ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার থেকে লন্ডনে ফিরতেই পরিস্থিতি উত্তপ্ত। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লন্ডনের ওভালের পিচ কিউরেটরের বাকবিতণ্ডার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। এমন ঘটনায় অবশ্য কোচ গম্ভীরের কোনো দোষ দেখছেন না ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল।
ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে গম্ভীরের ঝগড়ার ঘটনা ঘটেছে পরশু। ভারতের কোচিং স্টাফদের আড়াই মিটার দূর থেকে উইকেট দেখতে বলেন বলে জানা গেছে। গম্ভীর এসে যোগ দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ফর্টিসের সঙ্গে গম্ভীরের তুমুল কথা কাটাকাটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে গিল কোচের পক্ষ নিয়েই কথা বলেছেন। ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, ‘গতকাল (২৯ জুলাই) যা ঘটেছে, সেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আমাদের উইকেট দেখার ঘটনা তো এবারই প্রথমবার নয়। প্রায় দুই মাস ধরে এখানে আছি আমরা। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার রয়েছে। এখানে মনে হয় না কোনো ভুল হয়েছে। কিউরেটর আমাদের উইকেট দেখার কেন সুযোগ দেবেন না, ঠিক আছে।’
যে উইকেট দেখা নিয়ে পরিস্থিতি এত উত্তপ্ত, গিল এমন ঘটনার কোনো মানেই দেখেন না। লন্ডনের ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘যতদূর জানি, আমরা কখনো কোনো নির্দেশনা পাইনি। রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখা যাবে। এই সিরিজে এরই মধ্যে আমরা চার ম্যাচ খেলেছি। কেউ আমাদের পিচ দেখতে বাধা দেননি। কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি। যদি কিউরেটর এসে উইকেট দেখতে না করেন বা ৩ মিটার দূর থেকে দেখতে বলেন, তাহলে কিছু বলার থাকে না। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণ কী, আমি জানি না।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম টেস্ট ভারত জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। লন্ডনের ওভালে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্ট। এই টেস্টে জসপ্রীত বুমরা খেলবেন কিনা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি গিল। যদিও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে-পরে বারবার শোনা গেছে, বুমরা এই সিরিজে তিন টেস্ট খেলবেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় তারকা পেসারের তিন ম্যাচ এরই মধ্যে খেলা হয়েছে।

ম্যানচেস্টার থেকে লন্ডনে ফিরতেই পরিস্থিতি উত্তপ্ত। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লন্ডনের ওভালের পিচ কিউরেটরের বাকবিতণ্ডার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। এমন ঘটনায় অবশ্য কোচ গম্ভীরের কোনো দোষ দেখছেন না ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল।
ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে গম্ভীরের ঝগড়ার ঘটনা ঘটেছে পরশু। ভারতের কোচিং স্টাফদের আড়াই মিটার দূর থেকে উইকেট দেখতে বলেন বলে জানা গেছে। গম্ভীর এসে যোগ দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ফর্টিসের সঙ্গে গম্ভীরের তুমুল কথা কাটাকাটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে গিল কোচের পক্ষ নিয়েই কথা বলেছেন। ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, ‘গতকাল (২৯ জুলাই) যা ঘটেছে, সেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আমাদের উইকেট দেখার ঘটনা তো এবারই প্রথমবার নয়। প্রায় দুই মাস ধরে এখানে আছি আমরা। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার রয়েছে। এখানে মনে হয় না কোনো ভুল হয়েছে। কিউরেটর আমাদের উইকেট দেখার কেন সুযোগ দেবেন না, ঠিক আছে।’
যে উইকেট দেখা নিয়ে পরিস্থিতি এত উত্তপ্ত, গিল এমন ঘটনার কোনো মানেই দেখেন না। লন্ডনের ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘যতদূর জানি, আমরা কখনো কোনো নির্দেশনা পাইনি। রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখা যাবে। এই সিরিজে এরই মধ্যে আমরা চার ম্যাচ খেলেছি। কেউ আমাদের পিচ দেখতে বাধা দেননি। কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি। যদি কিউরেটর এসে উইকেট দেখতে না করেন বা ৩ মিটার দূর থেকে দেখতে বলেন, তাহলে কিছু বলার থাকে না। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণ কী, আমি জানি না।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম টেস্ট ভারত জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। লন্ডনের ওভালে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্ট। এই টেস্টে জসপ্রীত বুমরা খেলবেন কিনা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি গিল। যদিও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে-পরে বারবার শোনা গেছে, বুমরা এই সিরিজে তিন টেস্ট খেলবেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় তারকা পেসারের তিন ম্যাচ এরই মধ্যে খেলা হয়েছে।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে