ক্রীড়া ডেস্ক

শেখ মেহেদী হাসানকে সামলাতে আজ রীতিমতো হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উড়িয়ে মারবেন নাকি রক্ষণাত্মক খেলবেন-উইন্ডিজের ব্যাটাররা দ্বিধায় ভুগেছেন। মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই ক্যারিবীয় দ্বীপে মেহেদী। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই রংপুর রাইডার্সের শিরোপা জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৬.৪৩ ইকোনমিতে টুর্নামেন্টে নিয়েছেন ৮ উইকেট। তখনই বুঝতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের মাঠ স্পিনারদের জন্য কতটা সহায়ক। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার,রস্টন চেজ-ওয়েস্ট ইন্ডিজের এই চার ব্যাটারকে ফিরিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মেহেদী।
উইন্ডিজের বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ের পর মেহেদী উল্লেখ করেছেন গ্লোবাল সুপার লিগের কথা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩০ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন,‘সোজা বোলিংয়ের চেষ্টা করেছি এবং প্রক্রিয়ায় লেগে থাকতে চেয়েছি। এই উইকেটটা উপভোগ করেছি। এর আগে গ্লোবাল সুপার লিগ খেলেছি এবং সেটাই আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ দিয়ে প্রায় ১ বছর পর ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। ষষ্ঠ উইকেটে শামীমের সঙ্গে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন মেহেদী। এই জুটিতেই মূলত বাংলাদেশ ১৪০ পেরোতে পেরেছে। শামীমকে নিয়ে মেহেদী বলেন,‘শামীম দারুণ খেলেছে। আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। শামীমের সঙ্গে জুটি গড়তে সাধ্যমত চেষ্টা করেছি।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন সৌম্য সরকার। ৩২ বলে মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন শামীম ও জাকের আলী অনিক। মেহেদী ২৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দুই চার ও এক ছক্কা মেরেছেন। এরপর ১৪৮ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

শেখ মেহেদী হাসানকে সামলাতে আজ রীতিমতো হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উড়িয়ে মারবেন নাকি রক্ষণাত্মক খেলবেন-উইন্ডিজের ব্যাটাররা দ্বিধায় ভুগেছেন। মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পেয়েছে ৭ রানের রুদ্ধশ্বাস জয়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই ক্যারিবীয় দ্বীপে মেহেদী। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরেই রংপুর রাইডার্সের শিরোপা জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৬.৪৩ ইকোনমিতে টুর্নামেন্টে নিয়েছেন ৮ উইকেট। তখনই বুঝতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের মাঠ স্পিনারদের জন্য কতটা সহায়ক। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৪ উইকেট। নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার,রস্টন চেজ-ওয়েস্ট ইন্ডিজের এই চার ব্যাটারকে ফিরিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মেহেদী।
উইন্ডিজের বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ের পর মেহেদী উল্লেখ করেছেন গ্লোবাল সুপার লিগের কথা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩০ বছর বয়সী বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন,‘সোজা বোলিংয়ের চেষ্টা করেছি এবং প্রক্রিয়ায় লেগে থাকতে চেয়েছি। এই উইকেটটা উপভোগ করেছি। এর আগে গ্লোবাল সুপার লিগ খেলেছি এবং সেটাই আমাকে আত্মবিশ্বাসী করেছে।’
সেন্ট ভিনসেন্টে আজকের ম্যাচ দিয়ে প্রায় ১ বছর পর ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। ষষ্ঠ উইকেটে শামীমের সঙ্গে ২৯ বলে ৪৯ রানের জুটি গড়তে অবদান রাখেন মেহেদী। এই জুটিতেই মূলত বাংলাদেশ ১৪০ পেরোতে পেরেছে। শামীমকে নিয়ে মেহেদী বলেন,‘শামীম দারুণ খেলেছে। আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। শামীমের সঙ্গে জুটি গড়তে সাধ্যমত চেষ্টা করেছি।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন সৌম্য সরকার। ৩২ বলে মেরেছেন ২ চার ও ৩ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন শামীম ও জাকের আলী অনিক। মেহেদী ২৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। দুই চার ও এক ছক্কা মেরেছেন। এরপর ১৪৮ রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২৭ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৩ ঘণ্টা আগে