ক্রীড়া ডেস্ক

মিড অফে ডাইভ দিয়ে অসাধারণ এক ক্যাচ ধরে শূন্যে ছুড়ে মারলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর এই উদযাপনে বোঝা গেছে, একটা উইকেটের জন্য কী পরিমাণ বেগ পেতে হয়েছে লঙ্কানদের। ম্যাথুসের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ড্রেসিংরুমে।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৯২ রানে আজ বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। সফরকারীদের নামের পাশে তখন ৯০ ওভার। দ্বিতীয় দিনের খেলা শুরুর সপ্তম ওভারেই বাংলাদেশ হারায় শান্তর উইকেট। ইনিংসের ৯৭তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোর হঠাৎ লাফিয়ে ওঠা বলে হতচকিত হয়ে যান শান্ত। এজ হওয়া বল ম্যাথুস মিড অফে ধরলে ১৪৮ রানে থেমে যায় শান্তর ইনিংস। টেস্টে এটা তাঁর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বোচ্চ ইনিংস তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২১ সালে পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে ১৬৩ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
শান্ত আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর পর দ্রুতই আউট হয়ে পারতেন। ইনিংসের ৯৫তম ওভারের তৃতীয় বলে শান্তর বিপক্ষে আসিথা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আউট ঘোষণা করেন। শান্ত সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছেন। রিভিউতে দেখা যায়, বল লেগ সাইডের বাইরে পিচ করেছে। ১৪৩ রানে বেঁচে যাওয়া শান্ত এরপর আউট হয়েছেন ১৪৮ রান করে। তাঁর বিদায়ে ভেঙেছে বাংলাদেশের ২৬৪ রানের ম্যারাথন জুটি। ৪৫ রানে ৩ উইকেট পড়ার পর শান্ত-মুশফিক গতকালই হাল ধরেছেন বিপর্যস্ত বাংলাদেশ। সফরকারীরা চতুর্থ উইকেট হারিয়েছে ৩০৯ রানে। ম্যারাথন জুটি গড়তে শান্ত-মুশফিককে খেলতে হয়েছে ৪৮০ বল।

গলে শান্ত-মুশফিকের ২৬৪ রানের জুটি বিদেশের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের যেকোনো উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৫৯ রানের জুটি মুশফিক-সাকিব আল হাসান গড়েছিলেন ২০১৭ সালে ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেই জুটিটা ছিল পঞ্চম উইকেটে। বিদেশের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ তিন জুটিতেই জড়িয়ে মুশফিক। ২০১৩ সালে গলে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ২৬৭ রানের জুটি গড়তে অবদান রেখেছিলেন মুশফিক। সেই জুটি হয়েছিল গলে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেটে। টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি মুশফিক গড়েছিলেন গলে সেই ২০১৩ সালে।
বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান দুটি রেকর্ডই মুশফিকের দখলে। ৯৭ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন ৬১৭৩ রান। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ তিন ডাবল সেঞ্চুরির রেকর্ডও তিনি করেছেন। গলে শ্রীলঙ্কার বিপক্ষে এখন যেভাবে খেলছেন তিনি, তাতে টেস্টে চতুর্থ ডাবল সেঞ্চুরিও পেয়ে যেতে পারেন। মুশফিক এরই মধ্যে ২২৩ বলে করেছেন ১১৮ রান। তাঁর সঙ্গী লিটন দাস করেছেন ৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গলে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ১০২ ওভারে ৪ উইকেটে ৩২৪ রান।
নাজমুল হোসেন শান্তর টেস্টে সর্বোচ্চ ৩ ইনিংস
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
১৬৩ শ্রীলঙ্কা পাল্লেকেলে ২০২১
১৪৮ শ্রীলঙ্কা গল ২০২৫
১৪৬ আফগানিস্তান মিরপুর ২০২৩

মিড অফে ডাইভ দিয়ে অসাধারণ এক ক্যাচ ধরে শূন্যে ছুড়ে মারলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর এই উদযাপনে বোঝা গেছে, একটা উইকেটের জন্য কী পরিমাণ বেগ পেতে হয়েছে লঙ্কানদের। ম্যাথুসের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ড্রেসিংরুমে।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৯২ রানে আজ বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। সফরকারীদের নামের পাশে তখন ৯০ ওভার। দ্বিতীয় দিনের খেলা শুরুর সপ্তম ওভারেই বাংলাদেশ হারায় শান্তর উইকেট। ইনিংসের ৯৭তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোর হঠাৎ লাফিয়ে ওঠা বলে হতচকিত হয়ে যান শান্ত। এজ হওয়া বল ম্যাথুস মিড অফে ধরলে ১৪৮ রানে থেমে যায় শান্তর ইনিংস। টেস্টে এটা তাঁর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বোচ্চ ইনিংস তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২১ সালে পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে ১৬৩ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
শান্ত আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর পর দ্রুতই আউট হয়ে পারতেন। ইনিংসের ৯৫তম ওভারের তৃতীয় বলে শান্তর বিপক্ষে আসিথা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আউট ঘোষণা করেন। শান্ত সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছেন। রিভিউতে দেখা যায়, বল লেগ সাইডের বাইরে পিচ করেছে। ১৪৩ রানে বেঁচে যাওয়া শান্ত এরপর আউট হয়েছেন ১৪৮ রান করে। তাঁর বিদায়ে ভেঙেছে বাংলাদেশের ২৬৪ রানের ম্যারাথন জুটি। ৪৫ রানে ৩ উইকেট পড়ার পর শান্ত-মুশফিক গতকালই হাল ধরেছেন বিপর্যস্ত বাংলাদেশ। সফরকারীরা চতুর্থ উইকেট হারিয়েছে ৩০৯ রানে। ম্যারাথন জুটি গড়তে শান্ত-মুশফিককে খেলতে হয়েছে ৪৮০ বল।

গলে শান্ত-মুশফিকের ২৬৪ রানের জুটি বিদেশের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের যেকোনো উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৫৯ রানের জুটি মুশফিক-সাকিব আল হাসান গড়েছিলেন ২০১৭ সালে ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেই জুটিটা ছিল পঞ্চম উইকেটে। বিদেশের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ তিন জুটিতেই জড়িয়ে মুশফিক। ২০১৩ সালে গলে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ২৬৭ রানের জুটি গড়তে অবদান রেখেছিলেন মুশফিক। সেই জুটি হয়েছিল গলে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেটে। টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি মুশফিক গড়েছিলেন গলে সেই ২০১৩ সালে।
বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান দুটি রেকর্ডই মুশফিকের দখলে। ৯৭ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন ৬১৭৩ রান। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ তিন ডাবল সেঞ্চুরির রেকর্ডও তিনি করেছেন। গলে শ্রীলঙ্কার বিপক্ষে এখন যেভাবে খেলছেন তিনি, তাতে টেস্টে চতুর্থ ডাবল সেঞ্চুরিও পেয়ে যেতে পারেন। মুশফিক এরই মধ্যে ২২৩ বলে করেছেন ১১৮ রান। তাঁর সঙ্গী লিটন দাস করেছেন ৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গলে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ১০২ ওভারে ৪ উইকেটে ৩২৪ রান।
নাজমুল হোসেন শান্তর টেস্টে সর্বোচ্চ ৩ ইনিংস
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
১৬৩ শ্রীলঙ্কা পাল্লেকেলে ২০২১
১৪৮ শ্রীলঙ্কা গল ২০২৫
১৪৬ আফগানিস্তান মিরপুর ২০২৩

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
১ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
২ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৪ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৪ ঘণ্টা আগে