৌম্য সরকার। ৩২ বলে মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন শামীম ও জাকের আলী অনিক। মেহেদী ২৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দুই চার ও এক ছক্কা মেরেছেন। এরপর ১৪৮ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

শেখ মেহেদী হাসানকে সামলাতে আজ রীতিমতো হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উড়িয়ে মারবেন নাকি রক্ষণাত্মক খেলবেন-উইন্ডিজের ব্যাটাররা দ্বিধায় ভুগেছেন। মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই ক্যারিবীয় দ্বীপে মেহেদী। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই রংপুর রাইডার্সের শিরোপা জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৬.৪৩ ইকোনমিতে টুর্নামেন্টে নিয়েছেন ৮ উইকেট। তখনই বুঝতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের মাঠ স্পিনারদের জন্য কতটা সহায়ক। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার,রস্টন চেজ-ওয়েস্ট ইন্ডিজের এই চার ব্যাটারকে ফিরিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মেহেদী।
উইন্ডিজের বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ের পর মেহেদী উল্লেখ করেছেন গ্লোবাল সুপার লিগের কথা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩০ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন,‘সোজা বোলিংয়ের চেষ্টা করেছি এবং প্রক্রিয়ায় লেগে থাকতে চেয়েছি। এই উইকেটটা উপভোগ করেছি। এর আগে গ্লোবাল সুপার লিগ খেলেছি এবং সেটাই আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ দিয়ে প্রায় ১ বছর পর ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। ষষ্ঠ উইকেটে শামীমের সঙ্গে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন মেহেদী। এই জুটিতেই মূলত বাংলাদেশ ১৪০ পেরোতে পেরেছে। শামীমকে নিয়ে মেহেদী বলেন,‘শামীম দারুণ খেলেছে। আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। শামীমের সঙ্গে জুটি গড়তে সাধ্যমত চেষ্টা করেছি।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন সৌম্য সরকার। ৩২ বলে মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন শামীম ও জাকের আলী অনিক। মেহেদী ২৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দুই চার ও এক ছক্কা মেরেছেন। এরপর ১৪৮ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৩ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪ ঘণ্টা আগে