Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের মেন্টর ইউনিস খান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৮: ২২
চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের মেন্টর ইউনিস খান। ছবি: এএফপি
চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের মেন্টর ইউনিস খান। ছবি: এএফপি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আর মাত্র ১ মাস। পাকিস্তান ও আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর আগেই নতুন মেন্টর নিয়োগ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সাবেক পাকিস্তানি ব্যাটার ইউনিস খানকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে রশিদ খান-মোহাম্মদ নবিদের পরামর্শক হিসেবে কাজ করবেন। তাঁকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে এসিবি।

আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে আগেও কাজ করেছেন ইউনিস। ২০২২ সালে আফগানদের ব্যাটিং কোচ ছিলেন তিনি। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের সঙ্গে আবার কাজ করতে যাচ্ছে ঘোষণা দিয়ে আফগান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সাইদ নাসিম সাদাত বলেছেন, ‘এসিবি আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সাবেক পাকিস্তান ক্রিকেটার ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি টুর্নামেন্ট শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।’

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইউনিস করেছেন ১৭৭৯০ রান। ১১৮ টেস্ট নামের পাশে ১০০৯৯ রান তাঁর, যেখানে ক্যারিয়ার-সেরা ইনিংস ছিল ৩১৩ রান। তিন সংস্করণ মিলে ৮৩টি ফিফটির পাশাপাশি আছে ৪১টি সেঞ্চুরি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা ব্যাটারও ছিলেন তিনি। ২০০৯ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।

অবসরের পর থেকে নিয়মিতই কোচিং করিয়ে যাচ্ছেন ইউনিস। দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান ও পাকিস্তানের ব্যাটিং কোচের। কাজ করেছেন পিএসএলের দল পেশোয়ার জালমির সঙ্গেও। কিছুদিন আগে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচও ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত