ক্রীড়া ডেস্ক

রাজনৈতিক বৈরিতায় ২০১৩ সালের পর হচ্ছে না ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপও এখন হয় হাইব্রিড মডেলে। সবশেষ এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে যতটা না ছিল মাঠের খেলা, তারচেয়ে বেশি কাদা ছোড়াছুড়ি হয়েছে। পুরোনো সেই ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে এবার তোপের মুখে পড়েছেন শাহিন শাহ আফ্রিদি।
সংযুক্ত আরব আমিরাতে গত বছরের সেপ্টেম্বরে তিনবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। গ্রুপ ফোর, সুপার ফোর, ফাইনাল—তিনবারই দেখা গেছে একই দৃশ্য। টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা করমর্দন করেননি। এমনকি মাঠ থেকে বের হওয়ার সময়ও কেউ কারও সঙ্গে কথা বলেননি। এশিয়া কাপ ইস্যুতে কদিন আগে এক সংবাদ সম্মেলনে শাহিন বলেছিলেন, ‘সীমানার ওপারের লোকেরা স্পোর্টসম্যানশিপ লঙ্ঘন করছে। আমাদের কাজ শুধু ক্রিকেট খেলে যাওয়া। সেদিকেই মনোযোগ দিচ্ছি। মাঠে এর জবাব দিতে প্রস্তুত।’
আফ্রিদির এই মন্তব্য ছড়িয়ে পড়লে ভক্ত-সমর্থকেরা তাঁকে নিয়ে বিদ্রূপ করা শুরু করেন। সামাজিক মাধ্যমে কেউ একজন লিখেছেন, ‘খালি কলসি বাজে বেশি।’ অন্য একজন লিখেছেন, ‘তুমি কি মন্তব্যের রিপ্লাই দেওয়ার মতো ফিট অবস্থায় রয়েছ?’ তাঁকে নিয়ে এই মন্তব্যের কারণ যে তাঁর চোট, সেটা না বললেও চলছে। হাঁটুর চোটে পড়ায় বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে চার ম্যাচ খেলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। বর্তমানে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলছে। অনেকে আবার পাকিস্তানের বাঁহাতি পেসারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত বছরের এপ্রিলে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে মূলত ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়েছে। দুই দেশ সামরিক সংঘাতেও জড়িয়েছিল। এমনকি গত বছরের ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল শেষে ভারত শিরোপা ছাড়া উদ্যাপন করেছিল। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় সূর্যকুমার-অভিষেক শর্মারা শিরোপা নিতে চাননি।
২০২৪ সালের ডিসেম্বরে বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হাইব্রিড মডেলের’ সমঝোতা চুক্তি হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তাই আয়োজক পাকিস্তান হলেও ভারতীয় ক্রিকেট দল খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। একইভাবে নারী ওয়ানডে বিশ্বকাপ ভারতে হলেও পাকিস্তান খেলেছে শ্রীলঙ্কায়। ভারত-শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় হাইব্রিড মডেলের দরকার নেই। এবার পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে লঙ্কায়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান এখন ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে।

রাজনৈতিক বৈরিতায় ২০১৩ সালের পর হচ্ছে না ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। আইসিসি ইভেন্ট, এশিয়া কাপও এখন হয় হাইব্রিড মডেলে। সবশেষ এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে যতটা না ছিল মাঠের খেলা, তারচেয়ে বেশি কাদা ছোড়াছুড়ি হয়েছে। পুরোনো সেই ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে এবার তোপের মুখে পড়েছেন শাহিন শাহ আফ্রিদি।
সংযুক্ত আরব আমিরাতে গত বছরের সেপ্টেম্বরে তিনবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। গ্রুপ ফোর, সুপার ফোর, ফাইনাল—তিনবারই দেখা গেছে একই দৃশ্য। টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা করমর্দন করেননি। এমনকি মাঠ থেকে বের হওয়ার সময়ও কেউ কারও সঙ্গে কথা বলেননি। এশিয়া কাপ ইস্যুতে কদিন আগে এক সংবাদ সম্মেলনে শাহিন বলেছিলেন, ‘সীমানার ওপারের লোকেরা স্পোর্টসম্যানশিপ লঙ্ঘন করছে। আমাদের কাজ শুধু ক্রিকেট খেলে যাওয়া। সেদিকেই মনোযোগ দিচ্ছি। মাঠে এর জবাব দিতে প্রস্তুত।’
আফ্রিদির এই মন্তব্য ছড়িয়ে পড়লে ভক্ত-সমর্থকেরা তাঁকে নিয়ে বিদ্রূপ করা শুরু করেন। সামাজিক মাধ্যমে কেউ একজন লিখেছেন, ‘খালি কলসি বাজে বেশি।’ অন্য একজন লিখেছেন, ‘তুমি কি মন্তব্যের রিপ্লাই দেওয়ার মতো ফিট অবস্থায় রয়েছ?’ তাঁকে নিয়ে এই মন্তব্যের কারণ যে তাঁর চোট, সেটা না বললেও চলছে। হাঁটুর চোটে পড়ায় বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে চার ম্যাচ খেলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। বর্তমানে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলছে। অনেকে আবার পাকিস্তানের বাঁহাতি পেসারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত বছরের এপ্রিলে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে মূলত ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়েছে। দুই দেশ সামরিক সংঘাতেও জড়িয়েছিল। এমনকি গত বছরের ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল শেষে ভারত শিরোপা ছাড়া উদ্যাপন করেছিল। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় সূর্যকুমার-অভিষেক শর্মারা শিরোপা নিতে চাননি।
২০২৪ সালের ডিসেম্বরে বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হাইব্রিড মডেলের’ সমঝোতা চুক্তি হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তাই আয়োজক পাকিস্তান হলেও ভারতীয় ক্রিকেট দল খেলেছে সংযুক্ত আরব আমিরাতে। একইভাবে নারী ওয়ানডে বিশ্বকাপ ভারতে হলেও পাকিস্তান খেলেছে শ্রীলঙ্কায়। ভারত-শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ায় হাইব্রিড মডেলের দরকার নেই। এবার পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে লঙ্কায়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান এখন ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৭ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৮ ঘণ্টা আগে