ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলবে না ভারত, তা আগে থেকেই জানা। সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলবে তারা। কিন্তু লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বেজে উঠল ভারতের জাতীয় সংগীত। এই ভুলটির জন্য আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গাদ্দাফি স্টেডিয়ামে টসের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান নিজ নিজ জাতীয় সংগীতের জন্য। শুরুতে ইংল্যান্ডের জাতীয় সংগীতের পর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ বাজানোর কথা ছিল। কিন্তু ভুল করে ভারতের জাতীয় সংগীত চালিয়ে দেন সংশ্লিষ্টরা। তাই দুই সেকেন্ডের জন্য শোনা যায় ‘ভারত ভাগ্য বিধাতা’ লাইনটি। ভুল বুঝতে পেরে দ্রুতই তা বন্ধ করে বাজানো হয় ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
এমন ভুলের কারণে বেশ ক্ষুব্ধ পিসিবি। ক্রিকইনফোকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, আইসিসি টুর্নামেন্টে জাতীয় সংগীতের প্লেলিস্ট আইসিসির পক্ষ থেকেই দেওয়া হয়। ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির হাতেই থাকে। তাই ভারতের জাতীয় সংগীত বাজার পেছনে আইসিসির দায় দেখছে পিসিবি। তবে আইসিসি বিশ্বাস করে কারিগরি ভুলের কারণেই এমনটা হয়েছে, এ বিষয়ে তদন্ত করছে তারা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয় বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম না থাকায় আইসিসির কাছে চিঠি পাঠিয়েছিল তারা। জবাবে আইসিসি ‘কারিগরি ত্রুটি’ হিসেবেই উল্লেখ করে বিষয়টিকে। যদিও সেই ব্যাখ্যায় নাখোশ ছিল পিসিবি।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। দুবাই স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ২২ রান করেছে পাকিস্তান।

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলবে না ভারত, তা আগে থেকেই জানা। সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলবে তারা। কিন্তু লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বেজে উঠল ভারতের জাতীয় সংগীত। এই ভুলটির জন্য আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গাদ্দাফি স্টেডিয়ামে টসের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান নিজ নিজ জাতীয় সংগীতের জন্য। শুরুতে ইংল্যান্ডের জাতীয় সংগীতের পর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ বাজানোর কথা ছিল। কিন্তু ভুল করে ভারতের জাতীয় সংগীত চালিয়ে দেন সংশ্লিষ্টরা। তাই দুই সেকেন্ডের জন্য শোনা যায় ‘ভারত ভাগ্য বিধাতা’ লাইনটি। ভুল বুঝতে পেরে দ্রুতই তা বন্ধ করে বাজানো হয় ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
এমন ভুলের কারণে বেশ ক্ষুব্ধ পিসিবি। ক্রিকইনফোকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, আইসিসি টুর্নামেন্টে জাতীয় সংগীতের প্লেলিস্ট আইসিসির পক্ষ থেকেই দেওয়া হয়। ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির হাতেই থাকে। তাই ভারতের জাতীয় সংগীত বাজার পেছনে আইসিসির দায় দেখছে পিসিবি। তবে আইসিসি বিশ্বাস করে কারিগরি ভুলের কারণেই এমনটা হয়েছে, এ বিষয়ে তদন্ত করছে তারা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয় বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম না থাকায় আইসিসির কাছে চিঠি পাঠিয়েছিল তারা। জবাবে আইসিসি ‘কারিগরি ত্রুটি’ হিসেবেই উল্লেখ করে বিষয়টিকে। যদিও সেই ব্যাখ্যায় নাখোশ ছিল পিসিবি।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। দুবাই স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ২২ রান করেছে পাকিস্তান।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে