ক্রীড়া ডেস্ক

২০০৮ সালে সবশেষ অস্ট্রেলিয়া সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর দুটি আইসিসি ইভেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় গেলেও দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ। এবার বাংলাদেশের সেই অপেক্ষা ফুরোতে যাচ্ছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল ২০২৭ সালে। কিন্তু সেই বছরের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্টের দেড় শ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলবে বিশেষ টেস্ট। তা ছাড়া বিভিন্ন ম্যাচের কারণে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলো তখন ব্যস্ত থাকবে। এ কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি ২০২৬ সালে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ক্রিকইনফোর এক প্রতিবেদনে পরশু জানা গেছে, নর্দার্ন টেরিটরিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি।
২০২৫-২৬ মৌসুমে ঘরের মাঠে ব্যস্ত সময়ই কাটবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পরশু যে সূচি প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে এ বছরের আগস্টে শুরুটা হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডারউইনের টিআইও স্টেডিয়ামে। কেয়ার্নসে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে। শেষ দুই ওয়ানডে হবে ম্যাকেতে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই ডারউইনের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ১৭ বছরের অপেক্ষা শেষ হবে।
দক্ষিণ আফ্রিকার পর ভারতকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া খেলবে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি। ১৯ অক্টোবর পার্থে ওয়ানডে দিয়ে শুরু। ৮ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টির মাধ্যমে সাদা বলের সিরিজ শেষ করবে ভারত ও অস্ট্রেলিয়া। এই সিরিজের পর দ্রুতই মাঠে গড়াবে অ্যাশেজ। ২১ নভেম্বর পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
২০০৮-এর সেই সিরিজের পর তিনবার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সবশেষ ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এই দুই দল। বাংলাদেশ ৪-১ ব্যবধানে জেতে সিরিজ।

২০০৮ সালে সবশেষ অস্ট্রেলিয়া সফরে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর দুটি আইসিসি ইভেন্ট খেলতে অস্ট্রেলিয়ায় গেলেও দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ। এবার বাংলাদেশের সেই অপেক্ষা ফুরোতে যাচ্ছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল ২০২৭ সালে। কিন্তু সেই বছরের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্টের দেড় শ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলবে বিশেষ টেস্ট। তা ছাড়া বিভিন্ন ম্যাচের কারণে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলো তখন ব্যস্ত থাকবে। এ কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি ২০২৬ সালে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ক্রিকইনফোর এক প্রতিবেদনে পরশু জানা গেছে, নর্দার্ন টেরিটরিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি।
২০২৫-২৬ মৌসুমে ঘরের মাঠে ব্যস্ত সময়ই কাটবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পরশু যে সূচি প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে এ বছরের আগস্টে শুরুটা হবে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডারউইনের টিআইও স্টেডিয়ামে। কেয়ার্নসে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে। শেষ দুই ওয়ানডে হবে ম্যাকেতে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই ডারউইনের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ১৭ বছরের অপেক্ষা শেষ হবে।
দক্ষিণ আফ্রিকার পর ভারতকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া খেলবে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি। ১৯ অক্টোবর পার্থে ওয়ানডে দিয়ে শুরু। ৮ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায় টি-টোয়েন্টির মাধ্যমে সাদা বলের সিরিজ শেষ করবে ভারত ও অস্ট্রেলিয়া। এই সিরিজের পর দ্রুতই মাঠে গড়াবে অ্যাশেজ। ২১ নভেম্বর পার্থে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
২০০৮-এর সেই সিরিজের পর তিনবার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সবশেষ ২০২১ সালে মিরপুরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এই দুই দল। বাংলাদেশ ৪-১ ব্যবধানে জেতে সিরিজ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
১ ঘণ্টা আগে
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট। তিনি পদত্যাগ না করলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতেই সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন। ক্রিকেটাররা হোটেল শেরাটনে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গত কয়েক দিনে নানা রকম বিতর্কিত মন্তব্য করা এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
৩ ঘণ্টা আগে