ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
তবে সাবেক সতীর্থ ও বর্তমান ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, মেসির ‘শরীর ও পা’ ২০২৬ বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত। তবে খেলবেন কি না এ সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের।
আগামী বিশ্বকাপ আমেরিকা অঞ্চলে হওয়ায় এমএলএসে নিজেকে এরই মধ্যে প্রস্তুত করছেন মেসি। তবু বয়সের ভার খেলোয়াড়দের খেলায় প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। মেসি ঝুঁকি এড়িয়ে খেলার সর্বোচ্চ চেষ্টাই করছেন। অস্বস্তি লাগলেই ম্যাচ এড়িয়ে যাচ্ছেন। মাসচেরানো বলেছেন, ‘শরীর ও তার পা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। মানসিকভাবেও সে প্রস্তুত। তবে সিদ্ধান্ত তার ব্যক্তিগত।’
সিদ্ধান্ত মেসির উল্লেখ করে মাসচেরানো বলেন, ‘বিশ্বকাপে সে খেলবে নাকি খেলবে না তার সিদ্ধান্ত। আপনাকে আমি বলতে পারি না। কারণ তার মাথার ভেতরে আমি নেই। একজন আর্জেন্টাইন হিসেবে বলতে পারি, নিশ্চিতভাবেই তার খেলা দেখতে চাই।’
এক সময়ের সতীর্থ মেসি এখন মাসচেরানোর শিষ্যও। তবে ইন্টার মায়ামি কোচ জানিয়েছেন, তাঁর সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করতে চান না তিনি। মাসচেরানো বলেছেন, ‘সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত। আমি হস্তক্ষেপ করি না। মত নয়, আমার ইচ্ছা আশা করি সে খেলবে। একজন আর্জেন্টাইন ও খেলাটির সমর্থক হিসেবে বলছি। আমরা তাকে দেখব।’
কিছুদিন আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিটো স্পষ্ট জানিয়েছেন, মেসি বিশ্বকাপ খেলবেন কি না, এ সিদ্ধান্ত নিজেই নেবেন। তাঁর বন্ধু লুইস সুয়ারেজ যেমন আশ্বস্ত করছেন ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি।

২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
তবে সাবেক সতীর্থ ও বর্তমান ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, মেসির ‘শরীর ও পা’ ২০২৬ বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত। তবে খেলবেন কি না এ সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের।
আগামী বিশ্বকাপ আমেরিকা অঞ্চলে হওয়ায় এমএলএসে নিজেকে এরই মধ্যে প্রস্তুত করছেন মেসি। তবু বয়সের ভার খেলোয়াড়দের খেলায় প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। মেসি ঝুঁকি এড়িয়ে খেলার সর্বোচ্চ চেষ্টাই করছেন। অস্বস্তি লাগলেই ম্যাচ এড়িয়ে যাচ্ছেন। মাসচেরানো বলেছেন, ‘শরীর ও তার পা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। মানসিকভাবেও সে প্রস্তুত। তবে সিদ্ধান্ত তার ব্যক্তিগত।’
সিদ্ধান্ত মেসির উল্লেখ করে মাসচেরানো বলেন, ‘বিশ্বকাপে সে খেলবে নাকি খেলবে না তার সিদ্ধান্ত। আপনাকে আমি বলতে পারি না। কারণ তার মাথার ভেতরে আমি নেই। একজন আর্জেন্টাইন হিসেবে বলতে পারি, নিশ্চিতভাবেই তার খেলা দেখতে চাই।’
এক সময়ের সতীর্থ মেসি এখন মাসচেরানোর শিষ্যও। তবে ইন্টার মায়ামি কোচ জানিয়েছেন, তাঁর সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করতে চান না তিনি। মাসচেরানো বলেছেন, ‘সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত। আমি হস্তক্ষেপ করি না। মত নয়, আমার ইচ্ছা আশা করি সে খেলবে। একজন আর্জেন্টাইন ও খেলাটির সমর্থক হিসেবে বলছি। আমরা তাকে দেখব।’
কিছুদিন আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিটো স্পষ্ট জানিয়েছেন, মেসি বিশ্বকাপ খেলবেন কি না, এ সিদ্ধান্ত নিজেই নেবেন। তাঁর বন্ধু লুইস সুয়ারেজ যেমন আশ্বস্ত করছেন ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে