Ajker Patrika

তর্কে জড়িয়ে শাস্তি পেলেন তানজিম সাকিব ও পাকিস্তানি ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে 
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৪: ৫২
শাস্তি পেলেন তানজিম হাসান সাকিব। ছবি: বিসিবি
শাস্তি পেলেন তানজিম হাসান সাকিব। ছবি: বিসিবি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে ধাক্কা ও তর্কে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব ও খুলনা টাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।

ঘটনার সূত্রপাত হয় খুলনার ইনিংস চলাকালে। তানজিম সাকিবের একটি স্লোয়ার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যাওয়ার সময় নেওয়াজের গায়ে ধাক্কা লাগে সাকিবের। এরপরই দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। অনফিল্ড আম্পায়ার এবং সিলেট স্ট্রাইকার্সের উইকেটরক্ষক ব্যাটার জর্জ মানসী দ্রুত পরিস্থিতি সামাল দেন।

ম্যাচ শেষে ম্যাচ রেফারি এহসানুল হক সেজান ঘটনার তদন্ত করেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে তানজিম সাকিব ও মোহাম্মদ নেওয়াজের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি তানজিম সাকিবের নামের পাশে ৩ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

দুই খেলোয়াড়ই ম্যাচ রেফারির শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি এহসানুল হক সেজান বলেন, ‘খেলার মাঠে এ ধরনের আচরণ দুঃখজনক। ক্রিকেটের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে খেলোয়াড়দের আরও দায়িত্বশীল হতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত