Ajker Patrika

নাঈমের বিস্ফোরক সেঞ্চুরিতে বেঁচে রইল মিরাজদের আশা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮: ১০
রংপুর রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন নাঈম শেখ। ছবি: বিসিবি
রংপুর রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন নাঈম শেখ। ছবি: বিসিবি

শর্ট থার্ড ম্যান ও ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝ দিয়ে চার মেরেছে হেলমেটটা খুললেন নাঈম শেখ। তারপর মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিলেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে নাঈমের দ্বিতীয় সেঞ্চুরিই যে এটার উপলক্ষ, সেটা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন।

রংপুর রাইডার্সের বিপক্ষে আজ নাঈম সেঞ্চুরি করেছেন ৫৫ বলে। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। নির্ধারিত ২০ ওভারে খুলনা করেছে ৪ উইকেটে ২২০ রান। নাঈমের সেঞ্চুরির পর খুলনার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন উইলিয়াম বোসিস্টো।

বিপিএলের প্লে-অফে উঠতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স এখন পড়েছে চ্যালেঞ্জের মুখে। হাতে থাকা দুটি ম্যাচ তো খুলনাকে জিততে হবেই। অন্যান্য ম্যাচের ফলও তাদের পক্ষে আসতে হবে। মিরপুরে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে অর্ধেক কাজ সেরে রেখেছে খুলনা। মিরাজ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাওয়াজরা বোলিংয়ে কী করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

নাঈম আজ ইনিংসের শুরুটা করেছেন ধীরে-সুস্থে। প্রথম ২৮ বলে করেছেন ৩৪ রান। এরপর থেকেই তিনি খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন। ১২তম ওভারে বোলিংয়ে আসা ইফতিখার আহমেদের ওভার থেকে একাই ১৯ রান করেছেন নাঈম। বাংলাদেশের এই ব্যাটার সেই ওভারে মেরেছেন তিন ছক্কা। নাহিদ রানা, শেখ মেহেদী হাসান যাঁকেই পেয়েছেন, তাঁকেই বেধড়ক পিটিয়েছেন নাঈম। শেষ পর্যন্ত ৬২ বলে ১১১ রানের বিধ্বংসী ইনিংস খেলে নাঈম অপরাজিত থাকেন।

রংপুর রাইডার্সের মেহেদী, ইফতিখার, আকিফ জাভেদ—প্রত্যেকেই একটি করে উইকেট নিয়েছেন। সাইফউদ্দিন ৩ ওভারে খরচ করেন ৫৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান দিয়েছেন মেহেদী। তিনি পুরো ৪ ওভার বোলিং করেছেন।খুলনার অ্যালেক্স রস হয়েছেন রান আউট।

স্বীকৃত টি-টোয়েন্টিতে নাঈম প্রথম সেঞ্চুরি করেন ২০২০ সালে ডিসেম্বরে। মিরপুরে সেবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের বিপক্ষে ৬৪ বলে ১০৫ রান করেছিলেন তিনি। এই বাঁহাতি ব্যাটার তখন খেলেছিলেন বেক্সিমকো ঢাকার হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত