ক্রীড়া ডেস্ক

সাদা বলে নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব আগেই ছেড়েছেন গ্যারি স্টিড। টেস্টেও কোচ হিসেবে থাকবেন না, সেটা নিয়ে দোলাচলে ছিলেন তিনি। অবশেষে ক্রিকেটের রাজকীয় সংস্করণেও কিউইদের ডাগআউটে আর তাঁকে দেখা যাবে না।
চলতি বছরের জুন মাসের শেষে চুক্তির মেয়াদ পূর্ণ করে টেস্টে কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন স্টিড। নিউজিল্যান্ড ক্রিকেটের সফলতম কোচের এই সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) গতকাল রাতে এক বিবৃতিতে জানিয়েছে। তিন সংস্করণের জন্য একজন কোচ এনজেডসি নিয়োগ দিতে চায় বলে জানা গেছে। নিউজিল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে স্টিডের সাত বছরের সম্পর্ক তাহলে শেষ হচ্ছে এ মাসের শেষে। বিদায় ঘোষণার সময় কিউইদের সফলতম এই কোচ বলেন, ‘অনেক অসাধারণ স্মৃতি তৈরি হয়েছে গত সাত বছরে। এক ঝাঁক অসাধারণ ও প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করে এই স্মৃতিগুলো জমা হয়েছে। দেশের জন্য, একে অপরের জন্য এবং ভক্তদের জন্য এই মানুষেরা সব সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’
২০১৮ সালে মাইক হেসন নিউজিল্যান্ডের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন। হেসনের জায়গায় তখনই বসেছিলেন স্টিড। কোচ হওয়ার পর স্টিডের অধীনে সাত বছরে মনে রাখার মতো অনেক সাফল্য পেয়েছে কিউইরা। ২০২১ সালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। এটা আইসিসি ইভেন্টে কিউইদের দ্বিতীয় শিরোপা। এছাড়া তাঁর অধীনে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—সাদা বলের ক্রিকেটে আইসিসির এই তিন ইভেন্টের ফাইনাল খেলে নিউজিল্যান্ড। আর গত বছরের অক্টোবরে ভারতের মাঠে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ কিউইরা জিতেছে স্টিডের অধীনে।
স্টিডের অধীনে নিউজিল্যান্ড আইসিসি ইভেন্টে বারবার রানার্সআপ হলেও ক্রিকেটের রাজকীয় সংস্করণের শিরোপাটা তো জেতে। কিউইরা এক সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছিল তিনি দায়িত্বে থাকা অবস্থায়। নিজেকে মূল্যায়ন করতে গিয়ে স্টিড বলেন, ‘তিনটি সংস্করণেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলাটা দারুণ এক ব্যাপার ছিল। ফলাফল যেমনই হোক, প্রতিপক্ষ এটুকু তো বুঝতে পেরেছিল নিউজিল্যান্ড হারার আগে হারে না।’
পাকিস্তানের বিপক্ষে এ বছরের মার্চ-এপ্রিলে হওয়া সাদা বলের সিরিজটা দারুণ খেলেছিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ মিলিয়ে আট ম্যাচের সাতটিতেই জিতেছিল কিউইরা। দুর্দান্ত এক সিরিজের পর সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ থেকে পদত্যাগ করেছিলেন স্টিড। আর স্টিড যে হেসনকে হটিয়ে ২০১৮ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন, সেই হেসনের ঠিকানা বদলে গেছে কদিন আগে। দুই বছরের চুক্তিতে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ হয়েছেন হেসন।

সাদা বলে নিউজিল্যান্ডের কোচের দায়িত্ব আগেই ছেড়েছেন গ্যারি স্টিড। টেস্টেও কোচ হিসেবে থাকবেন না, সেটা নিয়ে দোলাচলে ছিলেন তিনি। অবশেষে ক্রিকেটের রাজকীয় সংস্করণেও কিউইদের ডাগআউটে আর তাঁকে দেখা যাবে না।
চলতি বছরের জুন মাসের শেষে চুক্তির মেয়াদ পূর্ণ করে টেস্টে কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন স্টিড। নিউজিল্যান্ড ক্রিকেটের সফলতম কোচের এই সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) গতকাল রাতে এক বিবৃতিতে জানিয়েছে। তিন সংস্করণের জন্য একজন কোচ এনজেডসি নিয়োগ দিতে চায় বলে জানা গেছে। নিউজিল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে স্টিডের সাত বছরের সম্পর্ক তাহলে শেষ হচ্ছে এ মাসের শেষে। বিদায় ঘোষণার সময় কিউইদের সফলতম এই কোচ বলেন, ‘অনেক অসাধারণ স্মৃতি তৈরি হয়েছে গত সাত বছরে। এক ঝাঁক অসাধারণ ও প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করে এই স্মৃতিগুলো জমা হয়েছে। দেশের জন্য, একে অপরের জন্য এবং ভক্তদের জন্য এই মানুষেরা সব সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’
২০১৮ সালে মাইক হেসন নিউজিল্যান্ডের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন। হেসনের জায়গায় তখনই বসেছিলেন স্টিড। কোচ হওয়ার পর স্টিডের অধীনে সাত বছরে মনে রাখার মতো অনেক সাফল্য পেয়েছে কিউইরা। ২০২১ সালে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। এটা আইসিসি ইভেন্টে কিউইদের দ্বিতীয় শিরোপা। এছাড়া তাঁর অধীনে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—সাদা বলের ক্রিকেটে আইসিসির এই তিন ইভেন্টের ফাইনাল খেলে নিউজিল্যান্ড। আর গত বছরের অক্টোবরে ভারতের মাঠে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ কিউইরা জিতেছে স্টিডের অধীনে।
স্টিডের অধীনে নিউজিল্যান্ড আইসিসি ইভেন্টে বারবার রানার্সআপ হলেও ক্রিকেটের রাজকীয় সংস্করণের শিরোপাটা তো জেতে। কিউইরা এক সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছিল তিনি দায়িত্বে থাকা অবস্থায়। নিজেকে মূল্যায়ন করতে গিয়ে স্টিড বলেন, ‘তিনটি সংস্করণেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলাটা দারুণ এক ব্যাপার ছিল। ফলাফল যেমনই হোক, প্রতিপক্ষ এটুকু তো বুঝতে পেরেছিল নিউজিল্যান্ড হারার আগে হারে না।’
পাকিস্তানের বিপক্ষে এ বছরের মার্চ-এপ্রিলে হওয়া সাদা বলের সিরিজটা দারুণ খেলেছিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ মিলিয়ে আট ম্যাচের সাতটিতেই জিতেছিল কিউইরা। দুর্দান্ত এক সিরিজের পর সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ থেকে পদত্যাগ করেছিলেন স্টিড। আর স্টিড যে হেসনকে হটিয়ে ২০১৮ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন, সেই হেসনের ঠিকানা বদলে গেছে কদিন আগে। দুই বছরের চুক্তিতে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ হয়েছেন হেসন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৬ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১০ ঘণ্টা আগে