নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুতেই সেঞ্চুরি করেছেন ইফতেখার হোসেন ইফতি। তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ২২ বছর বয়সী এই তরুণের সেঞ্চুরির দিনে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
মিরপুরে আবাহনী-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ মৌসুমের ডিপিএল। শান্ত খেলছেন আবাহনীর জার্সিতে। এই ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫১ বলে ২০ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। তাঁর ব্যর্থতার দিনে পুরো ৫০ ওভার ব্যাটিং করে আবাহনী ২৩৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬৫ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ তামিম একই সঙ্গে পক্ষ ও প্রতিপক্ষ হয়ে খেলছেন। তাঁর নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আবার গুলশানের সত্ত্বাধিকারীও তামিম। এই দলে খেলছেন ইফতি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান শুরুতেই চাপে পড়ে। ৬.২ ওভারে ২ উইকেটে ৩৪ রানে পরিণত হয় দলটি। গুলশানের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ওপেনিংয়ে নেমে ১১ বলে ৪ রান করেছেন। তিন নম্বরে নামা খালিদ হাসান করেন ৮ বলে ৮ রান।
বিপদে পড়া গুলশানের হাল ধরেন চার নম্বরে নামা ইফতি। তৃতীয় উইকেটে জাওয়াদ আবরারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইফতি। এরপর ইফতি চতুর্থ উইকেটে ১০০ ছুঁইছুঁই জুটি গড়তে অবদান রাখেন। উইকেটরক্ষক ব্যাটার হাবিবুর শেখ মুন্নার সঙ্গে ইফতির এই জুটিতে এসেছে ৯৪ রান। বিপর্যয় সামাল দেওয়া ইফতি সেঞ্চুরি করেন ১০৪ বলে। ২২ বছর বয়সী এই ব্যাটার সপ্তম ওভারে নেমে আউট হয়েছেন ৪৯তম ওভারে। ১১০ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০৮ রান করেন ইফতি। ৪৯তম ওভারের প্রথম বলে ইফতিকে ফিরিয়েছেন আবু হায়দার রনি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন তামিম ইকবাল। নির্ধারিত ৫০ ওভারে গুলশান করে ৮ উইকেটে ২৯৮ রান।

দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি। ৪৮.৪ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করে মোহাম্মদ আবদুল মাজিদ। ৭৩ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন এই ওপেনার। প্রাইম ব্যাংকের আরাফাত সানি ও নাহিদুল ইসলাম তিনটি করে উইকেট নিয়েছেন।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুতেই সেঞ্চুরি করেছেন ইফতেখার হোসেন ইফতি। তিন অঙ্ক ছুঁয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ২২ বছর বয়সী এই তরুণের সেঞ্চুরির দিনে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
মিরপুরে আবাহনী-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ মৌসুমের ডিপিএল। শান্ত খেলছেন আবাহনীর জার্সিতে। এই ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫১ বলে ২০ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। তাঁর ব্যর্থতার দিনে পুরো ৫০ ওভার ব্যাটিং করে আবাহনী ২৩৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬৫ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ তামিম একই সঙ্গে পক্ষ ও প্রতিপক্ষ হয়ে খেলছেন। তাঁর নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আবার গুলশানের সত্ত্বাধিকারীও তামিম। এই দলে খেলছেন ইফতি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান শুরুতেই চাপে পড়ে। ৬.২ ওভারে ২ উইকেটে ৩৪ রানে পরিণত হয় দলটি। গুলশানের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ওপেনিংয়ে নেমে ১১ বলে ৪ রান করেছেন। তিন নম্বরে নামা খালিদ হাসান করেন ৮ বলে ৮ রান।
বিপদে পড়া গুলশানের হাল ধরেন চার নম্বরে নামা ইফতি। তৃতীয় উইকেটে জাওয়াদ আবরারের সঙ্গে ৮৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইফতি। এরপর ইফতি চতুর্থ উইকেটে ১০০ ছুঁইছুঁই জুটি গড়তে অবদান রাখেন। উইকেটরক্ষক ব্যাটার হাবিবুর শেখ মুন্নার সঙ্গে ইফতির এই জুটিতে এসেছে ৯৪ রান। বিপর্যয় সামাল দেওয়া ইফতি সেঞ্চুরি করেন ১০৪ বলে। ২২ বছর বয়সী এই ব্যাটার সপ্তম ওভারে নেমে আউট হয়েছেন ৪৯তম ওভারে। ১১০ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০৮ রান করেন ইফতি। ৪৯তম ওভারের প্রথম বলে ইফতিকে ফিরিয়েছেন আবু হায়দার রনি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ ধরেন তামিম ইকবাল। নির্ধারিত ৫০ ওভারে গুলশান করে ৮ উইকেটে ২৯৮ রান।

দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ পুরো ৫০ ওভারও ব্যাটিং করতে পারেনি। ৪৮.৪ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করে মোহাম্মদ আবদুল মাজিদ। ৭৩ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন এই ওপেনার। প্রাইম ব্যাংকের আরাফাত সানি ও নাহিদুল ইসলাম তিনটি করে উইকেট নিয়েছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৩ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪ ঘণ্টা আগে