ক্রীড়া ডেস্ক

সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। তবে সান্ত্বনার জয় পায়নি পাকিস্তান ক্রিকেট দল। আর এই টি-টোয়েন্টি সিরিজে হারের বদলা ওয়ানডে সিরিজে নেওয়ার হুংকার দিল পাকিস্তান।
টস হেরে আজ ব্যাটিংয়ে নেমে অর্ধেক ম্যাচ হেরে বসে পাকিস্তান। বাকি আনুষ্ঠানিকতা নিউজিল্যান্ড সেরে ফেলে ব্যাটিংয়ে। ১০ ওভার হাতে রেখে ৮ উইকেটের রেকর্ড জয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে। টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। পঞ্চম টি-টোয়েন্টিতে বাজে হারের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘এই সিরিজটা দারুণ হবে (ওয়ানডে)। নতুন এক বলের খেলা হতে যাচ্ছে। নতুন দল আসছে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বিদায় নিয়েছিল পাকিস্তান। তখন দলটির অধিনায়ক ছিলেন বাবর আজম। গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর অনেক সমালোচনা হয়েছিল পাকিস্তানকে নিয়ে। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বাবর সাদা বলের অধিনায়কত্বই ছেড়ে দেন। অন্যদিকে আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান নতুন পথচলা শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের বসিয়ে হাসান নাওয়াজ, মোহাম্মদ আলী, আবদুল সামাদের মতো নতুনদের খেলিয়েছে। সালমানকে করেছে অধিনায়ক।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সংস্করণে হতে যাচ্ছে এশিয়া কাপ। সালমানের মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে মেজর ইভেন্টে পাকিস্তান কাজে লাগাতে পারবে। ৩১ বছর বয়সী পাকিস্তানি এই ক্রিকেটার বলেন, ‘এই সিরিজের আগেই আমি বলেছি, লক্ষ্য সব সময় এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই সিরিজ আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। যে সিরিজই সামনে আসুক, আমরা সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যাব। তাতে ক্রিকেটাররা অভিজ্ঞ হবে। আমাদের অনেক ইতিবাচক দিক ছিল এই সিরিজে। হাসান দারুণ ব্যাটিং করেছে। সুফিয়ান দুর্দান্ত খেলেছে।’
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর-রিজওয়ানকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছে পাকিস্তান। ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ফাহিম আশরাফ, খুশদিল শাহর মতো অলরাউন্ডাররাও থাকছেন এই সিরিজে। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল নেপিয়ার, হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই বাংলাদেশ সময় ভোর চারটায় হবে।

সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। তবে সান্ত্বনার জয় পায়নি পাকিস্তান ক্রিকেট দল। আর এই টি-টোয়েন্টি সিরিজে হারের বদলা ওয়ানডে সিরিজে নেওয়ার হুংকার দিল পাকিস্তান।
টস হেরে আজ ব্যাটিংয়ে নেমে অর্ধেক ম্যাচ হেরে বসে পাকিস্তান। বাকি আনুষ্ঠানিকতা নিউজিল্যান্ড সেরে ফেলে ব্যাটিংয়ে। ১০ ওভার হাতে রেখে ৮ উইকেটের রেকর্ড জয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে। টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। পঞ্চম টি-টোয়েন্টিতে বাজে হারের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘এই সিরিজটা দারুণ হবে (ওয়ানডে)। নতুন এক বলের খেলা হতে যাচ্ছে। নতুন দল আসছে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বিদায় নিয়েছিল পাকিস্তান। তখন দলটির অধিনায়ক ছিলেন বাবর আজম। গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর অনেক সমালোচনা হয়েছিল পাকিস্তানকে নিয়ে। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বাবর সাদা বলের অধিনায়কত্বই ছেড়ে দেন। অন্যদিকে আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান নতুন পথচলা শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের বসিয়ে হাসান নাওয়াজ, মোহাম্মদ আলী, আবদুল সামাদের মতো নতুনদের খেলিয়েছে। সালমানকে করেছে অধিনায়ক।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সংস্করণে হতে যাচ্ছে এশিয়া কাপ। সালমানের মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে মেজর ইভেন্টে পাকিস্তান কাজে লাগাতে পারবে। ৩১ বছর বয়সী পাকিস্তানি এই ক্রিকেটার বলেন, ‘এই সিরিজের আগেই আমি বলেছি, লক্ষ্য সব সময় এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই সিরিজ আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। যে সিরিজই সামনে আসুক, আমরা সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যাব। তাতে ক্রিকেটাররা অভিজ্ঞ হবে। আমাদের অনেক ইতিবাচক দিক ছিল এই সিরিজে। হাসান দারুণ ব্যাটিং করেছে। সুফিয়ান দুর্দান্ত খেলেছে।’
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর-রিজওয়ানকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছে পাকিস্তান। ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ফাহিম আশরাফ, খুশদিল শাহর মতো অলরাউন্ডাররাও থাকছেন এই সিরিজে। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল নেপিয়ার, হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই বাংলাদেশ সময় ভোর চারটায় হবে।

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
১ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
২ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৪ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৪ ঘণ্টা আগে