ক্রীড়া ডেস্ক

সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। তবে সান্ত্বনার জয় পায়নি পাকিস্তান ক্রিকেট দল। আর এই টি-টোয়েন্টি সিরিজে হারের বদলা ওয়ানডে সিরিজে নেওয়ার হুংকার দিল পাকিস্তান।
টস হেরে আজ ব্যাটিংয়ে নেমে অর্ধেক ম্যাচ হেরে বসে পাকিস্তান। বাকি আনুষ্ঠানিকতা নিউজিল্যান্ড সেরে ফেলে ব্যাটিংয়ে। ১০ ওভার হাতে রেখে ৮ উইকেটের রেকর্ড জয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে। টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। পঞ্চম টি-টোয়েন্টিতে বাজে হারের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘এই সিরিজটা দারুণ হবে (ওয়ানডে)। নতুন এক বলের খেলা হতে যাচ্ছে। নতুন দল আসছে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বিদায় নিয়েছিল পাকিস্তান। তখন দলটির অধিনায়ক ছিলেন বাবর আজম। গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর অনেক সমালোচনা হয়েছিল পাকিস্তানকে নিয়ে। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বাবর সাদা বলের অধিনায়কত্বই ছেড়ে দেন। অন্যদিকে আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান নতুন পথচলা শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের বসিয়ে হাসান নাওয়াজ, মোহাম্মদ আলী, আবদুল সামাদের মতো নতুনদের খেলিয়েছে। সালমানকে করেছে অধিনায়ক।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সংস্করণে হতে যাচ্ছে এশিয়া কাপ। সালমানের মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে মেজর ইভেন্টে পাকিস্তান কাজে লাগাতে পারবে। ৩১ বছর বয়সী পাকিস্তানি এই ক্রিকেটার বলেন, ‘এই সিরিজের আগেই আমি বলেছি, লক্ষ্য সব সময় এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই সিরিজ আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। যে সিরিজই সামনে আসুক, আমরা সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যাব। তাতে ক্রিকেটাররা অভিজ্ঞ হবে। আমাদের অনেক ইতিবাচক দিক ছিল এই সিরিজে। হাসান দারুণ ব্যাটিং করেছে। সুফিয়ান দুর্দান্ত খেলেছে।’
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর-রিজওয়ানকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছে পাকিস্তান। ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ফাহিম আশরাফ, খুশদিল শাহর মতো অলরাউন্ডাররাও থাকছেন এই সিরিজে। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল নেপিয়ার, হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই বাংলাদেশ সময় ভোর চারটায় হবে।

সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ড-পাকিস্তান পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। তবে সান্ত্বনার জয় পায়নি পাকিস্তান ক্রিকেট দল। আর এই টি-টোয়েন্টি সিরিজে হারের বদলা ওয়ানডে সিরিজে নেওয়ার হুংকার দিল পাকিস্তান।
টস হেরে আজ ব্যাটিংয়ে নেমে অর্ধেক ম্যাচ হেরে বসে পাকিস্তান। বাকি আনুষ্ঠানিকতা নিউজিল্যান্ড সেরে ফেলে ব্যাটিংয়ে। ১০ ওভার হাতে রেখে ৮ উইকেটের রেকর্ড জয়ে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে। টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। পঞ্চম টি-টোয়েন্টিতে বাজে হারের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা বলেন, ‘এই সিরিজটা দারুণ হবে (ওয়ানডে)। নতুন এক বলের খেলা হতে যাচ্ছে। নতুন দল আসছে।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে বিদায় নিয়েছিল পাকিস্তান। তখন দলটির অধিনায়ক ছিলেন বাবর আজম। গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর অনেক সমালোচনা হয়েছিল পাকিস্তানকে নিয়ে। নানা ঘটনার পরিপ্রেক্ষিতে বাবর সাদা বলের অধিনায়কত্বই ছেড়ে দেন। অন্যদিকে আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান নতুন পথচলা শুরু করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের বসিয়ে হাসান নাওয়াজ, মোহাম্মদ আলী, আবদুল সামাদের মতো নতুনদের খেলিয়েছে। সালমানকে করেছে অধিনায়ক।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সংস্করণে হতে যাচ্ছে এশিয়া কাপ। সালমানের মতে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে মেজর ইভেন্টে পাকিস্তান কাজে লাগাতে পারবে। ৩১ বছর বয়সী পাকিস্তানি এই ক্রিকেটার বলেন, ‘এই সিরিজের আগেই আমি বলেছি, লক্ষ্য সব সময় এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই সিরিজ আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। যে সিরিজই সামনে আসুক, আমরা সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যাব। তাতে ক্রিকেটাররা অভিজ্ঞ হবে। আমাদের অনেক ইতিবাচক দিক ছিল এই সিরিজে। হাসান দারুণ ব্যাটিং করেছে। সুফিয়ান দুর্দান্ত খেলেছে।’
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর-রিজওয়ানকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছে পাকিস্তান। ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ফাহিম আশরাফ, খুশদিল শাহর মতো অলরাউন্ডাররাও থাকছেন এই সিরিজে। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল নেপিয়ার, হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই বাংলাদেশ সময় ভোর চারটায় হবে।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২৮ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে