ক্রীড়া ডেস্ক

এভাবেও ম্যাচ হারা যায়! ওপেনিং জুটিতে ১২১ রান তুলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। মাউন্ট মঙ্গানুইয়ে শেষ পর্যন্ত ম্যাচটা ৮ রানে হেরেছে সফরকারীরা। রোমাঞ্চকর ম্যাচে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। ড্যারিল মিচেল ও মিচেল ব্রেসওয়েলের ফিফটিতে ৮ উইকেটে ১৭২ রান তোলে কিউইরা। ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ১৬৪ রানে থেমেছে লঙ্কানদের ইনিংস।
লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার পাতুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের তাণ্ডবে সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল শ্রীলঙ্কা। ১২১ রান তোলেন জুটিতে। ১৩.৩ ওভারে জ্যাকব ডাফি ব্রেক-থ্রু এনে দেন নিউজিল্যান্ডকে। ৩৬ বলে ৪৬ রান করে ফেরেন কুশল। তখন জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৯ বলে ৫২ রান। হাতে ৯ ৯ উইকেট।
কিন্তু ডাফি ওই ওভারেই খেলার গতিপথ বদলে দেন। কুশলের পর শূন্য রানে ফেরান কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিসকে। একদিকে সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত। আরেক প্রান্তে ব্যাট চালিয়ে খেলেন নিসাঙ্কা। কিন্তু সেভাবে সঙ্গ পাননি কারও। দুই ওপেনারের পর শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
চরিত আসালাঙ্কা ৩, ভানুকা রাজাপাকসে ৮, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫ রানে আউট হলে, কার্যত তখনই ম্যাচ শেষ হাতছাড়া হয়ে যায় শ্রীলঙ্কার। কিছুটা আশা জাগিয়ে রাখেন নিসাঙ্কা। কিন্তু ১৯ তম ওভারে তাঁর নিশ্চিত ছক্কাটাই বাঁচিয়ে অসাধারণ ক্যাচ নেন টিম রবিনসন। ৬০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯০ রানে ফেরেন নিসাঙ্কা। শেষ দুই ওভারে জিততে দরকার ছিল ২০ রান। সেটি আর পারেনি শ্রীলঙ্কা। থেমে যায় ১৬৪ রানে। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন ম্যাচসেরা ডাফি। ম্যাট হেনরি ও জাকারি ফোয়াকস নিয়েছেন ২টি করে উইকেট।
তার আগে ব্যাটিংয়ে নেমে ৯.৫ ওভারে ৬৫ রান তুলতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। কিন্তু ষষ্ঠ উইকেটে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ জুটি গড়েন মিচেল ও ব্রেসওয়েল। দুজনে যোগ করেন ৬০ বলে ১০৫ রান। মিচেল ৪২ বলে ২ ছক্কা ও ৪টি চারে করেছেন ৬২ রান। ৩৩ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ব্রেসওয়েল। কিউইরা তোলে ৮ উইকেটে ১৭২ রান। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে হাসারাঙ্গা, বিনুরা ফার্নান্দো ও মহেশ তিকসানা ২টি করে উইকেট নিয়েছেন।

এভাবেও ম্যাচ হারা যায়! ওপেনিং জুটিতে ১২১ রান তুলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। মাউন্ট মঙ্গানুইয়ে শেষ পর্যন্ত ম্যাচটা ৮ রানে হেরেছে সফরকারীরা। রোমাঞ্চকর ম্যাচে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। ড্যারিল মিচেল ও মিচেল ব্রেসওয়েলের ফিফটিতে ৮ উইকেটে ১৭২ রান তোলে কিউইরা। ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ১৬৪ রানে থেমেছে লঙ্কানদের ইনিংস।
লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার পাতুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের তাণ্ডবে সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল শ্রীলঙ্কা। ১২১ রান তোলেন জুটিতে। ১৩.৩ ওভারে জ্যাকব ডাফি ব্রেক-থ্রু এনে দেন নিউজিল্যান্ডকে। ৩৬ বলে ৪৬ রান করে ফেরেন কুশল। তখন জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৯ বলে ৫২ রান। হাতে ৯ ৯ উইকেট।
কিন্তু ডাফি ওই ওভারেই খেলার গতিপথ বদলে দেন। কুশলের পর শূন্য রানে ফেরান কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিসকে। একদিকে সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত। আরেক প্রান্তে ব্যাট চালিয়ে খেলেন নিসাঙ্কা। কিন্তু সেভাবে সঙ্গ পাননি কারও। দুই ওপেনারের পর শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
চরিত আসালাঙ্কা ৩, ভানুকা রাজাপাকসে ৮, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫ রানে আউট হলে, কার্যত তখনই ম্যাচ শেষ হাতছাড়া হয়ে যায় শ্রীলঙ্কার। কিছুটা আশা জাগিয়ে রাখেন নিসাঙ্কা। কিন্তু ১৯ তম ওভারে তাঁর নিশ্চিত ছক্কাটাই বাঁচিয়ে অসাধারণ ক্যাচ নেন টিম রবিনসন। ৬০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯০ রানে ফেরেন নিসাঙ্কা। শেষ দুই ওভারে জিততে দরকার ছিল ২০ রান। সেটি আর পারেনি শ্রীলঙ্কা। থেমে যায় ১৬৪ রানে। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন ম্যাচসেরা ডাফি। ম্যাট হেনরি ও জাকারি ফোয়াকস নিয়েছেন ২টি করে উইকেট।
তার আগে ব্যাটিংয়ে নেমে ৯.৫ ওভারে ৬৫ রান তুলতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। কিন্তু ষষ্ঠ উইকেটে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ জুটি গড়েন মিচেল ও ব্রেসওয়েল। দুজনে যোগ করেন ৬০ বলে ১০৫ রান। মিচেল ৪২ বলে ২ ছক্কা ও ৪টি চারে করেছেন ৬২ রান। ৩৩ বলে ৪টি করে চার ও ছক্কায় ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ব্রেসওয়েল। কিউইরা তোলে ৮ উইকেটে ১৭২ রান। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে হাসারাঙ্গা, বিনুরা ফার্নান্দো ও মহেশ তিকসানা ২টি করে উইকেট নিয়েছেন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে