Ajker Patrika

ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ

ক্রীড়া ডেস্ক    
ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মুখ খুললেন স্মিথ
ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে কথা বলেছেন স্টিভেন স্মিথ। ছবি: এএফপি

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে। ফাইনালও তারা সেখানে খেলবে। এক রকম নিজেদের ডেরাই বানিয়ে ফেলল।

বিপরীতে অন্য দলগুলো পাকিস্তান থেকে দুবাই গিয়ে খেলতে হচ্ছে। শুধু পাকিস্তানেও যারা খেলেছে—করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে অদল-বদল করে খেলতে হচ্ছে। ভারত ছাড়া সব দলকেই ভিন্ন কন্ডিশন, ভিন্ন প্র্যাকটিস গ্রাউন্ড, টিম হোটেল, ভ্রমণ ঝক্কি পোহাতে হয়েছে। তবে ভারতীয় দলের এসব কিছুরই মুখোমুখি হতে হয়নি। একই জায়গায় অবস্থান তাদের।

তাই তো নাসের হুসেন, মাইকেল আথারটন, ভিভ রিচার্ডসরা বলেছেন, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ফন ডার ডুসেনও বলেছেন কয়েক দিন আগে, ‘(ভারতকে সুবিধা দেওয়া হয়েছে) এটা বুঝতে রকেট সায়েন্স হওয়ার দরকার নেই। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের কাছেই প্রশ্ন—একই ভেন্যুতে খেলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। স্মিথ অবশ্য এই ব্যাপারে আপত্তি জানাননি। ভারতকে যোগ্য দল হিসেবেই ফাইনাল উঠেছে বললেন স্মিথ, ‘দেখুন, আমি এসব কথায় বিশ্বাস করি না। ঘটনা যা হওয়ার তাই হয়েছে। ভারত এখানে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। এই পিচ তাদের খেলার ধরনের সঙ্গে যায়, কারণ তাদের দলে থাকা স্পিনার ও পেসাররা এমন কন্ডিশনের জন্য উপযুক্ত। তারা ভালো খেলেছে, আমাদের হারিয়েছে এবং যোগ্য দল হিসেবেই জিতেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত