ক্রীড়া ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ে চলেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
বাছাইপর্বের তিন ম্যাচের তিনটিতে জিতে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি এখন বাংলাদেশ। এলসিসিএ গ্রাউন্ডে আজ জ্যোতিরা খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ১৬ রানে হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ক্যারিবীয়দের বিপক্ষে এটা ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে সর্বোচ্চ ৬২ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ করেছিল এ বছরের জানুয়ারিতে সেন্ট কিটসে। সেবারও দ্বিতীয় উইকেটেই জুটি গড়েছিলেন পিংকি ও সুপ্তা।
সুপ্তা-পিংকির রেকর্ড জুটি ভাঙার পরই আজ হোঁচট খাচ্ছে বাংলাদেশ। ২৮তম ওভারের তৃতীয় বলে পিংকিকে ফিরিয়ে জুটি ভাঙেন আলিয়া অ্যালেইনে। ৭৮ বলে ৩ চারে ৪২ রান করেন পিংকি। একই ওভারের পঞ্চম বলে সুপ্তাকে ফিরিয়েছেন অ্যালেইনে। সুপ্তা ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করেছেন। অ্যালেইনে এরপর ফিরিয়েছেন জ্যোতিকে। বাংলাদেশ অধিনায়ক ১০ বলে করেন ৫ চার। কোনো বাউন্ডারি মারতে পারেননি। অ্যালেইনের তিন উইকেটের মধ্যে পিংকিকে করেছেন কট এন্ড বোল্ড। সুপ্তা, জ্যোতি দুজনেই বোল্ড আউট হয়েছেন।
অ্যালেইনের তোপে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ৩১.২ ওভারে ৪ উইকেটে ১৪২ রানে পরিণত হয় বাংলাদেশ। এখন রিতু মণি ৭ আর স্বর্ণা আক্তার ৬ রানে ব্যাটিং করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৪ ওভারে ৪ উইকেটে করেছে ১৫২ রান। আজকে জিতলেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটবে বাংলাদেশ। হারলেও সুযোগ থাকবে জ্যোতিদের।
ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ২৭৬ রান বাংলাদেশ করেছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে জ্যোতির দল। নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ২৭১ রান বাংলাদেশ করেছে এবারই। ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে জ্যোতিদের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। থাই মেয়েদের ১৭৮ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড বাংলাদেশ গড়ে এই ম্যাচেই।
নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও বাংলাদেশ করেছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বেই। ১৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়া করে ৪৮.৪ ওভারে ৮ উইকেটে ২৪০ রান করে বাংলাদেশ।

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ে চলেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
বাছাইপর্বের তিন ম্যাচের তিনটিতে জিতে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি এখন বাংলাদেশ। এলসিসিএ গ্রাউন্ডে আজ জ্যোতিরা খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ১৬ রানে হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে ১৩৯ বলে ১১৮ রানের জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ক্যারিবীয়দের বিপক্ষে এটা ওয়ানডেতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে সর্বোচ্চ ৬২ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ করেছিল এ বছরের জানুয়ারিতে সেন্ট কিটসে। সেবারও দ্বিতীয় উইকেটেই জুটি গড়েছিলেন পিংকি ও সুপ্তা।
সুপ্তা-পিংকির রেকর্ড জুটি ভাঙার পরই আজ হোঁচট খাচ্ছে বাংলাদেশ। ২৮তম ওভারের তৃতীয় বলে পিংকিকে ফিরিয়ে জুটি ভাঙেন আলিয়া অ্যালেইনে। ৭৮ বলে ৩ চারে ৪২ রান করেন পিংকি। একই ওভারের পঞ্চম বলে সুপ্তাকে ফিরিয়েছেন অ্যালেইনে। সুপ্তা ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করেছেন। অ্যালেইনে এরপর ফিরিয়েছেন জ্যোতিকে। বাংলাদেশ অধিনায়ক ১০ বলে করেন ৫ চার। কোনো বাউন্ডারি মারতে পারেননি। অ্যালেইনের তিন উইকেটের মধ্যে পিংকিকে করেছেন কট এন্ড বোল্ড। সুপ্তা, জ্যোতি দুজনেই বোল্ড আউট হয়েছেন।
অ্যালেইনের তোপে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ৩১.২ ওভারে ৪ উইকেটে ১৪২ রানে পরিণত হয় বাংলাদেশ। এখন রিতু মণি ৭ আর স্বর্ণা আক্তার ৬ রানে ব্যাটিং করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৪ ওভারে ৪ উইকেটে করেছে ১৫২ রান। আজকে জিতলেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটবে বাংলাদেশ। হারলেও সুযোগ থাকবে জ্যোতিদের।
ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ২৭৬ রান বাংলাদেশ করেছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে জ্যোতির দল। নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ২৭১ রান বাংলাদেশ করেছে এবারই। ১০ এপ্রিল এলসিসিএ গ্রাউন্ডে জ্যোতিদের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। থাই মেয়েদের ১৭৮ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড বাংলাদেশ গড়ে এই ম্যাচেই।
নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও বাংলাদেশ করেছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বেই। ১৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়া করে ৪৮.৪ ওভারে ৮ উইকেটে ২৪০ রান করে বাংলাদেশ।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে