Ajker Patrika

পিকের ব্যাপারে কোনো কিছু না বলতে মাকে মানা করেছেন শাকিরা

আপডেট : ১৭ জুলাই ২০২২, ২০: ১৪
পিকের ব্যাপারে কোনো কিছু না বলতে মাকে মানা করেছেন শাকিরা

জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে ফের ঘুরে দাঁড়াতে চান শাকিরা। প্রাক্তনের জন্য শুভকামনা থাকলেও তাঁর সম্পর্কে কোনো কিছু শুনতে নারাজ কলম্বিয়ান পপসম্রাজ্ঞী। এমনকি নিজের মাকেও মানা করে দিয়েছেন, গণমাধ্যমের সামনে পিকের সঙ্গে তাঁর বিচ্ছেদের ব্যাপারে কোনো কিছু না বলতে। 

ইউরোপা প্রেসের সঙ্গে কথা বলার সময় শাকিরার মা নিদিয়া রিপল বেশ অনুরাগ প্রকাশ করেন পিকের প্রতি। মেয়ের সঙ্গী হিসেবে বার্সেলোনা ডিফেন্ডারকে এখনো পছন্দ তাঁর। এমনকি শাকিরা-পিকে ফের একই ছাদের তলে বসবাস শুরু করুক এমনটাই চান রিপল, ‘অবশ্যই, আমি চাই তারা একসঙ্গে থাকা শুরু করুক।’ 

তবে মেয়ের মিয়ামিতে চলে যাওয়ার গুঞ্জনের বিষয়ে কিছু জানেন না তিনি, ‘আমার কোনো ধারণা নেই, আমাদের এ ব্যাপারে কোনো কথা হয়নি।’ 

কিন্তু আগ বাড়িয়ে মায়ের এসব বলা পছন্দ হয়নি শাকিরার। ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত তারকা মাকে সাফ মানা করে দিয়েছেন মিডিয়ার সামনে কোনো কিছু না বলতে।

আর এদিকে গুঞ্জন, শাকিরা-পিকের মধ্যে এখন নিজেদের আর্থিক বিষয়াদি নিয়ে দ্বন্দ্ব চলছে। পপসম্রাজ্ঞীর বোনের সাবেক বয়ফ্রেন্ড রবার্তো গার্সিয়ার কথা ধরে সেই গুঞ্জনের ডালপালা মেলতেও শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত