ক্রীড়া ডেস্ক

৩৮তম জন্মদিনটা লিওনেল মেসির জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। নিজের ছায়া হয়ে থাকা মেসি বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি। তাঁর দল ইন্টার মায়ামি পারেনি জয় নিয়ে মাঠ ছাড়তে। এমনকি তাঁকে কার্ডও দেখতে হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ইন্টার মায়ামি খেলেছে পালমেইরাসের বিপক্ষে। এই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন সায়মন মার্চিনিয়াক। ৪৫ মিনিটের পর অতিরিক্ত যোগ করা সময়ে বল নিয়ে যখন দৌড়াতে থাকেন পালমেইরাস মিডফিল্ডার রাফায়েল ভিগা। তখন তাঁর (ভিগা) কাছ থেকে বল কেড়ে নিতে যান মেসি। ভিগা পড়ে গেলে মেসিকে হলুদ কার্ড দেখান মার্চিনিয়াক। এভাবে হলুদ কার্ড পাওয়ায় মেসি যেমন হতভম্ব হয়েছেন, তেমনি তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেছে স্পষ্ট।
মেসি আজ হলুদ কার্ড পাওয়ার পর কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়েছে ইএসপিএন এফসি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ক্যাপশনে ইএসপিএন এফসি লিখেছে, ‘পালমেইরাসের কাউন্টার অ্যাটাকের সময় ট্যাকটিকাল ফাউলের কারণে মেসিকে হলুদ কার্ড দেখিয়েছেন সায়মন মার্চিনিয়াক। এই রেফারিই ২০২২ বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন।’ ইএসপিএনের পোস্টে ওপরে রয়েছে কাতার বিশ্বকাপ ফাইনালের দুটি ছবি, যার মধ্যে একটিতে বোঝা গেছে, আড়াই বছর আগে ফাইনালে মার্চিনিয়াকের সিদ্ধান্তে মেসি খুশি হতে পারেননি। পাশের ছবিতে কিলিয়ান এমবাপ্পে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দেখা গেছে। নিচে ক্লাব বিশ্বকাপে আজ হলুদ কার্ড পাওয়ার পর মেসির হতাশার ছবি রয়েছে।
ইন্টার মায়ামি-পালমেইরাস ম্যাচে মার্চিনিয়াক আজ শুধু মেসিকেই হলুদ কার্ড দেখিয়েছেন। এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। অন্যদিকে আড়াই বছর আগে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে ৮ হলুদ কার্ড দেখিয়েছিলেন মার্চিনিয়াক। ধ্রুপদী সেই ফাইনাল জিতে মেসি পেয়েছিলেন তাঁর পরম আরাধ্য বিশ্বকাপ। তখন আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপখরা ঘুচে গিয়েছিল।

ইন্টার মায়ামি-পালমেইরাস ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। ৩ ম্যাচ শেষে পালমেইরাস, মায়ামি দুই দলেরই পয়েন্ট সমান ৫। কিন্তু গোল ব্যবধানে পালমেইরাস (+২) এগিয়ে থাকে মায়ামির (+১) চেয়ে। মায়ামি তাই গ্রুপ রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।

৩৮তম জন্মদিনটা লিওনেল মেসির জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। নিজের ছায়া হয়ে থাকা মেসি বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি। তাঁর দল ইন্টার মায়ামি পারেনি জয় নিয়ে মাঠ ছাড়তে। এমনকি তাঁকে কার্ডও দেখতে হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ইন্টার মায়ামি খেলেছে পালমেইরাসের বিপক্ষে। এই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন সায়মন মার্চিনিয়াক। ৪৫ মিনিটের পর অতিরিক্ত যোগ করা সময়ে বল নিয়ে যখন দৌড়াতে থাকেন পালমেইরাস মিডফিল্ডার রাফায়েল ভিগা। তখন তাঁর (ভিগা) কাছ থেকে বল কেড়ে নিতে যান মেসি। ভিগা পড়ে গেলে মেসিকে হলুদ কার্ড দেখান মার্চিনিয়াক। এভাবে হলুদ কার্ড পাওয়ায় মেসি যেমন হতভম্ব হয়েছেন, তেমনি তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেছে স্পষ্ট।
মেসি আজ হলুদ কার্ড পাওয়ার পর কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়েছে ইএসপিএন এফসি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ক্যাপশনে ইএসপিএন এফসি লিখেছে, ‘পালমেইরাসের কাউন্টার অ্যাটাকের সময় ট্যাকটিকাল ফাউলের কারণে মেসিকে হলুদ কার্ড দেখিয়েছেন সায়মন মার্চিনিয়াক। এই রেফারিই ২০২২ বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন।’ ইএসপিএনের পোস্টে ওপরে রয়েছে কাতার বিশ্বকাপ ফাইনালের দুটি ছবি, যার মধ্যে একটিতে বোঝা গেছে, আড়াই বছর আগে ফাইনালে মার্চিনিয়াকের সিদ্ধান্তে মেসি খুশি হতে পারেননি। পাশের ছবিতে কিলিয়ান এমবাপ্পে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দেখা গেছে। নিচে ক্লাব বিশ্বকাপে আজ হলুদ কার্ড পাওয়ার পর মেসির হতাশার ছবি রয়েছে।
ইন্টার মায়ামি-পালমেইরাস ম্যাচে মার্চিনিয়াক আজ শুধু মেসিকেই হলুদ কার্ড দেখিয়েছেন। এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। অন্যদিকে আড়াই বছর আগে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে ৮ হলুদ কার্ড দেখিয়েছিলেন মার্চিনিয়াক। ধ্রুপদী সেই ফাইনাল জিতে মেসি পেয়েছিলেন তাঁর পরম আরাধ্য বিশ্বকাপ। তখন আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপখরা ঘুচে গিয়েছিল।

ইন্টার মায়ামি-পালমেইরাস ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। ৩ ম্যাচ শেষে পালমেইরাস, মায়ামি দুই দলেরই পয়েন্ট সমান ৫। কিন্তু গোল ব্যবধানে পালমেইরাস (+২) এগিয়ে থাকে মায়ামির (+১) চেয়ে। মায়ামি তাই গ্রুপ রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যদি বাংলাদেশ না খেলে, সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না বলে গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে সালমান আলী আগা-ফাহিম আশরাফদের বিশ্বকাপ বয়কট
১ ঘণ্টা আগে
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ছন্দে ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলেও এবার নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার।
১ ঘণ্টা আগে
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলের নিলামে পাখির চোখ করে থাকেন অনেকেই। ক্রিকেটাররা তো বটেই, অনেক ধনকুবেরেরও চোখ থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে। এবার প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিলাম পদ্ধতি চালু হতে যাচ্ছে।
২ ঘণ্টা আগে
উড়তে থাকা বার্সেলোনা অবশেষে থামল। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জয়ের পর হারল বার্সা। সান সেবাস্তিয়ান মাঠে গত রাতে রিয়াল সোসিয়াদাদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সা। হারের পর রেফারিকে দায়ী করছেন বার্সা কোচ হ্যানসি ফ্লিক ও মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
২ ঘণ্টা আগে