ক্রীড়া ডেস্ক

বার্বাডোজ টেস্টে আলোচনা হচ্ছে আম্পায়ারিং বিতর্ক নিয়ে। একাধিক রিভিউের সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে যাওয়ায় ক্ষুব্ধ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক নিয়ে সন্দেহ হচ্ছে কোচ ড্যারেন স্যামির।
সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা খুঁজতে দ্বিতীয় দিনের খেলা শেষে স্যামি দেখা করেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে। প্যাট কামিন্সের বলে অধিনায়ক রোস্টন চেজের এলবিডব্লিউ ও বিউ ওয়েবস্টারের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন শাই হোপ। দুটো আউট জন্ম দেয় বিতর্কের। ওয়েস্ট ইন্ডিজের দাবি, বল চেজের পায়ে লাগার আগে ব্যাটে লেগেছিল। আর ক্যারির ক্যাচ বৈধ ছিল কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন।
দিনের শেষে ক্ষোভ ঝেড়ে গতকাল স্যামি বলেন, ‘আমরা শুধু প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করছি। সিদ্ধান্তগুলো ধারাবাহিক হোক এটাই আমাদের চাওয়া। যখন কোনো কিছুতে সন্দেহ থাকে, তখন সেটি যেন সবার ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য হয়। এই নির্দিষ্ট আম্পায়ারের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি বিষয়টি শুরু হয়েছে ইংল্যান্ড সফর থেকে। এটি হতাশার। আমি শুধু চাই, সিদ্ধান্তগুলো যেন ধারাবাহিকভাবে নেওয়া হয়।’
সন্দেহটা কি হোল্ডস্টোককে নিয়ে? স্যামির উত্তর, ‘হ্যাঁ, আপনি এমন কোনো অবস্থায় পড়তে চান না যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ারকে নিয়ে সন্দেহ জাগে। এই দলের বিরুদ্ধে কোনো কিছু (ক্ষোভ) আছে কি না তা নিয়ে প্রশ্ন জাগে যখন একের পর এক সিদ্ধান্ত বিপক্ষে যায়। আমি জানি তিনি এই সিরিজের জন্য এখানে আছেন। কোনো টেস্ট ম্যাচে এমন সন্দেহ নিয়ে এগোতে চাই না।’
স্যামি আরও বলেন, ‘তাই আমি সিদ্ধান্তের প্রক্রিয়াটি নিয়ে একটি স্পষ্ট আলোচনা চাই, যেন আমরা সবাই বিষয়টি বুঝতে পারি। কারণ, দিনের শেষে আমরা চাই মাঠে নেমে আম্পায়ারদের ওপর বিশ্বাস রাখতে। আমাদের দলের উদ্দেশ্য সেটাই। তাই আমরা সিদ্ধান্তের স্বচ্ছতা চাই।’
অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্কের কাছেও প্রশ্ন করা হয়ে বিতর্কিত আউট নিয়ে। তিনি বলেন, ‘আমরা শুধু প্রশ্ন করতে পারি। সে কারণেই প্রযুক্তি আছে। তাই প্রশ্নটা সেদিকে করতে হবে খেলোয়াড়দের নয়।’
দ্বিতীয় দিন শেষে বার্বাডোজে ৮২ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ৯২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা।

বার্বাডোজ টেস্টে আলোচনা হচ্ছে আম্পায়ারিং বিতর্ক নিয়ে। একাধিক রিভিউের সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে যাওয়ায় ক্ষুব্ধ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক নিয়ে সন্দেহ হচ্ছে কোচ ড্যারেন স্যামির।
সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা খুঁজতে দ্বিতীয় দিনের খেলা শেষে স্যামি দেখা করেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে। প্যাট কামিন্সের বলে অধিনায়ক রোস্টন চেজের এলবিডব্লিউ ও বিউ ওয়েবস্টারের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন শাই হোপ। দুটো আউট জন্ম দেয় বিতর্কের। ওয়েস্ট ইন্ডিজের দাবি, বল চেজের পায়ে লাগার আগে ব্যাটে লেগেছিল। আর ক্যারির ক্যাচ বৈধ ছিল কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন।
দিনের শেষে ক্ষোভ ঝেড়ে গতকাল স্যামি বলেন, ‘আমরা শুধু প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করছি। সিদ্ধান্তগুলো ধারাবাহিক হোক এটাই আমাদের চাওয়া। যখন কোনো কিছুতে সন্দেহ থাকে, তখন সেটি যেন সবার ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য হয়। এই নির্দিষ্ট আম্পায়ারের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি বিষয়টি শুরু হয়েছে ইংল্যান্ড সফর থেকে। এটি হতাশার। আমি শুধু চাই, সিদ্ধান্তগুলো যেন ধারাবাহিকভাবে নেওয়া হয়।’
সন্দেহটা কি হোল্ডস্টোককে নিয়ে? স্যামির উত্তর, ‘হ্যাঁ, আপনি এমন কোনো অবস্থায় পড়তে চান না যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ারকে নিয়ে সন্দেহ জাগে। এই দলের বিরুদ্ধে কোনো কিছু (ক্ষোভ) আছে কি না তা নিয়ে প্রশ্ন জাগে যখন একের পর এক সিদ্ধান্ত বিপক্ষে যায়। আমি জানি তিনি এই সিরিজের জন্য এখানে আছেন। কোনো টেস্ট ম্যাচে এমন সন্দেহ নিয়ে এগোতে চাই না।’
স্যামি আরও বলেন, ‘তাই আমি সিদ্ধান্তের প্রক্রিয়াটি নিয়ে একটি স্পষ্ট আলোচনা চাই, যেন আমরা সবাই বিষয়টি বুঝতে পারি। কারণ, দিনের শেষে আমরা চাই মাঠে নেমে আম্পায়ারদের ওপর বিশ্বাস রাখতে। আমাদের দলের উদ্দেশ্য সেটাই। তাই আমরা সিদ্ধান্তের স্বচ্ছতা চাই।’
অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্কের কাছেও প্রশ্ন করা হয়ে বিতর্কিত আউট নিয়ে। তিনি বলেন, ‘আমরা শুধু প্রশ্ন করতে পারি। সে কারণেই প্রযুক্তি আছে। তাই প্রশ্নটা সেদিকে করতে হবে খেলোয়াড়দের নয়।’
দ্বিতীয় দিন শেষে বার্বাডোজে ৮২ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ৯২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৯ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১০ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১১ ঘণ্টা আগে