
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ১৫ সদস্যের দলে থাকলেও একাদশে নামা হয়নি তাঁর। টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল বিবর্ণ। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি।
বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছে গুলশান ক্রিকেট ক্লাব ও আবাহনী। গুলশান ক্রিকেট ক্লাবের পৃষ্ঠপোষক তামিম ইকবাল। এই দলের বিপক্ষে ইমন সেঞ্চুরি করেছেন ১০০ বলে। তিন অঙ্ক ছোঁয়ার পর সিজদা দিলেন আবাহনীর এই বাঁহাতি ব্যাটার। তাঁর সেঞ্চুরিতেই আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৩ রান করেছে।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আবাহনীর উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ করেছেন ইমন ও জিসান আলম। ১২তম ওভারের দ্বিতীয় বলে জিসানকে ফিরিয়ে জুটি ভাঙেন আসাদুজ্জামান পায়েল। এরপর ৩ নম্বরে আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে নামলেও হতাশ করেছেন। ২১ বলে ৯ রান করেছেন।
জিসান, শান্তর দ্রুত বিদায়ে আবাহনীর স্কোর হয়ে যায় ১৭.১ ওভারে ২ উইকেটে ৭০ রান। একপ্রান্তে ইমন তাঁর সাবলীল ব্যাটিং চালিয়ে গেছেন। ৪ নম্বরে নামা মোহাম্মদ মিঠুনও রানের চাকা সচল রেখেছেন। ৬৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭২ রান করেন মিঠুন। তৃতীয় উইকেটে মিঠুন-ইমন গড়েছেন ১৭১ রানের জুটি। ৪১তম ওভারের প্রথম বলে মিঠুনকে ফিরিয়ে জুটি ভাঙেন আজিজুল তামিম।
মিঠুনের বিদায়ের পর তাণ্ডব চালিয়েছে আবাহনী। শেষ ৫৯ বলে ৩ উইকেট হারিয়ে ৮২ রান যোগ করেছে। আবাহনীর ৩২৩ রানের মধ্যে ইমন করেছেন ১২৬ রান। ওপেনিংয়ে নেমে ৪৫তম ওভারে আউট হয়েছেন। ১২৪ বলের ইনিংসে ৯ চার ও ৮ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। ৩২৪ রানের লক্ষ্যে নেমে ঝোড়ো ব্যাটিং করছে গুলশান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেটে ৬৯ রান করেছে গুলশান।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১২ ঘণ্টা আগে