ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলবে না ভারত, তা আগে থেকেই জানা। সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলবে তারা। কিন্তু লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বেজে উঠল ভারতের জাতীয় সংগীত। এই ভুলটির জন্য আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গাদ্দাফি স্টেডিয়ামে টসের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান নিজ নিজ জাতীয় সংগীতের জন্য। শুরুতে ইংল্যান্ডের জাতীয় সংগীতের পর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ বাজানোর কথা ছিল। কিন্তু ভুল করে ভারতের জাতীয় সংগীত চালিয়ে দেন সংশ্লিষ্টরা। তাই দুই সেকেন্ডের জন্য শোনা যায় ‘ভারত ভাগ্য বিধাতা’ লাইনটি। ভুল বুঝতে পেরে দ্রুতই তা বন্ধ করে বাজানো হয় ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
এমন ভুলের কারণে বেশ ক্ষুব্ধ পিসিবি। ক্রিকইনফোকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, আইসিসি টুর্নামেন্টে জাতীয় সংগীতের প্লেলিস্ট আইসিসির পক্ষ থেকেই দেওয়া হয়। ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির হাতেই থাকে। তাই ভারতের জাতীয় সংগীত বাজার পেছনে আইসিসির দায় দেখছে পিসিবি। তবে আইসিসি বিশ্বাস করে কারিগরি ভুলের কারণেই এমনটা হয়েছে, এ বিষয়ে তদন্ত করছে তারা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয় বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম না থাকায় আইসিসির কাছে চিঠি পাঠিয়েছিল তারা। জবাবে আইসিসি ‘কারিগরি ত্রুটি’ হিসেবেই উল্লেখ করে বিষয়টিকে। যদিও সেই ব্যাখ্যায় নাখোশ ছিল পিসিবি।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। দুবাই স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ২২ রান করেছে পাকিস্তান।

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলবে না ভারত, তা আগে থেকেই জানা। সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলবে তারা। কিন্তু লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বেজে উঠল ভারতের জাতীয় সংগীত। এই ভুলটির জন্য আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গাদ্দাফি স্টেডিয়ামে টসের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান নিজ নিজ জাতীয় সংগীতের জন্য। শুরুতে ইংল্যান্ডের জাতীয় সংগীতের পর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ বাজানোর কথা ছিল। কিন্তু ভুল করে ভারতের জাতীয় সংগীত চালিয়ে দেন সংশ্লিষ্টরা। তাই দুই সেকেন্ডের জন্য শোনা যায় ‘ভারত ভাগ্য বিধাতা’ লাইনটি। ভুল বুঝতে পেরে দ্রুতই তা বন্ধ করে বাজানো হয় ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
এমন ভুলের কারণে বেশ ক্ষুব্ধ পিসিবি। ক্রিকইনফোকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, আইসিসি টুর্নামেন্টে জাতীয় সংগীতের প্লেলিস্ট আইসিসির পক্ষ থেকেই দেওয়া হয়। ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির হাতেই থাকে। তাই ভারতের জাতীয় সংগীত বাজার পেছনে আইসিসির দায় দেখছে পিসিবি। তবে আইসিসি বিশ্বাস করে কারিগরি ভুলের কারণেই এমনটা হয়েছে, এ বিষয়ে তদন্ত করছে তারা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয় বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম না থাকায় আইসিসির কাছে চিঠি পাঠিয়েছিল তারা। জবাবে আইসিসি ‘কারিগরি ত্রুটি’ হিসেবেই উল্লেখ করে বিষয়টিকে। যদিও সেই ব্যাখ্যায় নাখোশ ছিল পিসিবি।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। দুবাই স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ২২ রান করেছে পাকিস্তান।

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১০ ঘণ্টা আগে