ক্রীড়া ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দলের স্মৃতি অম্লমধুর হলেও সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগানিয়া। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ মরুর বুকে খেলতে গেছে এশিয়া কাপ। পেস বোলিং কোচ শন টেইটের মতে পাকিস্তান-শ্রীলঙ্কাকে হারানোই এশিয়া কাপে বাংলাদেশকে উজ্জীবিত করবে।
এ বছরের মে মাসে বাংলাদেশের পেস বোলিং নিযুক্ত হয়েছেন টেইট। তিনি আসার পর শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে লঙ্কাতেই। সেই সিরিজে শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেনের মতো স্পিনারদের পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমানরাও দারুণ বোলিং করেছিলেন। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ এরপর ঘরের মাঠে পাকিস্তান-নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখে। পাকিস্তান সিরিজে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৬, ৪ ও ৩ উইকেট। সিলেটে ডাচদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাসকিন।
আবুধাবিতে আজ আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে পরশু হংকংয়ের বিপক্ষে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শুরুর আগে গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশকে নিয়ে টেইট বলেন, ‘এই গ্রুপের সঙ্গে কাজ করে ভালো লাগছে। অনেক উন্নতি দেখতে পাচ্ছি এই দলে। বিশেষ করে নতুন বলে। পাকিস্তান সিরিজে আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে শ্রীলঙ্কা সিরিজের চেয়ে। এশিয়া কাপ শুরুর আগে অবশ্যই এটা ইতিবাচক দিক।’
এবারের এশিয়া কাপে তাসকিন-মোস্তাফিজদের সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব। হাসান মাহমুদ আছেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। এ ছাড়া কদিন আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ খেলেছিল পাঁচ পরিবর্তন নিয়ে। যাদের মধ্যে দুই পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদকে বাদ নিয়ে নেওয়া হয়েছিল সাইফউদ্দিন ও শরীফুলকে। সেই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সাইফউদ্দিন-শরীফুলের বোলিংয়ের সুযোগ হয়নি।
টেইটের মতে বাংলাদেশে পেস বোলারদের মধ্যে এখন প্রতিযোগিতা অনেক বেড়েছে। বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, ‘আমাদের পেস বোলিংয়ে গভীরতা অনেক ভালো। ইবাদত হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ টি-টোয়েন্টি বা ওয়ানডে দলে যেকোনো সময় চলে আসতে পারে। যখন প্রতিযোগিতা হবে, তখন আমরা খেলোয়াড় অদলবদল করে খেলাতে পারি।’
‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে সব ম্যাচই লিটনরা খেলবেন আবুধাবিতে। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দলের স্মৃতি অম্লমধুর হলেও সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগানিয়া। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ মরুর বুকে খেলতে গেছে এশিয়া কাপ। পেস বোলিং কোচ শন টেইটের মতে পাকিস্তান-শ্রীলঙ্কাকে হারানোই এশিয়া কাপে বাংলাদেশকে উজ্জীবিত করবে।
এ বছরের মে মাসে বাংলাদেশের পেস বোলিং নিযুক্ত হয়েছেন টেইট। তিনি আসার পর শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে লঙ্কাতেই। সেই সিরিজে শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেনের মতো স্পিনারদের পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমানরাও দারুণ বোলিং করেছিলেন। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ এরপর ঘরের মাঠে পাকিস্তান-নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখে। পাকিস্তান সিরিজে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৬, ৪ ও ৩ উইকেট। সিলেটে ডাচদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাসকিন।
আবুধাবিতে আজ আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে পরশু হংকংয়ের বিপক্ষে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শুরুর আগে গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশকে নিয়ে টেইট বলেন, ‘এই গ্রুপের সঙ্গে কাজ করে ভালো লাগছে। অনেক উন্নতি দেখতে পাচ্ছি এই দলে। বিশেষ করে নতুন বলে। পাকিস্তান সিরিজে আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে শ্রীলঙ্কা সিরিজের চেয়ে। এশিয়া কাপ শুরুর আগে অবশ্যই এটা ইতিবাচক দিক।’
এবারের এশিয়া কাপে তাসকিন-মোস্তাফিজদের সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব। হাসান মাহমুদ আছেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। এ ছাড়া কদিন আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ খেলেছিল পাঁচ পরিবর্তন নিয়ে। যাদের মধ্যে দুই পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদকে বাদ নিয়ে নেওয়া হয়েছিল সাইফউদ্দিন ও শরীফুলকে। সেই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সাইফউদ্দিন-শরীফুলের বোলিংয়ের সুযোগ হয়নি।
টেইটের মতে বাংলাদেশে পেস বোলারদের মধ্যে এখন প্রতিযোগিতা অনেক বেড়েছে। বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, ‘আমাদের পেস বোলিংয়ে গভীরতা অনেক ভালো। ইবাদত হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ টি-টোয়েন্টি বা ওয়ানডে দলে যেকোনো সময় চলে আসতে পারে। যখন প্রতিযোগিতা হবে, তখন আমরা খেলোয়াড় অদলবদল করে খেলাতে পারি।’
‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে সব ম্যাচই লিটনরা খেলবেন আবুধাবিতে। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
৩৬ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে