ক্রীড়া ডেস্ক

টুর্নামেন্ট যত গড়াবে, রিশাদ হোসেন ততই কার্যকরী হবেন—বুধবার মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ শেষে এমন কথাই বলেছিলেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। না বলার তো কারণও নেই। কারণ, রিশাদের ঘূর্ণিতে পাকিস্তান সুপার লিগে ব্যাটাররা রীতিমতো খাবি খাচ্ছেন।
এক দিন বিরতির পর যখন রিশাদ খেলতে নামলেন, তখন কিছুই তিনি করে দেখাতে পারলেন না। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে মুলতান সুলতানসের বিপক্ষে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। বাংলাদেশি লেগস্পিনারের ব্যর্থতার দিনে লাহোর কালান্দার্স হেরেছে বাজেভাবে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া লাহোর কালান্দার্স ১৯.২ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের ইনিংস ছাড়া বলার মতো আর কোনো ইনিংস নেই। ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন রাজা। রিশাদ একটি করে চার ও ছক্কা মারলেও ৮ নম্বরে নেমে ১৩ বলে ১৩ রান করেছেন।
১২৯ রান করে জিততে হলে বোলিংয়ে লাহোর কালান্দার্সকে বিশেষ কিছু করে দেখাতে হতো। কিন্তু পেশোয়ার জালমি ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান করে ফেলে। অধিনায়ক বাবর ৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন। লাহোর অধিনায়ক শাহিন ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। অপর উইকেটটি পেয়েছেন হারিস রউফ। রিশাদ ২ ওভারে ১৮ রান দিয়েও ঝুলিতে কোনো উইকেট পুড়তে পারেনি।
পেশোয়ারের ২০ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আলজারি জোসেফ। ৪ ওভারে ১৫ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে পেশোয়ার। সমান ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে লাহোর তিনি। রিশাদ-শাহিনদের দলও খেলেছে ৫ ম্যাচ। পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। দুইয়ে থাকা করাচি কিংসের পয়েন্ট ৬।
২০২৫ পিএসএলে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ইসলামাবাদ ইউনাইটেডের জেসন হোল্ডার। তাঁর সতীর্থ শাদাব খান এবারের টুর্নামেন্টে পেয়েছেন ৯ উইকেট।দুইয়ে থাকা হাসান আলীর উইকেট ১০। তিনি খেলছেন করাচি কিংসের হয়ে। ৮ উইকেট নিয়ে রিশাদ, আব্বাস আফ্রিদি, আলী রাজা, শাহিন শাহ আফ্রিদি যৌথভাবে চারে অবস্থান করছেন। রিশাদের লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন। আব্বাস আফ্রিদি ও আলী রাজা খেলছেন করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে।

টুর্নামেন্ট যত গড়াবে, রিশাদ হোসেন ততই কার্যকরী হবেন—বুধবার মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ শেষে এমন কথাই বলেছিলেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। না বলার তো কারণও নেই। কারণ, রিশাদের ঘূর্ণিতে পাকিস্তান সুপার লিগে ব্যাটাররা রীতিমতো খাবি খাচ্ছেন।
এক দিন বিরতির পর যখন রিশাদ খেলতে নামলেন, তখন কিছুই তিনি করে দেখাতে পারলেন না। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে মুলতান সুলতানসের বিপক্ষে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। বাংলাদেশি লেগস্পিনারের ব্যর্থতার দিনে লাহোর কালান্দার্স হেরেছে বাজেভাবে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া লাহোর কালান্দার্স ১৯.২ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের ইনিংস ছাড়া বলার মতো আর কোনো ইনিংস নেই। ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন রাজা। রিশাদ একটি করে চার ও ছক্কা মারলেও ৮ নম্বরে নেমে ১৩ বলে ১৩ রান করেছেন।
১২৯ রান করে জিততে হলে বোলিংয়ে লাহোর কালান্দার্সকে বিশেষ কিছু করে দেখাতে হতো। কিন্তু পেশোয়ার জালমি ১৬.৪ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান করে ফেলে। অধিনায়ক বাবর ৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন। লাহোর অধিনায়ক শাহিন ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। অপর উইকেটটি পেয়েছেন হারিস রউফ। রিশাদ ২ ওভারে ১৮ রান দিয়েও ঝুলিতে কোনো উইকেট পুড়তে পারেনি।
পেশোয়ারের ২০ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আলজারি জোসেফ। ৪ ওভারে ১৫ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে পেশোয়ার। সমান ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে লাহোর তিনি। রিশাদ-শাহিনদের দলও খেলেছে ৫ ম্যাচ। পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেড। দুইয়ে থাকা করাচি কিংসের পয়েন্ট ৬।
২০২৫ পিএসএলে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ইসলামাবাদ ইউনাইটেডের জেসন হোল্ডার। তাঁর সতীর্থ শাদাব খান এবারের টুর্নামেন্টে পেয়েছেন ৯ উইকেট।দুইয়ে থাকা হাসান আলীর উইকেট ১০। তিনি খেলছেন করাচি কিংসের হয়ে। ৮ উইকেট নিয়ে রিশাদ, আব্বাস আফ্রিদি, আলী রাজা, শাহিন শাহ আফ্রিদি যৌথভাবে চারে অবস্থান করছেন। রিশাদের লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন। আব্বাস আফ্রিদি ও আলী রাজা খেলছেন করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
১০ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
১১ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১৫ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১৬ ঘণ্টা আগে