নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই দল এরই মধ্যে দল ঘোষণা করেছে। এমনকি শেষ মুহূর্তে দলে পরিবর্তনও এনেছে ডাচরা। নেদারল্যান্ডস দল এবার এসে পৌঁছেছে বাংলাদেশে।
বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বিমানবন্দরে নামার পর বিক্রমজিৎ সিংসহ বাংলাদেশ সিরিজের দলে থাকা ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। এরই মধ্যে ডাচরা সিলেটেও পৌঁছে গেছে। কারণ, বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শনিবার শুরু হবে সিরিজ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশে এল নেদারল্যান্ডস ক্রিকেট দল।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। যার মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে। এই আট ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচ। অপর তিন ম্যাচে জয় পেয়েছে ডাচরা। বাংলাদেশের পাঁচ জয়ের চারটিই টি-টোয়েন্টিতে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে হেরেছে বাংলাদেশ। তবে ২০২২ ও ২০২৪ এই দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে জুলাইয়ে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের এখন ব্যস্ত সময় কাটানোর কথা ছিল। সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই সিরিজ স্থগিত করেছে। বাংলাদেশ-ভারত সিরিজ হবে ২০২৬-এর সেপ্টেম্বরে।
৩০ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১ ও ৩ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সব ম্যাচই সিলেটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। ডাচ সিরিজ ও এশিয়া কাপের জন্য ২৩ আগস্ট লিটন দাসকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের পর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটনরা। এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচই বাংলাদেশ খেলবে আবুধাবিতে।

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই দল এরই মধ্যে দল ঘোষণা করেছে। এমনকি শেষ মুহূর্তে দলে পরিবর্তনও এনেছে ডাচরা। নেদারল্যান্ডস দল এবার এসে পৌঁছেছে বাংলাদেশে।
বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বিমানবন্দরে নামার পর বিক্রমজিৎ সিংসহ বাংলাদেশ সিরিজের দলে থাকা ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। এরই মধ্যে ডাচরা সিলেটেও পৌঁছে গেছে। কারণ, বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শনিবার শুরু হবে সিরিজ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশে এল নেদারল্যান্ডস ক্রিকেট দল।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। যার মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে। এই আট ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচ। অপর তিন ম্যাচে জয় পেয়েছে ডাচরা। বাংলাদেশের পাঁচ জয়ের চারটিই টি-টোয়েন্টিতে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে হেরেছে বাংলাদেশ। তবে ২০২২ ও ২০২৪ এই দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে জুলাইয়ে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের এখন ব্যস্ত সময় কাটানোর কথা ছিল। সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই সিরিজ স্থগিত করেছে। বাংলাদেশ-ভারত সিরিজ হবে ২০২৬-এর সেপ্টেম্বরে।
৩০ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১ ও ৩ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সব ম্যাচই সিলেটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। ডাচ সিরিজ ও এশিয়া কাপের জন্য ২৩ আগস্ট লিটন দাসকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের পর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটনরা। এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচই বাংলাদেশ খেলবে আবুধাবিতে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৬ ঘণ্টা আগে