ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
বিশ্বসেরা ফুটবলার শব্দটাও তো মেসির কাছে নতুন কিছু নয়। নিজের পারফরম্যান্সেই আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের তালিকায়। এবার তাঁকে বিশ্বসেরার তকমা দিয়েছেন তাঁরই স্বদেশি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। গতকাল নিজের ১৮তম জন্মদিনের দিন মাস্তানতুয়োনোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাঁকে (মাস্তানতুয়োনো) পরিচয় করানোর পর ৩০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়। মাস্তানতুয়োনো এরপর কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। বিশ্বের সেরা ফুটবলারদের প্রসঙ্গ এলে ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমার মতে সে মেসি। আমি একজন আর্জেন্টাইন। আমার মতে মেসিই সেরা।’
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে ৩০ নম্বর জার্সি পরে খেলতেন মাস্তানতুয়োনো। তাঁকে এ বছরের জুনে রিভার প্লেট থেকে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। সাবেক ক্লাবে ৩০ নম্বর জার্সি পরে খেলতেন বলে রিয়ালেও একই জার্সি বেছে নিয়েছেন তিনি। ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘৩০ নম্বর জার্সি পরা সম্ভব কিনা, জানতে চেয়েছিলাম সভাপতির কাছে। রিভার প্লেটে থাকার সময় পরেছি এই জার্সি। সভাপতি এই জার্সি পরার অনুমতি দিয়েছেন।’
জুনে মাস্তানতুয়োনোকে রিয়াল মাদ্রিদ কিনলেও তখন ১৮ বছর পূর্ণ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ পরিচয় করায়নি। গতকাল তাঁর ১৮ বছর পূর্ণ হওয়ায় রিয়াল পরিচয় করিয়ে দিয়েছে। ২০৩১ পর্যন্ত যে চুক্তি হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে সেরেছে লস ব্লাঙ্কোসরা। চুক্তিপত্রে সই করার আগে মাস্তানতুয়োনোর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছিল।
২০২৪ সালে রিভার প্লেটের জার্সিতে খেলা শুরু করেছিলেন মাস্তানতুয়োনো। এক বছরে আর্জেন্টাইন ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলিয়ে খেলেছিলেন ৬৪ ম্যাচ। ১০ গোলের পাশাপাশি ৭ গোলে অ্যাসিস্ট করেছিলেন। রিয়ালে নিজের প্রথম মৌসুমে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাদের সঙ্গে খেলতে হবে মাস্তানতুয়োনোকে। ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু করবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৯ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে রিয়াল-ওসাসুনা ম্যাচ।

লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
বিশ্বসেরা ফুটবলার শব্দটাও তো মেসির কাছে নতুন কিছু নয়। নিজের পারফরম্যান্সেই আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের তালিকায়। এবার তাঁকে বিশ্বসেরার তকমা দিয়েছেন তাঁরই স্বদেশি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। গতকাল নিজের ১৮তম জন্মদিনের দিন মাস্তানতুয়োনোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাঁকে (মাস্তানতুয়োনো) পরিচয় করানোর পর ৩০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়। মাস্তানতুয়োনো এরপর কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। বিশ্বের সেরা ফুটবলারদের প্রসঙ্গ এলে ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমার মতে সে মেসি। আমি একজন আর্জেন্টাইন। আমার মতে মেসিই সেরা।’
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে ৩০ নম্বর জার্সি পরে খেলতেন মাস্তানতুয়োনো। তাঁকে এ বছরের জুনে রিভার প্লেট থেকে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। সাবেক ক্লাবে ৩০ নম্বর জার্সি পরে খেলতেন বলে রিয়ালেও একই জার্সি বেছে নিয়েছেন তিনি। ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘৩০ নম্বর জার্সি পরা সম্ভব কিনা, জানতে চেয়েছিলাম সভাপতির কাছে। রিভার প্লেটে থাকার সময় পরেছি এই জার্সি। সভাপতি এই জার্সি পরার অনুমতি দিয়েছেন।’
জুনে মাস্তানতুয়োনোকে রিয়াল মাদ্রিদ কিনলেও তখন ১৮ বছর পূর্ণ না হওয়ায় আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ পরিচয় করায়নি। গতকাল তাঁর ১৮ বছর পূর্ণ হওয়ায় রিয়াল পরিচয় করিয়ে দিয়েছে। ২০৩১ পর্যন্ত যে চুক্তি হয়েছে, সেটা আনুষ্ঠানিকভাবে সেরেছে লস ব্লাঙ্কোসরা। চুক্তিপত্রে সই করার আগে মাস্তানতুয়োনোর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছিল।
২০২৪ সালে রিভার প্লেটের জার্সিতে খেলা শুরু করেছিলেন মাস্তানতুয়োনো। এক বছরে আর্জেন্টাইন ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলিয়ে খেলেছিলেন ৬৪ ম্যাচ। ১০ গোলের পাশাপাশি ৭ গোলে অ্যাসিস্ট করেছিলেন। রিয়ালে নিজের প্রথম মৌসুমে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাদের সঙ্গে খেলতে হবে মাস্তানতুয়োনোকে। ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু করবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৯ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে রিয়াল-ওসাসুনা ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে